Kaliachak mother-in-law murder:মাঝরাতে ঘরে ঢুকে ঘুমন্ত শাশুড়িকে লোহার বাটখারা দিয়ে মাথা থেঁতলে খুন করেছিল পুত্রবধূ। ঘটনার পর মৃতের ছেলে অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার হয় অভিযুক্ত। ২০২২ সালের এই ঘটনার পর সাড়ে ৩ বছরের মাথায় অভিযুক্ত ওই মহিলাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মালদার অতিরিক্ত পঞ্চম ট্র্যাক কোর্টের বিচারক।
বুধবার দুপুরে ধৃত ওই মহিলার এই অপরাধের ঘটনার যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক মনদ্বীপ দাশগুপ্ত। অনাদায় আরও এক মাসের জেলের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছিল মালদার কালিয়াচক থানার বাখরপুর এলাকায়। মূলত পারিবারিক বিবাদের জেরেই এই খুনের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২০২২ সালের ১৩ সেপ্টেম্বর কালিয়াচকের বাখরপুরের বাসিন্দা গোলেনূর বিবিকে (৬২) বাটখারা দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছিল। পরের দিন গোলেনূর বিবির ছেলে সাদ্দাম শেখ কালিয়াচক থানায় মাকে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সাদ্দামের স্ত্রী মর্জিনা খাতুনকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শেষে ২০২২ সালের ১০ ডিসেম্বর চার্জশিট পেশ করে পুলিশ।
আরও পড়ুন- Adhir Chowdhury:'তৃণমূলের সন্ত্রাসের ল্যাবরেটরি ভাঙড়', শাসকদলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ অধীরের
সরকার পক্ষের আইনজীবী অমলকুমার দাস বলেন, “মর্জিনা খাতুন নামে এক মহিলা গত ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর রাতে তাঁর শাশুরি গোলেনূর বিবিকে বাটখারা দিয়ে মেরে হত্যা করে। পুলিশ ১০ ডিসেম্বর ঘটনার চার্জশিট দাখিল করে। ১৪ জনের সাক্ষীর ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।"
আরও পড়ুন- Nicco Park:নিক্কো পার্কে মর্মান্তিক মৃত্যু যুবকের, ওয়াটার পার্কে আনন্দে মাততেই মুহূর্তে চরম পরিণতি