বাংলায় মোট করোনা আক্রান্ত দু'লক্ষেরও বেশি, একদিনে পজিটিভ ৩২১৫

রবিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২ হাজার ৭০৮। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৩ হাজার ৬২৪।

রবিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২ হাজার ৭০৮। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৩ হাজার ৬২৪।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাংলায় করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে।

সেপ্টেম্বরেও সংক্রমণ গতি হ্রাস হচ্ছে না করোনার। বরং আরও যেন শক্তিবৃদ্ধি হয়েছে এই ভাইরাসের। কয়েক সপ্তাহ আগেও সুস্থতার হারে দৈনিক রেকর্ড তৈরি করেছিল বাংলা। কিন্তু এক দিকে এখন যেমন রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে, সেইসঙ্গে বাড়ছে সুস্থতার হারও। তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২১৫ জন। রবিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২ হাজার ৭০৮। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৩ হাজার ৬২৪। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

Advertisment

আরও পড়ুন, ‘প্রয়োজন হলে ভ্যাকসিনের প্রথম ডোজ আমিই নেব’, টিকা নিয়ে উদ্বেগ নিরসন স্বাস্থ্যমন্ত্রীর

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৫৪ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৭৫ হাজার ১৩৯ জন। রাজ্যে সুস্থতার হার হল ৮৬.৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৩৯৪৫।

অ্যাক্টিভ কেসের নিরিখে এবং সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগণা। এই জেলায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৩৯৬। এরপরই রয়েছে কলকাতা (৪১৬০), পশ্চিম মেদিনীপুর (১৩৯৬), পূর্ব মেদিনীপুর (১৪৪৬),দক্ষিণ ২৪ পরগনা (১৩৮৯), হাওড়া (৯৩৮), হুগলি (১৪০১)।

Advertisment

আরও পড়ুন, সাড়ে ৫ মাস পর আজ সফল মেট্রো পরিষেবা, সোমবার থেকে চালু সর্বসাধারণের জন্য

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার ৪৭ হাজার ৩১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ২৪ লক্ষ ৭০ হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে মোট ৮৭টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ৩২, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৫। মোট কোভিড বেডের সংখ্যা ১২ হাজার ৪৫, মোট আইসিউ বেডের সংখ্যা ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus COVID-19