CRPF Vehicle Accident: জম্মু ও কাশ্মীরের উধমপুরে বড় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে খাদে পড়ে গেল সিআরপিএফ-এর গাড়ি। আহত কমপক্ষে ১২ জনের।
জম্মু ও কাশ্মীরের উধমপুরে মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে সিআরপিএফ-এর একটি গাড়ি খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় দুই জওয়ানের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে ১২ জওয়ান।
বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার বসন্তগড় এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন সিআরপিএফ (CRPF) জওয়ান। প্রাপ্ত তথ্য অনুযায়ী,গভীর খাদে গাড়িটি পড়ে যাওয়ার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বেশ কয়েকজনের মৃত্যুও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। সেনা, পুলিশ এবং উদ্ধারকারী দল ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। ঘটনার খবর নিশ্চিত করেছেন উধমপুরের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ ভাট (ASP Sandeep Bhat)। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে পুলিশ ও অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে যায় এবং উদ্ধার অভিযান শুরু হয়।
এদিকে দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Union Minister Jitendra Singh)। এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, CRPF-র গাড়ির দুর্ঘটনার খবর পেয়ে মর্মাহত। ওই গাড়িতে বহু সাহসী জওয়ান ছিলেন। আমি ইতিমধ্যেই ডিসি-র সঙ্গে কথা বলেছি, তিনি ঘটনাস্থল সরাসরি পর্যবেক্ষণ করছেন এবং আমাকে আপডেট দিচ্ছেন। উদ্ধার কাজ অবিলম্বে শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারাও স্বেচ্ছায় সাহায্যে এগিয়ে এসেছেন। সমস্ত রকম সাহায্য নিশ্চিত করা হচ্ছে।”