/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/cats.jpg)
প্রতিকি ছবি
Cyber Crime Kolkata: আন্তর্জাতিক কল সেন্টারের পর্দা ফাঁস, পুলিশের জালে সাইবার ক্রাইমের মূল পান্ডা। এর আগে প্রতারণা কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন সংস্থার ৩ কর্মী। তাদের সল্টলেক সেক্টর ফাইভের কল সেন্টার থেকে গ্রেফতার করেছিল বিধানগর সাইবার পুলিশ। এবার ওই কল সেন্টারের মূল পান্ডা ধরা পড়ল সাইবার পুলিশের জালে। পুলিশ সূত্রে খবর আন্তর্জাতিক সাইবার প্রতারণার মাথাকে নরেন্দ্রপুর থেকে গ্রেপ্তার করা হয়।
বিয়েতে পরিবারের সায় নেই, চরম সিদ্ধান্ত যুগলের, বাকরুদ্ধ পরিবার
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কিছু দিন আগে সল্টলেক সেক্টর ৫ একটি কল সেন্টারে হানা দিয়ে তিন জনকে গ্রেফতার করে বিধান নগর সাইবার পুলিশ। তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য পায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে ওই প্রতারণা চক্রের আরও চারজনকে গ্রেফতার করেছে বিধান নগর পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট সাত জনকে গ্রেফতার হয়েছে।
চাকরি বাঁচাতে মরিয়া চেষ্টা, 'মাস্টারপ্ল্যান রেডি', আটঘাট বেধেই এবার কোন পথে চাকরিহারারা?
সূত্রের খবর, সোমবার রাত্রে নরেন্দ্রপুর থেকে এই চক্রের অন্যতম পান্ডা শুভ্রনারায়ন দাস মন্ডলকে গ্রেফতার করেছে বিধান নগর সাইবার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোবাইল এবং ল্যাপটপ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি কল সেন্টার থেকে সফটওয়্যার সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিত। ধৃতকে আজ বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে। ধৃত চারজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।