Advertisment

Fishermen Missing: উত্তাল সমুদ্রে 'উধাও' ৩টি ট্রলার! খোঁজ নেই ৪৯ মৎস্যজীবীর, তল্লাশিতে Aircraft

Fishermen Missing: নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল। প্রশাসনিক নিষেধাজ্ঞায় ইতিমধ্যেই বহু ট্রলার মাঝসমুদ্র থেকে উপকূলে ফিরেছে। এই ৩টি ট্রলারও উপকূলেই ফিরছিল। তার মধ্যেই এমন বিপত্তি।

author-image
IE Bangla Web Desk
New Update
49 fishermen including 3 trawler are missing in Bay of Bengal, ট্রলার নিখোঁজ,

খোঁজ মিলছে না পরিজনেদের। উদ্বেগে আত্মীয়রা। ছবি: মীনা মণ্ডল।

Fishermen Missing: সময় যত বাড়ছে উদ্বেগও ততই বাড়ছে নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারগুলির। সোমবার সকাল থেকে মৎস্যজীবী পরিবারের সদস্যরা ট্রলারমালিকের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন। নিখোঁজ তিনটি ট্রলারে মোট ৪৯ জন মৎস্যজীবী রয়েছেন। মৎস্যজীবী পরিবারের সদস্যদের অভিযোগ, এখনও পর্যন্ত তাঁদের কোন খবর দেওয়া হয়নি। 

Advertisment

জানা গিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে সব মৎস্যজীবী ট্রলার নিয়ে সমুদ্র থেকে উপকূলে ফিরে এসেছে। কিন্তু উপকূলে ফেরার সময় কয়েকটি ট্রলারের মেশিন ও ওয়্যারলেস বিকল হয়ে যায়। ওই ট্রলার গুলির সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। বিষয়টি উপকূলরক্ষী বাহিনীকে জানানো হয়েছে।

কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, "তিনটি ট্রলারের সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। ওই তিনটি ট্রলারে মোট ৪৯ জন মৎস্যজীবী রয়েছেন। আজ সকাল থেকে উপকূল রক্ষী বাহিনী এয়ারক্রাফট নিয়ে সমুদ্রে তল্লাশি চালাবে।

আরও পড়ুন- Junior Doctor's Protest: মুখ্যমন্ত্রীর বাড়িতেই আজ ফের বৈঠকে ডাক, যাবেন জুনিয়র ডাক্তাররা?

আরও পড়ুন- Vande Bharat Express: বাংলায় চালু দুরন্ত ৩ বন্দে ভারত! এবার নিমেষে পৌঁছোন সেরার সেরা তিন গন্তব্যে!

এছাড়াও মৎস্যজীবী সংগঠনগুলির পক্ষ থেকে পাঁচটি ট্রলার তল্লাশির জন্য সমুদ্র পাড়ি দেবে।" তিনি আরও বলেন, "এই প্রাকৃতিক দুর্যোগে আরও চারটি ট্রলার নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে। তবে কোন ট্রলার গুলি নিখোঁজ রয়েছে তা জানার চেষ্টা চলছে।"

আরও পড়ুন- TMC Mla's criticism to Junior Doctors: 'হাততালি, ডিস্কো ড্যান্সে আন্দোলন সফল হয় না', ডাক্তারদের চরম কটাক্ষ তৃণমূল বিধায়কের

Fisherman Missing Fishermen South 24 Pgs
Advertisment