New Update
/indian-express-bangla/media/media_files/2025/06/30/tmc-leader-assaults-elderly-cpm-worker-2025-06-30-20-51-40.jpg)
প্রকাশ্যে আইন নিজের হাতে তুলে বিতর্কে জড়াল তৃণমূল, প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মার
Kharagpur CPM Leader Assault: তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এবার প্রকাশ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরাট অভিযোগ। যাকে কেন্দ্র করে দিন ভর উত্তেজনা ছড়াল খড়গপুরের খরিদা এলাকায়।
প্রকাশ্যে আইন নিজের হাতে তুলে বিতর্কে জড়াল তৃণমূল, প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মার
Kharagpur CPM Leader Assault: তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এবার প্রকাশ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরাট অভিযোগ। যাকে কেন্দ্র করে দিন ভর উত্তেজনা ছড়াল খড়গপুরের খরিদা এলাকায়। প্রবীণ এক বাম নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ওঠে খোদ শাসক নেত্রীর বিরুদ্ধে। এই সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় হট্টোগোল। ভিডিওতে দেখা যায় প্রকাশ্যে প্রবীণ সিপিএম নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করছেন এলাকারই তৃণমূল নেত্রী বেবী কোলে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, কিল, চড়, জুতো, লাথি কিছুই বাদ যায় নি। পথচলতি মানুষ এই ঘটনা চোখের সামনে দেখে কিছুটা হতবম্ভ হয়ে যান। শুধুমাত্র মারধর নয়, মুখে-জামায় কালিও ছিটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এদিনের এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে খড়গপুর। থানা ঘেরাও করে শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে খবর, খরিদা এলাকার বাসিন্দা ও সিপিআইএম নেতা অনিল দাস সম্প্রতি স্থানীয় এক মহিলার শৌচাগারের দেওয়াল ভাঙার প্রতিবাদে সোচ্চার হন। অভিযোগের তির ছিল শাসকের দিকেই। সেই ঘটনার জল গড়ায় থানা অবদি। সেদিনের সেই ঘটনার প্রতিবাদ করার ‘অপরাধে’ সোমবার দলবল নিয়ে অনিলবাবুর উপর চড়াও হন তৃণমূল নেত্রী বেবী কোলে এমনই অভিযোগে সরব হয়েছে বাম নেতৃত্ব।
ঘটনার পর অনিল দাস খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর সমর্থনে স্থানীয় বাসিন্দারা তৃণমূল নেত্রীর শাস্তির দাবিতে থানা ঘেরাও করেন। ঘটনার জেরে অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা বলেন,“এই ধরনের আচরণ কখনই সমর্থনযোগ্য নয়। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি।” ঘটনার জেরে মুখ খুলেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রদীপ সরকার। তিনি বলেন, ‘বেবি কোলে আমাদের দলের হলেও আদৌ তিনি বর্তমানে দলের কোন দায়িত্বে আছে কিনা আমার জানা নেই। তবে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়।’ বর্তমানে খড়গপুর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।