/indian-express-bangla/media/media_files/2025/03/19/MmkLoyIgzf3AD6cT64vW.jpg)
Cyber Crime: পুলিশের জালে ২ সাইবার অপরাধী।
2 arrested for attempted fraud in higher secondary exam questions: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে দু'জনকে গ্রেফতার করেছে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন পুরুলিয়া ও আরও একজন মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোন, সিম কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত দু'জনকে দফায়-দফায় জেরা গোয়েন্দাদের।
উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও সাইবার জালিয়াতির অভিযোগ। এ ব্যাপারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। সংসদের কাছ থেকে অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে দেয় পুলিশ। অবশেষে সেই তদন্তে মেলে বড়সড় সাফল্য।
বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তে নেমে দু'জনকে গ্রেফতার করেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা আলফাজ শেখকে। সেই সঙ্গে গ্রেফতার হয়েছে পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা শ্রীমন্ত গড়াই নামে আরও এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা শ্রীমন্ত গড়াইকে গ্রেফতার করা হয়েছিল।
তাঁকে দফায়-দফায় জেরা করতেই মুর্শিবাদাবাদের বেলডঙার বাসিন্দা আলফাজের নাম পান তদন্তকারীরা। সেই মতো বেলডাঙা থেকে পরে গ্রেফতার করা হয়েছে আলফাজ শেখ নামে ওই ব্যক্তিকে। বিধানননগর সাইবার ক্রাইম থানার পুলিশ জানিয়েছে ধৃতদের কাছ থেকে
আড়াই হাজারেরও বেশি প্রি অ্যাক্টিভেটেড সিম কার্ড, ৬৫টি কিপ্যাড মোবাইল হ্যান্ডসেট, ৯টি অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে।