বিশ্বের ত্রাস করোনা এবার থাবা বসাল বাংলার মেদিনীপুরেও। সুদূর চিন নয়, ভারতের কেরালা থেকেই বাংলায় এসেছে করোনা ভাইরাস। বাংলায় পা রাখা মাত্রই মেদিনীপুরে থাবা বসিয়েছে এই ভয়ঙ্কর ভাইরাস। কেরালা থেকে আসা ব্যক্তির দেহেই মিলেছে করোনা ভাইরাস। কর্মসূত্রে কেরালাতে থাকা ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর জানতে পেরে তৎক্ষণাৎ তাঁর স্বাস্থ্যপরীক্ষা করে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এমনকী, পর্যবেক্ষণে রাখা হয়েছে ওই ব্যক্তির পরিবারকেও। মেদিনীপুরে করোনা সন্দেহের তালিকায় রয়েছেন আরও এক জন, এমনটাই খবর। ইতিমধ্যেই করোনা প্রাদুর্ভাবে চিনে প্রাণ হারিয়েছেন ৪২৫ জন। সেই আবহে মেদিনীপুরের করোনার উপস্থিতির খবরে ভীত সমগ্র রাজ্য।
আরও পড়ুন- কলকাতায় ঘনীভূত করোনা আতঙ্ক! হাসপাতালে চিন ফেরত যুবক
জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর এলাকার বাসিন্দা ওই ব্যক্তি কর্মসূত্রে কেরালায় থাকতেন। স্বাস্থ্য দফতরের কাছে খবর আসে, তিনি কেরালায় যে সহকর্মীদের সঙ্গে থাকতেন সেখানে করোনা থাবা বসিয়েছে। এরপরই নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর। গত ২ ফেব্রুয়ারি মোহনপুর স্বাস্থ্য কেন্দ্রে তাঁর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হয়। সেখানেই সন্দেহজনক রিপোর্ট হাতে আসে চিকিৎসকদের। এরপরই পরিস্থিতির উপর নজর রাখতে রাজ্য স্বাস্থ্য দফতরের সিদ্ধান্তে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয় আক্রান্ত ব্যক্তিকে। পাশাপাশি জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ওই ব্যক্তির পরিবারের সকলের স্বাস্থ্য পরীক্ষাও শুরু হয়েছে।
আরও পড়ুন- করোনাভাইরাস রুখতে বিশেষ ব্যবস্থা মমতা সরকারের, চালু হেল্পলাইন
মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ গিরিশচন্দ্র বেরা বলেন, "জেলার খড়গপুর মহকুমাতেই ২ জনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে বেলেঘাটা হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা চলছে। বাকি জেলাজুড়েও লক্ষ্য রাখা হচ্ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সকলকে সচেতন থাকতে অনুরোধ জানাচ্ছি"।