New Update
/indian-express-bangla/media/media_files/2025/06/30/tmc-leader-assaults-elderly-cpm-worker-2025-06-30-20-51-40.jpg)
প্রকাশ্যে আইন নিজের হাতে তুলে বিতর্কে জড়াল তৃণমূল, প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মার
Kharagpur CPM Leader Assault: তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এবার প্রকাশ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরাট অভিযোগ। যাকে কেন্দ্র করে দিন ভর উত্তেজনা ছড়াল খড়গপুরের খরিদা এলাকায়।
প্রকাশ্যে আইন নিজের হাতে তুলে বিতর্কে জড়াল তৃণমূল, প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মার
Kharagpur CPM Leader Assault: তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এবার প্রকাশ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরাট অভিযোগ। যাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা ছড়াল খড়গপুরের খরিদা এলাকায়। প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ওঠে খোদ শাসক নেত্রীর বিরুদ্ধে। মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় তুমুল রাজনৈতিক তরজা।
ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে প্রকাশ্যে প্রবীণ সিপিএম নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করছেন এলাকারই তৃণমূল নেত্রী বেবী কোলে। কিল, চড়, জুতো, লাথি কিছুই বাদ যায় নি। পথচলতি মানুষ এই ঘটনা চোখের সামনে দেখে কিছুটা হতবম্ভ হয়ে যান। শুধুমাত্র মারধর নয়, মুখে ও জামায় কালিও ছিটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এদিনের এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে খড়গপুর।
স্থানীয় সূত্রে খবর, খরিদা এলাকার বাসিন্দা ও সিপিআইএম নেতা অনিল দাস সম্প্রতি স্থানীয় এক মহিলার শৌচাগারের দেওয়াল ভাঙার প্রতিবাদে সোচ্চার হন। অভিযোগের তির ছিল শাসকের দিকেই। সেই ঘটনার জল গড়ায় থানা অবদি। সেদিনের সেই ঘটনার প্রতিবাদ করার ‘অপরাধে’ সোমবার দলবল নিয়ে অনিলবাবুর উপর চড়াও হন তৃণমূল নেত্রী বেবী কোলে এমনই অভিযোগে সরব হয়েছে বাম নেতৃত্ব।
অভিযুক্ত বেবি কোলে অবশ্য নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত নন।তিনি পাল্টা অভিযোগ করে বলেন, অনিল দাস বছর দু’য়েক আগে তিন মহিলার কাছ থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছিলেন কাজ পাইয়ে দেওয়ার নাম করে। সেই টাকা ফেরত চাইলে তিনি তাদের কু-প্রস্তাব দেন। পাশাপাশি তিনি ওই বাম নেতার শাস্তি দেওয়ার দাবি জানান। তবে প্রবীণ ওই বাম নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ থাকলেও কেন ওই তিন মহিলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেননি, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ ঘটনার ভিডিও খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।প্রকাশ্যে প্রবীণ বামপন্থী নেতা অনিল দাসকে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পরেই বড়সড় পদক্ষেপ নিয়েছে তৃণমূল কংগ্রেস। অভিযুক্ত নেত্রী বেবি কোলের বিরুদ্ধে দলের পক্ষ থেকেই FIR দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, শোকজও করা হয়েছে বেবিকে। তিন দিনের মধ্যে দলের কাছে উত্তর চাওয়া হয়েছে।