customers will face trouble due to 2 days of bank strike: আলোচনায় খোলেনি জট, চলতি মার্চের শেষে ব্যাঙ্ক ধর্মঘট কার্যত অবশ্যম্ভাবী হয়ে উঠল। আগামী ২৪ ও ২৫ মার্চ ব্যাঙ্ক ধর্মঘট সম্ভবত হচ্ছেই। একাধিক দাবি-দাওয়া নিয়ে এই ধর্মঘটের সিদ্ধান্তে অনড়ই রইলেন ব্যাঙ্কের কর্মী এবং অফিসারদের একাধিক ইউনিয়ন।
দিনের পর দিন কাজ বাড়ছে অথচ পর্যাপ্ত কর্মী নেই। শূন্য পদগুলিতে নিয়োগ কার্যত বন্ধ রাখা হয়েছে, সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক চালুর সিদ্ধান্ত এখনও কার্যকর করা হয়নি। সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে বিরুদ্ধে এমনই একগুচ্ছ অভিযোগ এনে আবারও সোচ্চার হল ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের নানা সংগঠন। জট কাটাতে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন বৈঠকে বসেছিল। তবে সেই আলোচনা নিষ্ফলা হয়েছে।
সুতরাং চলতি মাসের ২২ তারিখ থেকেই ব্যাঙ্কের দরজায় তালা পড়ে যাচ্ছে। আগামী ২২ মার্চ স্বাভাবিক নিয়মেই মাসের চতুর্থ শনিবার হওয়ার জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে। পরের দিন রবিবার এমনিতেই সারা দেশে ব্যাঙ্ক বন্ধ। ব্যাঙ্কের কর্মী ও অফিসারদের ইউনিয়নগুলি তার পরের দু'দিন অর্থাৎ ২৩ এবং ২৪ মার্চ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে।
আরও পড়ুন- West Bengal News Live: 'আর মাত্র এক বছর...রাস্তায় ঘুরে বেড়াবে শুভেন্দু', বেনোজির আক্রমণ কল্যাণের
এ মাসের ২২ তারিখ থেকে একেবারে টানা ২৪ তারিখ অর্থাৎ পরপর চারদিন ব্যাঙ্কের দরজা বন্ধ থাকবে। সুতরাং গ্রাহকদের চূড়ান্ত সমস্যার মুখে পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- Mamata Banerjee: আবারও বিশ্বের দরবারে সমাদৃত বাংলা! মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের 'আন্তর্জাতিক স্বীকৃতি'
ব্যাঙ্কের কর্মী ইউনিয়নগুলির দাবি, তারা তাদের সব দাবি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে। সমস্যা সমাধানে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পালন করা হয়নি বলে তাঁদের অভিযোগ। সেই কারণেই ফের একবার ধর্মঘটের মধ্য দিয়েই দাবি আদায়ের পরিকল্পনা ব্যাঙ্কের কর্মী এবং অফিসারদের ইউনিয়নগুলির।