Advertisment

Rezwana Choudhury Bannya: টানাপোড়েনের মাঝেই আসছেন বাংলাদেশের গায়িকা, রেজওয়ানার বঙ্গ সফরের নেপথ্যে CPM

Rezwana Choudhury Bannya-CPM: অস্থির পরিস্থিতি ওপার বাংলায়। ওপারের অস্থিরতার আঁচ ছড়িয়েছে এপারেও। এই আবহেই বাংলাদেশি শিল্পীর বঙ্গ সফর জোর চর্চায়।

author-image
Nilotpal Sil
New Update
Rezwana Choudhury Bannya,Bangladesh Unrest,West Bengal News,রেজওয়ানা চৌধুরী বন্যা, বাংলাদেশ

Rezwana Choudhury Bannya: সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

Rezwana Choudhury Bannya: এবার নিউটাউনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর (Jyoti Basu) নামাঙ্কিত গবেষণা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে (Rezwana Choudhury Bannya) আমন্ত্রণ জানিয়েছে সিপিএম। বাংলাদেশের (Bangladesh) বর্তমান পরিস্থিতি যথেষ্ট অশান্ত। ওপার বাংলার জনগণের একাংশের মধ্যে ভারত-বিরোধিতার স্বর ক্রমেই চড়া হচ্ছে। ঠিক এই আবহে বাংলাদেশ থেকেই এক সংগীত শিল্পীকে বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় সিপিএমকে বিঁধেছে বিজেপি। গেরুয়া দলের নেতা দিলীপ ঘোষ তুলোধনা করেছেন বাম দলকে।

Advertisment

আগামী ১৭ জানুয়ারি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যুদিন। ওই দিন নিউ টাউনে 'জ্যোতি বসু সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ' সেন্টারের একাংশের উদ্বোধন করবে সিপিএম। সেদিনের বিশেষ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের নাগরিক তথা প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছে।

উল্লেখ্য, শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের অবসানের পর বাংলাদেশের দায়িত্ব নিয়েছে মহম্মদ ইউনূস (Muhammud Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ইউনূসের আমলে বাংলাদেশের দিকে দিকে হিন্দুদের উপর অত্যাচার চলছে বলে অভিযোগ উঠছে। বাংলাদেশ পরিস্থিতির আঁচ ছড়িয়েছে এপার বাংলাতেও। এরাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বাংলাদেশ ইস্যুতে আগাগোড়া সোচ্চার।

আরও পড়ুন- West Bengal News Live:হঠাৎ খালেদা জিয়ার সঙ্গে বৈঠক বাংলাদেশের সেনাপ্রধানের, কারণ ঘিরে চর্চা তুঙ্গে!

Advertisment

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর 'নির্যাতন' নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের 'পথ'ই তাঁর 'পথ' বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী। বাম-কংগ্রেসও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন ইস্যুতে প্রতিবাদে পথে নেমেছে। 

তবে এই আবহে বাংলাদেশের সংগীতশিল্পীকে এরাজ্যের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ ঘিরে বিতর্ক ছড়িয়েছে। রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলাদেশের নাগরিক। তিনি বিশ্বভারতীর ছাত্রী ছিলেন। তাঁকেই এবার জ্যোতি বসুর নামাঙ্কিত গবেষণা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে সিপিএম। সিপিএমের তরফে আমন্ত্রণ জানানোর কথা স্বীকার করে নিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা।

আরও পড়ুন- Rabi Hansda: 'ছেলের সাফল্য দেখে যেতে পারল না বাবা', আক্ষেপ সন্তোষ জয়ী রবির মায়ের

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বলেন, "আমি আমন্ত্রণ পেয়েছি। তবে যাওয়ার ব্যাপারে এখনও কনফার্ম করিনি। ওই দিন অন্য কোনও কাজ না পড়ে গেলে আমি যাব।" বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়েছিল। সেই সব প্রশ্নের উত্তর দিতে চাননি প্রখ্যাত এই শিল্পী।

তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আবহে সে দেশেরই সংগীত শিল্পীকে এদেশে আমন্ত্রণ জানানোয় সিপিএমকে দুষেছে বিজেপি। গেরুয়া দলের নেতা দিলীপ ঘোষ এই বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, "বাংলাদেশের নাগরিকরা ভারতের বিরোধিতা করছে, গালাগালি করছে। ওখান থেকেই শিল্পীদের আনতে হচ্ছে কেন? এখানে কি কোনও শিল্পী নেই? জানি না কমিউনিস্টদের বুদ্ধি কবে সোজা হবে।"

Bangla News Bangladesh news of west bengal news in west bengal Cpm Bangladesh Crisis Rezwana Choudhury Bannya Bengali News Today
Advertisment