Advertisment

Bhangar Incident: বীভৎস কাণ্ড ভাঙড়ে! বাড়ির দরজা খুলতেই রক্তের স্রোত....তারপর?

Bhangar: আবারও তীব্র চাঞ্চল্য ভাঙড়ে। ভাঙড়ের চন্দনেশ্বর থানা এলাকার এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার অফিসাররাও। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ তদন্তকারীদের।

author-image
Mina Mondal
আপডেট করা হয়েছে
New Update
couple killed at bhangar,Bhangar,Bhangar Murder,ভাঙড়,ভাঙড়ে খুন

Bhangar Incident: ভাঙড়ের সেই গ্রামে তদন্তে পুলিশ। ভিড় স্থানীয়দের।

Bhangar: আবারও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। ৮গ খুন ভাঙড়ে। এবার একটি বাড়ি থেকে জোড়া মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। নিহতদের নাম মোশারেফ পিয়াদা ও শাহানারা বিবি। রবিবার সকালে নিজেদের বাড়ি থেকেই দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভাঙড়ের চন্দনেশ্বর থানা এলাকার এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতদের আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

Advertisment

পুলিশ সূত্রের দাবি, মোশারফকে কুপিয়ে খুন করা হয়েছে। তাঁর দেহের পাশ থেকেই উদ্ধার হয়েছে তাঁর স্ত্রী শাহানারা বিবির অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ। তবে ঠিক কী কারণে এমন নৃশংস খুন তা স্পষ্ট হয়নি। এদিন সকালে দম্পতির মৃত্যুর খবর পেয়ে গ্রামে গিয়ে পৌঁছোয় পুলিশ।

দম্পতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় চন্দনেশ্বর থানার পুলিশ। ওই দম্পতির কারও সঙ্গে শত্রুতা ছিল কিনা তা খোঁজ নিয়ে দেখছে পুলিশ। সেব্যাপারেই তাঁদের আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গেও পুলিশ কথা বলছে। যদিও এখনও পর্যন্ত খুনের কারণ স্পষ্ট হয়নি। 

আরও পড়ুন- Amit Shah: 'কেন্দ্রের পাঠানো টাকা তৃণমূল নেতাদের পকেটে যায়', ২০২৬-এ বাংলায় পরিবর্তনের ডাক শাহের

আরও পড়ুন- Electricity Bill: এক ঝটকায় বিদ্যুতের বিল হবে অর্ধেক! সরকারের এই দুর্দান্ত প্রকল্পটির কথা আগে জানতেন?

আরও পড়ুন- Kali Puja 2024: কালীমূর্তির পায়ে কাঁটা ফুটিয়ে রক্ত বের করেছিলেন, মহারাজকে শ্যামার প্রাণের প্রমাণ দেন কমলাকান্ত

এদিকে, নিহত মোশারফের বাড়ির সামনেই একটি দোকানে একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। পুলিশ সেই ক্যামেরার সূত্র ধরেই তদন্ত চালাতে চাইছে। পুরনো শত্রুতার জেরেই এই খুন নাকি খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে সিসিটিভি ফুটেজ এই তদন্তের কাজে আসতে পারে বলে দাবি করেছেন পুলিশ আধিকারিকরা।

Bhangar police Murder South 24 Pgs
Advertisment