/indian-express-bangla/media/media_files/2025/05/20/UY2oh9kwpw2ymSJcwimb.jpg)
জ্যোতি মালহোত্রা
ইউসুফ নন, ‘অপারেশন সিন্দুর’-এ সাফল্য বিশ্বমঞ্চে জানাতে কে হলেন তৃণমূলের নতুন মুখ?
সৃজনের বক্তব্য, "সম্প্রতি আমার নজরে এসেছে, এক এসএফআই কর্মীর সাথে আমার তোলা একটি ছবিকে বিকৃত করে সেখানে পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে ধৃত জ্যোতি মালহোত্রার মুখ বসিয়ে অত্যন্ত নিম্নমানের কুরুচিকর প্রচার চালাচ্ছে কিছু লোক। এই বিকৃত ছবিটি আমার দল ও আমার সম্মানহানি করেছে। বামপন্থী ও যুক্তিবাদীদের উপর আক্রমণ এই প্রথম নয়। যারা রাজনৈতিক প্রশ্নে আমাদের সাথে যুক্তিতর্কের লড়াইতে জিততে অক্ষম, তারাই এমন ঘৃণা ও বিদ্বেষের চাষ করে।"
/indian-express-bangla/media/media_files/2025/05/20/QFIRLzXOVoQvYpQXuLgy.jpg)
এই ফেক ছবির বিরুদ্ধে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন রাজ্য সিপিএম নেতা। সৃজন বলেন, "আমি আজ, মঙ্গলবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম দফতরে এফআইআর করেছি। আশা করব, পশ্চিমবঙ্গ পুলিশ এই মিথ্যেবাদীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে।"
জ্যোতি মালহোত্রা কলকাতায় এসে হাওড়ার রবীন্দ্র সেতু, শিয়ালদাহ স্টেশন, ব্যারাকপুর, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়েছেন। তাঁর ইউটুউবেও এমন নানা ভিডিও আছে। জ্যোতির বাংলা যোগ প্রচারিত হতেই সিপিএম নেতার সঙ্গে সোশাল মিডিয়ায় ছবি ছড়িয়ে দিয়ে তাঁর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করছে বামেরা।