RG Kar Case: আরজি করে আর্থিক দুর্নীতির মামলা, নিম্ন আদালত শোকজ করল CBI-কে

rg kar monetary corruption case: সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চূড়ান্ত আর্থিক অনিয়ম হয়েছিল বলে অভিযোগ ওঠে। প্রথমে বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি।

rg kar monetary corruption case: সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চূড়ান্ত আর্থিক অনিয়ম হয়েছিল বলে অভিযোগ ওঠে। প্রথমে বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
RG Kar Case,cbi,rg kar monetary corruption case,sandip ghosh,west bengal news,আরজি কর আর্থিক দুর্নীতির মামলা,সিবিআই

CBI: প্রতীকী ছবি।

RG Kar Case: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলা নিয়ে এবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই-কে শোকজ করল বিশেষ আদালত। তদন্তকারী সংস্থার এক আধিকারিককে রীতিমতো ধমকও দিয়েছেন বিচারক। আগামিকালের মধ্যে সিবিআইকে প্রয়োজনীয় নথি জমার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisment

আরজি করে আর্থিক দুর্নীতির মামলা নিয়ে এবার বিশেষ আদালতের তোপের মুখে কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI। রাজ্য সরকার ইতিমধ্যেই সন্দীপ ঘোষদের বিরুদ্ধে চার্জ গঠনে অনুমোদন দিয়ে দিয়েছে। এই বিষয়টি বিশেষ আদালতে না জানানোয় সিবিআইয়ের উপর রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন বিচারক। এ ব্যাপারে হাইকোর্ট তথ্য পেলেও নিম্ন আদালত কিছু জানতে না পারায় বিচারক এদিন ধমক দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিককে। 'সিবিআই নিম্ন আদালতকে বাইপাস করে হাইকোর্টে যাচ্ছে' শীর্ষক মন্তব্যও শোনা গিয়েছে বিচারকের মুখে।

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতির বিষয়টি প্রথম প্রকাশ্যে এনেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। কলকাতার স্বনামধন্য এই হাসপাতালের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠায় তদন্তভার যায় সিবিআই-এর হাতে। সন্দীপ ঘোষ হাসপাতালের অধ্যক্ষ থাকাকালীন তিনি এবং তারই মদতে সমগ্র দুর্নীতি চক্র চলত অভিযোগ করেছিলেন আখতার আলি।

আরও পড়ুন- Swasthya Sathi: স্বস্তিতে রাজ্য সরকার, 'স্বাস্থ্যসাথী' নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে

Advertisment

এদিকে প্রথমে অনুমোদন না মিললেও পরবর্তী সময়ে সন্দীপ ঘোষদের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে সিবিআই বিষয়টি জানিয়েছে। তবে নিম্ন আদালতে এ ব্যাপারে এখনও পর্যন্ত সিবিআইয়ের তরফের তথ্য না মেলায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন বিচারক। আগামিকালের মধ্যে সিবিআইকে সমস্ত তথ্য-নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। দ্রুত এই মামলায় চার্জ গঠন প্রক্রিয়া শুরু করবেন বলেও জানিয়ে দিয়েছেন বিচারক।

আরও পড়ুন- West Bengal News Live: ট্যাংরায় হেলে পড়া বহুতল ভাঙতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে প্রশাসন

Bangla News news of west bengal RG Kar Case news in west bengal Bengali News Today cbi