Malda News: ঘুমন্ত শাশুড়িকে লোহার বাটখারা দিয়ে থেঁতলে খুন, পুত্রবধূকে বেনজির সাজা দিল আদালত

Malda murder case: বছর তিনেক ধরে চলে এই মামলা। একের পর এক শুনানিতে ১৪ জনের সাক্ষ্যপ্রমাণ নেওয়া হয়। বুধবার এই মামলার নজিরবিহীন রায় শোনাল আদালত।

Malda murder case: বছর তিনেক ধরে চলে এই মামলা। একের পর এক শুনানিতে ১৪ জনের সাক্ষ্যপ্রমাণ নেওয়া হয়। বুধবার এই মামলার নজিরবিহীন রায় শোনাল আদালত।

author-image
Madhumita Dey
New Update
Kaliachak mother-in-law murder July 16 2025,Batkhara killing of mother-in-law Malda life imprisonment,Merzina Khatun life sentence Kaliachak Bakharpur,Malda district court orders life term daughter-in-law,10,000 fine plus life sentence Bakharpur murder case,কালিয়াচক শাশুড়ি হত্যা ১৬ জুলাই ২০২৫,বাটখারা দিয়ে শাশুড়ি খুন,মর্জিনা খাতুন যাবজ্জীবন কালিয়াচক,কালিয়াচক বাখরপুর শাশুড়ি খুন পুত্রবধূ সাজা,মালদা জেলা আদালত শাস্তি ১০ হাজার জরিমানা

Kaliachak mother-in-law murder: শাশুড়িকে খুনে দোষী পুত্রবধূকে নিয়ে যাচ্ছেন পুলিশকর্মীরা।

Kaliachak mother-in-law murder:মাঝরাতে ঘরে ঢুকে ঘুমন্ত শাশুড়িকে লোহার বাটখারা দিয়ে মাথা থেঁতলে খুন করেছিল পুত্রবধূ। ঘটনার পর মৃতের ছেলে অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার হয় অভিযুক্ত। ২০২২ সালের এই ঘটনার পর সাড়ে ৩ বছরের মাথায় অভিযুক্ত ওই মহিলাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মালদার অতিরিক্ত পঞ্চম ট্র্যাক কোর্টের বিচারক। 

Advertisment

বুধবার দুপুরে ধৃত ওই মহিলার এই অপরাধের ঘটনার যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক মনদ্বীপ দাশগুপ্ত। অনাদায় আরও এক মাসের জেলের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছিল মালদার কালিয়াচক থানার বাখরপুর এলাকায়। মূলত পারিবারিক বিবাদের জেরেই এই খুনের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

২০২২ সালের ১৩ সেপ্টেম্বর কালিয়াচকের বাখরপুরের বাসিন্দা গোলেনূর বিবিকে (৬২) বাটখারা দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছিল। পরের দিন গোলেনূর বিবির ছেলে সাদ্দাম শেখ কালিয়াচক থানায় মাকে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সাদ্দামের স্ত্রী মর্জিনা খাতুনকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শেষে ২০২২ সালের ১০ ডিসেম্বর চার্জশিট পেশ করে পুলিশ।

Advertisment

আরও পড়ুন- Adhir Chowdhury:'তৃণমূলের সন্ত্রাসের ল্যাবরেটরি ভাঙড়', শাসকদলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ অধীরের

সরকার পক্ষের আইনজীবী অমলকুমার দাস বলেন, “মর্জিনা খাতুন নামে এক মহিলা গত ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর রাতে তাঁর শাশুরি গোলেনূর বিবিকে বাটখারা দিয়ে মেরে হত্যা করে। পুলিশ ১০ ডিসেম্বর ঘটনার চার্জশিট দাখিল করে। ১৪ জনের সাক্ষীর ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।"

আরও পড়ুন- Nicco Park:নিক্কো পার্কে মর্মান্তিক মৃত্যু যুবকের, ওয়াটার পার্কে আনন্দে মাততেই মুহূর্তে চরম পরিণতি

 

Murder Malda Bengali News Today