TMC Mla: 'বিচারপতিরা সবাই বিজেপির লোক। তাই বিচারের সব রায় গুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধেই বেরুচ্ছে।' তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিচারপতিদের উদ্দেশ্য করে এভাবেই আক্রমণ শানালেন পূর্ব বর্ধমানের কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। শাসকদলের বিধায়কের এহেন বক্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। বিধায়কের বক্তব্যের কড়া নিন্দায় বিরোধীরা।
দুর্গোৎসব মিটতেই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হচ্ছে। সেই রকমই বিজয়া সম্মিলনী অনুষ্ঠান হয় কালনা ২ নম্বর ব্লকের সিঙ্গেরকোনে। সেই সম্মেলনে কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ ও দেবু টুডু ছাড়াও জেলার অন্য একাধিক নেতা এবং মন্ত্রী ও সাংসদ উপস্থিত ছিলেন। বিজয়া সম্মিলনীর মঞ্চে বক্তব্য রাখতে উঠে শাসকনেতারা বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ান। এরই পাশাপাশি আরজি কর কাণ্ড নিয়ে যাঁরা রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছে তাদের বিরুদ্ধেও সরব হন।
দেবপ্রসাদ বাগ বক্তব্য রাখতে উঠে আরজি করের ঘটনা প্রসঙ্গে বলেন, "আরজি করের ঘটনার প্রথম দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন। CBI-কে ঘটনার তদন্তভার দিয়ে দেওয়ার কথাও মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেছিলেন। তবুও ১৪ তারিখ রাত দখলের নামে আরজি করে ভাঙচুর হল। বিচারপতিরা তখন বললেন, বাংলার পুলিশের কাছে কি কোনও তথ্য নেই, তারা জানতে পারলেন না যে আরজি করে এই রকম একটা ঘটনা ঘটতে পারে।"
আরও পড়ুন- Junior Doctor's Movement: দাবি আদায়ে নাছোড় আন্দোলনে জুনিয়র ডাক্তাররা, আজ ফের নবান্নে বৈঠক, কাটবে জট?
আরও পড়ুন- Joint Platform of Doctors: মারাত্মক সব অভিযোগ স্বাস্থ্যসচিবের বিরুদ্ধে! অপসারণ চেয়ে ফের চিঠি মুখ্যমন্ত্রীকে
তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, "কেমন ষড়যন্ত্র চলছে এবার দেখুন। নবান্ন অভিযানের আগে পুলিশ যখন ধরপাকড় করছে তখন আবার বিচারপতিরা বলছেন, জানলেন কীভাবে যে এরাই নবান্ন অভিযানের নামে বিশৃঙ্খলা করতে পারে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে। বিচারের যে সমস্ত রায়গুলো বেরোচ্ছে, সেগুলি সবই মমতা সরকারের বিরুদ্ধে। বিচারপতিরা সবাই বিজেপির লোক। এটা প্রমাণিত।"
আরও পড়ুন- Cyclone Dana Updates: আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'ডানা', আছড়ে পড়েই তছনছ করবে বাংলা?
শাসক দলের বিধায়কের এহেন বক্তব্যের কড়া সমালোচনা করে বিজেপি ও সিপিএম নেতৃত্বের ।জেলা বিজেপির সহ-সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, "তৃণমূল যে দেশের সংবিধান, আইন ও বিচার ব্যবস্থাকেও মানে না, সেটা তৃণমূল বিধায়কের বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে। বাংলায় তালিবানি শাসন প্রতিষ্ঠাই তৃণমূলের একমাত্র লক্ষ্য।"
TMC Mla: 'বিচারপতিরা সবাই বিজেপির লোক', মমতার বিরুদ্ধে ষড়যন্ত্রের আশঙ্কা দাপুটে তৃণমূল বিধায়কের
TMC Mla's Controversial Speech: শাসকদলের দাপুটে বিধায়কের এহেন মন্তব্য নিয়ে জোরদার শোরগোল পড়ে গিয়েছে। নিন্দায় সরব হয়েছেন বিরোধীরা।
Follow Us
TMC Mla: 'বিচারপতিরা সবাই বিজেপির লোক। তাই বিচারের সব রায় গুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধেই বেরুচ্ছে।' তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিচারপতিদের উদ্দেশ্য করে এভাবেই আক্রমণ শানালেন পূর্ব বর্ধমানের কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। শাসকদলের বিধায়কের এহেন বক্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। বিধায়কের বক্তব্যের কড়া নিন্দায় বিরোধীরা।
দুর্গোৎসব মিটতেই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হচ্ছে। সেই রকমই বিজয়া সম্মিলনী অনুষ্ঠান হয় কালনা ২ নম্বর ব্লকের সিঙ্গেরকোনে। সেই সম্মেলনে কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ ও দেবু টুডু ছাড়াও জেলার অন্য একাধিক নেতা এবং মন্ত্রী ও সাংসদ উপস্থিত ছিলেন। বিজয়া সম্মিলনীর মঞ্চে বক্তব্য রাখতে উঠে শাসকনেতারা বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ান। এরই পাশাপাশি আরজি কর কাণ্ড নিয়ে যাঁরা রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছে তাদের বিরুদ্ধেও সরব হন।
দেবপ্রসাদ বাগ বক্তব্য রাখতে উঠে আরজি করের ঘটনা প্রসঙ্গে বলেন, "আরজি করের ঘটনার প্রথম দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন। CBI-কে ঘটনার তদন্তভার দিয়ে দেওয়ার কথাও মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেছিলেন। তবুও ১৪ তারিখ রাত দখলের নামে আরজি করে ভাঙচুর হল। বিচারপতিরা তখন বললেন, বাংলার পুলিশের কাছে কি কোনও তথ্য নেই, তারা জানতে পারলেন না যে আরজি করে এই রকম একটা ঘটনা ঘটতে পারে।"
আরও পড়ুন- Junior Doctor's Movement: দাবি আদায়ে নাছোড় আন্দোলনে জুনিয়র ডাক্তাররা, আজ ফের নবান্নে বৈঠক, কাটবে জট?
আরও পড়ুন- Joint Platform of Doctors: মারাত্মক সব অভিযোগ স্বাস্থ্যসচিবের বিরুদ্ধে! অপসারণ চেয়ে ফের চিঠি মুখ্যমন্ত্রীকে
তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, "কেমন ষড়যন্ত্র চলছে এবার দেখুন। নবান্ন অভিযানের আগে পুলিশ যখন ধরপাকড় করছে তখন আবার বিচারপতিরা বলছেন, জানলেন কীভাবে যে এরাই নবান্ন অভিযানের নামে বিশৃঙ্খলা করতে পারে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে। বিচারের যে সমস্ত রায়গুলো বেরোচ্ছে, সেগুলি সবই মমতা সরকারের বিরুদ্ধে। বিচারপতিরা সবাই বিজেপির লোক। এটা প্রমাণিত।"
আরও পড়ুন- Cyclone Dana Updates: আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'ডানা', আছড়ে পড়েই তছনছ করবে বাংলা?
শাসক দলের বিধায়কের এহেন বক্তব্যের কড়া সমালোচনা করে বিজেপি ও সিপিএম নেতৃত্বের ।জেলা বিজেপির সহ-সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, "তৃণমূল যে দেশের সংবিধান, আইন ও বিচার ব্যবস্থাকেও মানে না, সেটা তৃণমূল বিধায়কের বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে। বাংলায় তালিবানি শাসন প্রতিষ্ঠাই তৃণমূলের একমাত্র লক্ষ্য।"