India Corona: বিরাট উদ্বেগ! হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ফের মৃত্যু ২ জনের, বাংলাতেও কোভিডের দাপট

India Corona: দেশ জুড়ে বিরাট উদ্বেগ! হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে থানে, ব্যাঙ্গালুরুতে মৃত্যু হয়েছে ২ জনের।

India Corona: দেশ জুড়ে বিরাট উদ্বেগ! হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে থানে, ব্যাঙ্গালুরুতে মৃত্যু হয়েছে ২ জনের।

author-image
IE Bangla Web Desk
New Update
bengal corona

বিরাট উদ্বেগ! হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ফের মৃত্যু ২ জনের, বাংলাতেও কোভিডের দাপট

India Corona: দেশ জুড়ে বিরাট উদ্বেগ! হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে থানে, ব্যাঙ্গালুরুতে মৃত্যু হয়েছে ২ জনের। অ্যাকটিভ কোভিড আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ২৫০ ছাড়িয়েছে। রাজ্যগুলি চূড়ান্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে কেন্দ্রের তরফে। 

Advertisment

সরকারকে ডেডলাইন দিয়ে হুঙ্কার ছুঁড়লেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা, আন্দোলনকারীদের কী বার্তা বিকাশের?

দিল্লি, হরিয়ানা, কেরলা, কর্ণাটক এবং অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র, বাংলায় নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ আপডেট অনুসারে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, স্বাস্থ্য বিভাগের তরফে জনগণকে সতর্ক থাকার এবং সকল প্রোটোকল মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। উদ্বেগ জারি বাংলাতেও। কাঁকুড়গাছি, মগরাহাটের ৩জন-সহ গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪জন। 

Advertisment

রাজধানী দিল্লিতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩ জন। যা গত তিন বছরের মধ্যে সর্বাধিক। স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ সিং জানিয়েছেন, “সকলেই স্থিতিশীল ও পর্যবেক্ষণে রয়েছেন।” হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। জিনোম সিকোয়েন্সিং ফের চালু করেছে প্রশাসন।

সরকারকে ডেডলাইন দিয়ে হুঙ্কার ছুঁড়লেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা, আন্দোলনকারীদের কী বার্তা বিকাশের?

কর্ণাটকেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৫। যার মধ্যে বেঙ্গালুরুতেই আক্রান্তের সংখ্যা ৩২। করোনায় আক্রান্ত হয়েছে ৯ মাস বয়সী এক শিশুও। সরকার গর্ভবতী নারী, বয়স্ক এবং ঝুঁকিপূর্ণ রোগীদের COVID Appropriate Behaviour (CAB) মানার আহ্বান জানিয়েছে।

মে মাসে কেরলে নতুন করে ২৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।  যা রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, “প্রাথমিক উপসর্গ দেখলেই দ্রুত রিপোর্ট করতে হবে, হাসপাতালগুলিতে মাস্ক বাধ্যতামূলক।” গাজিয়াবাদে ৪ জন নতুন আক্রান্ত। আক্রান্তদের মধ্যে ৩ জন হোম আইসোলেশনে এবং ১ জন বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। জেলা স্বাস্থ্য দপ্তর আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে নজরদারি বাড়িয়েছে। হরিয়ানায় এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন ৪ জন। থানে শহরে গত তিন দিনে ১০ জনের বেশি সংক্রমণের খোঁজ মিলেছে। যদিও অধিকাংশ ক্ষেত্রেই লক্ষণ হালকা, তবুও পুর প্রশাসন হাসপাতালগুলিকে সতর্ক থাকতে বলেছে।

ভোটের ঘোষণা হয়ে গেল বাংলায়, কবে ফলপ্রকাশ?

corona Bengal Corona Child Corona Active Corona Active Corona Cases