/indian-express-bangla/media/media_files/2025/05/28/xSUWXNjjYU3lwbyxBdVD.jpg)
Murshidabad News: দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Murshidabad News: বেআইনি সিম কার্ড বিক্রি চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। মুর্শিদাবাদের বেলডাঙার মহামপুর গ্রাম থেকে দু'জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মোমিন মল্লিক ও হোসেন মল্লিক। তারা সম্পর্কে দুই ভাই। তাদের কাছ থেকে ১১৮৩ টি সিম কার্ড এবং ১১টি কি প্যাড মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, বাজেয়াপ্ত সিমকার্ডগুলি অপরাধমূলক কাজে ব্যবহার হচ্ছিল। ধৃতদের বহরমপুরে মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই চক্রটি কতদিন ধরে সক্রিয় ছিল, কারা এর সঙ্গে যুক্ত, কত দামে সিম বিক্রি করা হচ্ছিল খতিয়ে দেখা হচ্ছে। দুই ভাইকে ৫ দিনের হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ভাই বিহার ও ঝাড়খণ্ড থেকে কম দামে পুরোনো মোবাইল ফোন কিনে আনত। ফোন পিছু ৩০-৪০টাকা খরচ হত। সেখানকার ভাঙরির দোকানে এই ধরনের প্রচুর মোবাইল পাওয়া যায়। অধিকাংশ কি প্যাড ফোনে সিম থাকে। সিমকার্ড থাকা ফোনগুলিকে টার্গেড করত।
আরও পড়ুন- Modi: কাল উত্তরবঙ্গে মোদী, ছোটবেলার প্রিয় খাবারই থাকছে দুপুরের মেনুতে, সঙ্গে আর কী কী?
এসব ফোনে থাকা পরিত্যক্ত বা ডি-অ্যাক্টিভেট না করা সিমগুলিকে পুনরায় চালু করে বিক্রি করত। মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় এই সিম ছড়িয়ে আছে বলে অনুমান পুলিশের। অভিযুক্তরা কোথায় সিমকার্ডগুলি বিক্রি করেছে এবং কারা কিনেছে সেগুলি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের থেকে ৩৫৮টি ভোডাফোন, ৪৭৩টি বিএসএনএল, ২৬২টি এয়ারটেল, ৬৮টি জিও, ২২টি আইডিয়া টেলিকম সংস্থার সিমকার্ড উদ্ধার হয়েছে। এদিকে, একসঙ্গে এই বিপুল পরিমাণ মোবাইলের সিম কার্ড বাজেয়াপ্ত করার ঘটনা এখন জেলা পুলিশ মহলেও রীতিমতো চর্চায়। তদন্তকারীদের ভাবাচ্ছে, এই সিম কার্ডগুলির ক্রেতাদের পরিচয়। অপরাধমূলক কাজেই যে এই ধরনের সিম কার্ডের ব্যবহার হচ্ছে তা অনেকটাই নিশ্চিত পুলিশ। তবে এই চক্রের আড়ালেই বড়সড় কোনও নাশকতার ছক রয়েছে কিনা তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।