scorecardresearch

বড় খবর

SSC দুর্নীতির সঙ্গে যোগ গরু পাচার মামলার? বেনজির পদক্ষেপে জল্পনা বাড়াল CBI

এসএসসি ও গরু পাচার, বঙ্গের দুই কেলেঙ্কারির তদন্তেই রয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই।

Who is head of SIT in SSC recruitment corruption investigation

এসএসসি দুর্নীতির সঙ্গে এবার গরু পাচার মামলার যোগ-সূত্র মিলল। দুটি ঘটনারই তদন্ত করছে সিবিআই। সেই তদন্তেই এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সেই তথ্যের ভিত্তিতেই এসএসসি-র চাকরি দুর্নীতিতে আগেই গ্রেফতার হওয়া প্রসন্ন রায়ের স্ত্রী ও ভাইকে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এসএসসি দুর্নীতিতে নিউটাউন থেকে প্রসন্ন রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই। বঙ্গে চাকরি ‘বিক্রি’র এই চক্রের অন্যতম মিডলম্যান হিসেবে কারজ করতেন এই প্রসন্ন রায়, এমনই দাবি সিবিআইয়ের। নিউটাউনের একাধিক বিলাসবহুল হোটেল, রিসর্টের মালিক প্রসন্ন। এছাড়াও বাংলার একাধিক পর্যটন কেন্দ্রেও প্রসন্নকুমার রায়ের হোটেল, রিসর্ট, গেস্ট হাউস রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এমনকী দিঘা, সুন্দরবন, ডুয়ার্সে হোটেল, রিসর্টও রয়েছে তাঁর। উত্তরবঙ্গে চা ব্যবসার সঙ্গেও যুক্ত প্রসন্ন। শুধু তাই নয়, দুর্নীতির টাকায় প্রসন্ন দুবাইয়েও হোটেল ব্যবসা ফেঁদেছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- ‘চোর-চোর’ স্লোগানে চটে ‘লাল’ দিলীপ, বুকে পা তুলে দেওয়ার শাসানি BJP নেতার

এবার এই প্রসন্ন রায়ের স্ত্রী ও ভাইকে তলব করেছে সিবিআই। গরু পাচার মামলায় ডেকে পাঠানো হয়েছে এই দু’জনকে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গরু পাচার মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই নামে-বেনামে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। বছরের পর বছর ধরে গরু পাচারের কোটি-কোটি টাকার লেনদেনের বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে এসেছে বলে সূত্রের দাবি।

আরও পড়ুন- ভাই সৌমেন্দুর পর এবার শুভেন্দুকে পুলিশি নোটিস, কোথায় কখন জেরা জানাতে হবে ৪৮ ঘন্টায়

এবার গরু পাচার মামলার তদন্তেই একাধিক ভুয়ো সংস্থার হদিশ পেয়েছে সিবিআই। গরু পাচারের সঙ্গে এই ভুয়ো সংস্থাগুলির যোগ রয়েছে বলে সন্দেহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এই ভুয়ো সংস্থাগুলির সঙ্গেই প্রসন্ন রায়ের স্ত্রী ও ভাইয়ের যোগ রয়েছে বলে দাবি সিবিআইয়ের। সেই কারণেই তাদের ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Cow smuggling case related with ssc scam cbi summoned more 2