অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার! ইতিহাস গড়ার পথে রবিবারের মেগা 'পুজো কার্নিভাল'

গত বছর অংশ নিয়েছিল ৮৯টি পুজো কমিটি। এ বছর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৬-তে। ২০১৬ সালে সূচনা হওয়া এই কার্নিভাল ইতিমধ্যেই কলকাতার পুজো-পরবর্তী অন্যতম বড় সাংস্কৃতিক প্রদর্শনীতে পরিণত হয়েছে।

গত বছর অংশ নিয়েছিল ৮৯টি পুজো কমিটি। এ বছর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৬-তে। ২০১৬ সালে সূচনা হওয়া এই কার্নিভাল ইতিমধ্যেই কলকাতার পুজো-পরবর্তী অন্যতম বড় সাংস্কৃতিক প্রদর্শনীতে পরিণত হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার! ইতিহাস গড়ার পথে রবিবারের মেগা 'পুজো কার্নিভাল'

রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। শহর ও শহরতলির সেরার সেরা প্রতিমাগুলি দেখে নেওয়ার সুযোগ মিলবে।

Advertisment

পুজো শেষেও পুজোর আনন্দ! রবিবার ৫ অক্টোবর কলকাতার রেড রোডে, এবারের দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। শহর কলকাতা ও শহরতলির সেরার সেরা পুজোগুলি এই কার্নিভালে অংশ নেবে। যাদের কলকাতা ও কলকাতার আশেপাশের সেরা প্রতিমাগুলি দেখার সৌভাগ্য হয়নি, তারা এবার রেড রোডের এই পুজো কার্নিভালে এসে সেই সব প্রতিমা একেবারে সামনে থেকে দেখার সুযোগ পাবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম একটি স্বপ্নের উদ্যোগ এই পুজো কার্নিভাল। ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। রেড রোডে মুখ্যমন্ত্রীর উদ্যোগেই প্রথম চালু হয়েছিল এই পুজো কার্নিভাল। তারপর থেকে বছর বছর বিশেষ এই কর্মসূচি রাজ্য সরকার নিজ দায়িত্বে পালন করে আসছে। 

Advertisment

দুর্গা প্রতিমার বিদায় 'মুহূর্ত'কে ঘিরে কলকাতায় রবিবার আয়োজন হতে চলেছে নজিরবিহীন এক পুজো কার্নিভাল। রবিবার (৫ অক্টোবর) রেড রোডে এই কার্নিভালে অংশ নেবে শহরের ১১৬টি সেরার সেরা পুজো কমিটি। ফোর্ট উইলিয়াম থেকে আকাশবাণী ভবন পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তাজুড়ে মঞ্চস্থ হবে শিল্প, সঙ্গীত আর আবেগের মিলিত মহোৎসব। থাকবে সুনিয়ন্ত্রিত শোভাযাত্রা, ঝলমলে ট্যাবলো আর থিমেটিক ইনস্টলেশন—যেখানে প্রতিফলিত হবে বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও শিল্পকলার এক বিশাল সম্ভার। 

আরও পড়ুন-৬ মাসের শিশু যে শহরে সুরক্ষিত নয়, সেই কলকাতা কী করে সবচেয়ে সুরক্ষিত? প্রশ্ন RG KAR কাণ্ডের নির্যাতিতা তরুণীর পরিবারের

আগের সব রেকর্ড ভাঙল

গত বছর অংশ নিয়েছিল ৮৯টি পুজো কমিটি। এ বছর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৬-তে। ২০১৬ সালে সূচনা হওয়া এই কার্নিভাল ইতিমধ্যেই কলকাতার পুজো-পরবর্তী অন্যতম বড় সাংস্কৃতিক প্রদর্শনীতে পরিণত হয়েছে। প্রতিবছর হাজারো দর্শক, বিদেশি অতিথি এবং সংবাদমাধ্যম এই আয়োজনের সাক্ষী থাকেন। শেষ পর্যন্ত বাবুঘাটে প্রতিমা বিসর্জনের আগে রেড রোডে শহরবাসী উপভোগ করবেন এই মহোৎসব।

কলকাতার রেড রোডে পুজো কার্নিভাল উপলক্ষে শহরের বেশ কিছু রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে। কোনও কোনও রাস্তায় নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। রবিবার দুপুর ২টোর পর থেকে শুরু হয়ে যাচ্ছে পুজো কার্নিভাল। এদিন দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত রাস্তায় সব পণ্যবাহী গাড়ির চলাচল পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে।

কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত হেস্টিংস ক্রসিংস থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোড ধরে যেসব গাড়ি আসবে সেগুলির চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ওই গাড়িগুলি বিদ্যাসাগর সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে দুপুর ২টো থেকে কলকাতার মেয়ো রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, পলাশী গেট রোড, এসপ্ল্যানেড পর্যন্ত রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়াও রেড রোডে পুজো কার্নিভালের জন্য শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

আরও পড়ুন-ইট দিয়ে থেঁতলে দেওয়া হল মাথা, পুলিশ কর্মীকে বেধড়ক মার, হুলস্থূল কাণ্ড জামালপুরে

durga puja carnival