Teachers Protest: সরকারকে ডেডলাইন দিয়ে হুঙ্কার ছুঁড়লেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা, আন্দোলনকারীদের কী বার্তা বিকাশের?

Teachers Protest WB SSC Scam: দিশেহারা চাকরিহারা শিক্ষকরা। অবশেষে ভবিষ্যতে আইনি পরামর্শ নিতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে চাকরিহারারা।

Teachers Protest WB SSC Scam: দিশেহারা চাকরিহারা শিক্ষকরা। অবশেষে ভবিষ্যতে আইনি পরামর্শ নিতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে চাকরিহারারা।

author-image
IE Bangla Web Desk
New Update
SSC SCam Protest

ভবিষ্যতে আইনি পরামর্শ নিতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে চাকরিহারারা।

Teachers Protest WB SSC Scam: 'সোমবারের মধ্যে আমাদের সঙ্গে আলোচনায় বসুন, নইলে আন্দোলন তীব্রতর হবে', হুঙ্কার ছুঁড়লেন চাকরিহারারা। সুপ্রিম রায়ের চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারীরা। চাকরি ফিরে পাওয়ার আশায় বিকাশ ভবনের সামনে চলছে টানা অবস্থান বিক্ষোভ। চাকরি ফিরে পেতে চেয়ে রাজপথে জুটেছে পুলিশের লাঠি, লাথি। এমনকী আইনি জটিলতার মুখেও পড়তে হয়েছে আন্দোলনকারীদের। শিক্ষকদের তরফে জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তারা বিকাশ ভবনের সামনে থেকে তাঁদের আন্দোলন সেন্ট্রাল পার্কে সরিয়ে নিয়ে যাবেন। 

Advertisment

সাম্প্রতিক সুপ্রিম নির্দেশে চাকরি গিয়েছে ২৫,৭৫৩ জনের।  চাকরি ফিরে পাওয়ার দাবিতে রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। শনিবার, ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর ব্যানারে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকরা রাজ্যসরকারকে দেখা করার ডেডলাইন বেঁধে দিয়েছেন। হুঙ্কার ছুঁড়ে আন্দোলনরত চাকরিহারাদের তরফে জানানো হয়েছে,রাজ্যের শিক্ষামন্ত্রীকে সোমবারের মধ্যে চাকরিহারাদের সঙ্গে দেখা করতে হবে, নাহলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে চাকরিহারাদের তরফে। 

আন্দোলনরত চাকরিহারারা সাংবাদিকদের জানান, “আমরা মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে আগেই চিঠি দিয়ে পরিস্থিতি জানিয়েছিলাম। কিন্তু এখনও পর্যন্ত কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। আজ আবার আমরা চিঠি দেব। যদি সোমবারের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট না পাই, তাহলে আগামীতে আন্দোলনের মাত্রা আরও বাড়বে।” চাকরিহারা শিক্ষকদের তরফে জানানো হয়েছে , তাঁরা রাজ্যের প্রত্যেক সাংসদের কাছে একটি করে চিঠি পাঠাবেন যাতে তাঁদের পরিস্থিতি সংসদের পরবর্তী অধিবেশনে আলোচনা করার সুযোগ থাকে। চাকরিহারাদের তরফে এক আন্দোলনকারী বলেন, “আমরা যোগ্য প্রার্থী। নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির ফল আমাদের কেন ভুগতে হবে? সরকারের কাছ থেকে জানতে চাই, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে।”

বাংলা জুড়ে তুমুল দুর্যোগ! ঝড়- বৃষ্টির সঙ্গে বজ্রপাত কোন কোন জেলায় দিনভর বৃষ্টি?

Advertisment

কলকাতা হাইকোর্টের নির্দেশে আন্দোলনরত শিক্ষকরা বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ বিধাননগরের সেন্ট্রাল পার্কে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাঁরা জানিয়েছেন, পুলিশ জল, বায়ো টয়লেট ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা না করা পর্যন্ত তারা বিকাশ ভবনের সামনেই আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনকারীদের কথায়, “আমরা ইতিমধ্যেই স্থান নির্বাচন করে পুলিশকে জানিয়েছি। কিন্তু পর্যাপ্ত পরিকাঠামো না থাকলে আমরা জায়গা বদল করব না ।”

শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, জনসাধারণের স্বার্থে বিক্ষোভস্থল স্থানান্তর করা হোক। সেই সঙ্গে বলা হয়েছে, যে কোন অবস্থাতেই আন্দোলনকারীর সংখ্যা ২০০-র বেশি হওয়া চলবে না। আদালত বিধাননগর পুরনিগমকে সেন্ট্রাল পার্কে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে ।

দিশেহারা চাকরিহারা শিক্ষকরা। অবশেষে ভবিষ্যতে আইনি পরামর্শ নিতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে চাকরিহারারা। রাজ্যের তরফে যে রিভিউ পিটিশন করা হয়েছে তাতে করে কি আদৌ মিলবে হারানো চাকরি? সবটা স্পষ্ট করলেন আইনজীবী বিকাশরঞ্জন।  চাকরিহারাদের চাকরি এ ভাবে ফিরে পাওয়ার আশা নেই। পরীক্ষা দিয়েই মেধার ভিত্তিতে চাকরি পেতে হবে, চাকরিহারাদের বার্তা বিকাশ রঞ্জনের । তিনি বলেন, “ওদের ভুল বোঝানো হয়েছিল। আইনত ওদের কাজ ফেরার সম্ভাবনা নেই। এইটাই আমি ওদের স্পষ্ট করে বললাম"।

ঢাকার রাস্তায় সাঁজোয়া ট্যাঙ্ক, ইস্তফা দিয়ে দেশ ছাড়ছেন ইউনূস? বড় জল্পনার মাঝেই বাংলাদেশে সেনার 'অ্যাকশন'!

teacher-protest WB SSC Scam