Advertisment

Junior Doctor's Movement: দাবি আদায়ে নাছোড় আন্দোলনে জুনিয়র ডাক্তাররা, আজ ফের নবান্নে বৈঠক, কাটবে জট?

Junior Doctors-Mamata Banerjee: এর আগেও দু'পক্ষের মধ্যে আলাপ-আলোচনা হয়েছে। তবে তাতেও সমস্যা মেটেনি। আজকের বৈঠকে নজর সবার।

author-image
Joyprakash Das
আপডেট করা হয়েছে
New Update
Nabanna, Mamata Banerjee, RG Kar case, RG Kar protest, hunger strike, Junior doctors protest, Junior doctor Debasish Haldar,Bangla News,নবান্ন, জুনিয়র ডাক্তারদের আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়, অনশন

ফের জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী।

Junior Doctor's Movement: আবারও জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসছে রাজ্য সরকার। আজ বিকেল ৫টায় নবান্নে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জট কাটাতে এর আগেও একাধিকবার আলোচনা হয়েছে দু'পক্ষের। তবে তাতেও সমস্যা মেটেনি। তাই আজকের বৈঠকের নিট ফল কী হয়, সেদিকে নজর সবার।

Advertisment

গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় মঞ্চ বেঁধে অনশন-আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ১০ দফা দাবিতে নাছোড় আন্দোলন ডাক্তারদের। জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন বহু সাধারণ মানুষ। সেই সঙ্গে সিনিয়র ডাক্তাররা তো আছেনই। গত দু'সপ্তাহেরও বেশি সময় ধরে একটানা অনশনে একে একে একাধিক চিকিৎসক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে যাঁরা অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁদের অনেকেরই শারীরিক পরিস্থিতি বেশ সঙ্গীন।

শনিবারই ধর্মতলায় ডাক্তারদের অনশন মঞ্চে গিয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। মুখ্যসচিবের ফোনেই আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার জুনিয়র ডাক্তারদের স্নেহের সুরে অনশন-আন্দোলন তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জট কাটাতে আজ ফের বৈঠকের কথাও বলেছিলেন তিনি।

আরও পড়ুন- Cyclone Dana Updates: আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'ডানা', আছড়ে পড়েই তছনছ করবে বাংলা?

গতকালই মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের ইমেইল করে আজকের বৈঠকে যোগ দিতে অনুরোধ জানিয়েছিলেন। মুখ্যসচিবের ইমেইলের জবাব দিয়ে পাল্টা অনশনকারী আন্দোলনকারীরাও জানিয়েছিলেন তাঁরা বৈঠকে যোগ দেবেন।

আরও পড়ুন- TMC Candidate List: ৬ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকায় বিরাট চমক তৃণমূলের! কোন কেন্দ্রে কে? জানুন

এদিকে গতকাল বিকেলে ধর্মতলায় চিৎকার সমাবেশের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের সেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বহু সাধারণ মানুষ। সেই সমাবেশ মঞ্চ থেকে জুনিয়র ডাক্তাররা বারবার ন্যায় বিচারের দাবি তুলেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই এ ব্যাপারে উদ্যোগী হতে আবেদন জানিয়েছিলেন তাঁরা। সেই সঙ্গে তাঁদের যা দাবি তা রাজ্য সরকার মেনে নিক, এই আওয়াজও উঠেছিল সমাবেশ মঞ্চ থেকে।

আরও পড়ুন- Maha Kali Puja 2024: শোল মাছের টক মায়ের ভোগ, মহাকালীর পুজো শুরুর নেপথ্যের গল্পটা চমকে দেবে!

এদিকে সোমবার সকালে ধর্মতলার অনশন মঞ্চ থেকে নবান্নের বৈঠকে যাওয়ার ব্যাপারে তাঁদের সম্মতির কথা জানিয়ে অনশনকারী সায়ন্তনী ঘোষ হাজরা বলেন, "আমাদের প্রতিনিধিরা নবান্নের বৈঠকে যাচ্ছেন। সেই বৈঠকের আগে নেতিবাচক কোনও কথা আমরা বলতে চাই না। মুখ্যমন্ত্রীর উপর আমাদের আস্থা আছে।"

protest Nabanna CM Mamata banerjee Junior Doctors
Advertisment