/indian-express-bangla/media/media_files/2025/05/22/bwFAoWFzEOnvBlq1ZKv2.jpg)
Pm modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Modi On Trump: ভারতীয় পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক 'দ্বিগুণ' করার ঘোষণার মধ্যেই সাফ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লিতে এমএস স্বামীনাথন জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “আমাদের কাছে কৃষকদের স্বার্থই সবার আগে। ভারত কখনও কৃষক, মৎস্যজীবী বা দুগ্ধচাষীদের স্বার্থে আপস করবে না। আমরা জানি, এর জন্য বড় মূল্য দিতে হতে পারে, তাও আমরা তৈরি।”
আরও পড়ুন- ইউনূসকে 'আগুনে আক্রমণ'! 'গণতন্ত্রের কবরস্থানে'পরিণত বাংলাদেশ?
মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর ইতিমধ্যেই ২৫% শুল্ক চাপিয়েছে। এরপর আরও ২৫% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। অর্থাৎ, মোট ৫০% শুল্ক কার্যকর হতে চলেছে ভারতের উপর। হোয়াইট হাউসের জারি করা আদেশ অনুযায়ী, ভারতের রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ‘অসাধারণ ও অস্বাভাবিক হুমকি’ হিসেবে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন। এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া।
আরও পড়ুন- দীর্ঘ উত্তেজনার অবসান? চিন সফরে মোদী? কী বার্তা দেবেন নমো?
মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কৃষি ক্ষেত্রে আরও বেশি প্রবেশাধিকারের দাবি জানিয়েছে। বিশেষত, ভুট্টা, সয়াবিন ও তুলো রফতানির পথ খুলে দিতে চায় তারা। তবে ভারত সরকার এখনই কৃষি ও দুগ্ধখাত পুরোপুরি উন্মুক্ত করতে রাজি নয়। কারণ এর ফলে দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন, এমন আশঙ্কা রয়েছে।
India will never compromise on the interests of its farmers. pic.twitter.com/WExdyvkLRU
— PMO India (@PMOIndia) August 7, 2025
ভারতের বিদেশ মন্ত্রক এই অতিরিক্ত শুল্ককে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিয়েছে। মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, “আমরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি, আমাদের আমদানি পুরোপুরি বাজারের চাহিদার ভিত্তিতে এবং ১.৪ বিলিয়ন জনগণের জ্বালানি সুরক্ষা নিশ্চিত করতে করা হয়। এই পদক্ষেপ অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। ভারত জাতীয় স্বার্থ রক্ষায় সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”
আরও পড়ুন- কে হচ্ছেন ধনখড়ের উত্তরসূরী? শুরু প্রস্তুতি, দেশ জুড়ে তুঙ্গে জল্পনা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুমকির প্রত্যক্ষ জবাব না দিলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দেশের কৃষক, মৎস্যজীবী এবং দুগ্ধচাষিদের স্বার্থ রক্ষায় ভারত কোনও আপস করবে না।