BJP Supporter Murdered: ভোটের মুখে অশান্তির স্রোত নন্দীগ্রামে। এক BJP সমর্থক খুনে আজও থমতমে পূর্ব মেদিনীপুরের এই এলাকা। সোনাচূড়ায় বন্ধ দোকান-বাজার, রাস্তাঘাট শুনশান। এরই মধ্যে নন্দীগ্রাম-কাণ্ডে রাজ্য সরকারের কড়া সামলোচনায় সরব রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইলেন রাজ্যপাল।
রাত পোহালেই নির্বাচন নন্দীগ্রামে। পূর্ব মেদিনীপুরের দুটি কেন্দ্রে কাল লোকসভা ভোট। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত। নন্দীগ্রামের (Nandigram) সোনাচূড়া মনসাবাজারে বুধবার রাতে তৃণমূল-BJP-র মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। সেই সংঘর্ষে ৯ জন গুরুতর জখম হন। পরে তাঁদের উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই জখম রথিবালা আড়ি নামে এক মহিলা BJP কর্মীর মৃত্যু হয়। অন্য আর একজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়। সংঘর্ষে আহত বাকিরা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালেই ভর্তি রয়েছেন।
আরও পড়ুন- Suvendu on Arjun: অর্জুনকে হঠাৎ সাবধানে থাকার পরামর্শ শুভেন্দুর, কেন জানেন?
এই ঘটনায় অভিযুক্তরা এখনও অধরা। তবে বিষয়টি নিয়ে ঘোর উদ্বেগে রাজ্যপাল সিভি আনন্দ বোস। নন্দীগ্রামের ঘটনা নিয়ে রাজ্যের বিরুদ্ধেই তোপ দেগেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারকে বিঁধে রাজ্যপালের বার্তা, "রক্তস্নান বন্ধ করুন। আদর্শ আচরণ বিধি মেনে চলুন।" নন্দীগ্রামের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল।
আরও পড়ুন- Cyclone Remal Update: সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়! প্রবল প্রতাপে ‘রেমাল’ আছড়ে পড়ার সম্ভাবনা কোথায় সবচেয়ে বেশি?
এদিকে, নন্দীগ্রামের সংঘর্ষের জেরে এখনও অত্যন্ত সংকটজনক পরিস্থিতি বিজেপির SC মোর্চার সম্পাদকের। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। গোটা নন্দীগ্রাম আজও থমথমে। গতকাল দলীয় সমর্থক খুনের প্রতিবাদে সোনাচূড়ার মনসাবাজারে পরপর বেশ কয়েকটি দোকানে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। সেই এলাকা আজও থমথমে। খোলেনি কোনও দেকানপাট।