TMC:ঘাসফুল প্রতীক নিয়ে 'খেলা হবে' দিবসে বিতর্ক, মঞ্চে জেলাশাসক ও পুলিশ সুপার

Khela Hobe Dibas: খেলা হবে দিবসের অনুষ্ঠান মঞ্চে জেলার শীর্ষ তৃণমূল নেতাদের ছড়াছড়ি। মঞ্চে তৃণমূলের প্রতীক। সেখানেই হাজির জেলাশাসক ও পুলিশ সুপার।

Khela Hobe Dibas: খেলা হবে দিবসের অনুষ্ঠান মঞ্চে জেলার শীর্ষ তৃণমূল নেতাদের ছড়াছড়ি। মঞ্চে তৃণমূলের প্রতীক। সেখানেই হাজির জেলাশাসক ও পুলিশ সুপার।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Purba Bardhaman Khela Hobe Dibas,  TMC symbol Grassflower controversy,  Khela Hobe Divas event  ,District Magistrate Ayesha Rani A  ,Superintendent of Police Sayak Das  ,TMC stage controversy Bardhaman,  BJP alleges biased administration,  Khokon Das Bardhaman program  ,Political controversy Purba Bardhaman,  Officials presence Khela Hobe Divas,পূর্ব বর্ধমান খেলা হবে দিবস,  তৃণমূল প্রতীক ঘাসফুল বিতর্ক  ,খেলা হবে দিবস অনুষ্ঠান,  জেলা শাসক আয়েষা রানী এ  ,পুলিশ সুপার সায়ক দাস,  তৃণমূল কংগ্রেস মঞ্চ বিতর্ক,  বিজেপির অভিযোগ প্রশাসন পক্ষপাতদুষ্ট  ,বর্ধমান খোকন দাস অনুষ্ঠান  ,রাজনৈতিক বিতর্ক পূর্ব বর্ধমান  ,খেলা হবে দিবসে প্রশাসনের উপস্থিতি

Khela Hobe Dibas: 'খেলা হবে' দিবসের অনুষ্ঠানে জেলা তৃণমূলের সভাপতির একপাশে জেলাশাসক ও অন্য পাশে পুলিশ সুপার। মঞ্চের একেবারে ডানদিকে দেখা যাচ্ছে তৃণমূলের পতাকা।

Purba Bardhaman:'খেলা হবে' দিবসের অনুষ্ঠান মঞ্চে জ্বলজ্বল করছে তৃণমূল কংগ্রেসে প্রতীক ঘাসফুল। ফুটবল হাতে নিয়ে সেই অনুষ্ঠান মঞ্চই আলোকিত করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক ও জেলার পুলিশ সুপার । তা দেখে প্রশাসনের আধিকারিকদের তৃণমূলের ক্যাডার বলে দাগিয়ে দিলেন BJP নেতারা। 

Advertisment

বর্ধমানের কার্জনগেট চত্বরে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে খেলা হবে দিবস পালন করা হয়। অনুষ্ঠানে বর্ধমান শহরের ২৫০ টি ক্লাবকে ৪ টি করে ফুটবল দেওয়া হয়। ওই মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। 

এরই পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েষা রানী এ এবং জেলার পুলিশ সুপার সায়ক দাস। এমন এক অনুষ্ঠানের মঞ্চে “খেলা হবে দিবস“ লেখা থাকা ফ্লেক্সের বাম দিকে তৃণমূল কংগ্রেস দলের ’ঘাস ফুল’ প্রতীক থাকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

Advertisment

আরও পড়ুন- Kolkata weather today:বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঝড় বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও দুর্যোগ

এমন মঞ্চে জেলাশাসক ও পুলিশ সুপারের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, “জেলার প্রশাসনিক আধিকারিক ও পুলিশ আধিকারিকরা এখন  তৃণমূল কংগ্রেসের বড় ক্যাডার।এই সত্যটা আজ আরো একবার প্রমাণিত হল।যেখানে মঞ্চে তৃণমূল কংগ্রেসের প্রতীক রয়েছে সেখানে জেলাশাসক ও পুলিশ সুপার বিধায়ক খোকন দাসের সঙ্গে মঞ্চে উপস্থিত আছেন।আমরা এর তীব্র বিরোধিতা করছি।"

আরও পড়ুন- Election Commission: ২০০২ সালের ভোটার তালিকা নিয়ে কুলপিতে চাঞ্চল্য, SIR-এ তা কি বড় ভূমিকা নেবে?

যদিও তৃণমূল কংগ্রেস নেতা দেবু টুডু খানিকটা ডিফেন্সের ভঙ্গিতে বলেন, “একটা টেকনিক্যাল ভুল হয়েছে। প্রতীকটা তুলতে হয়তো ভুলে গেছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।“

tmc Khela Hobe Diwas Purba Bardhaman