/indian-express-bangla/media/media_files/2025/05/28/cpGVH7LOr36s3fzEIOH4.jpg)
News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Latest Kolkata News Highlights:ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার জানিয়েছেন গাজার হামাস প্রধান এবং দলটির নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই মহম্মদ সিনওয়ারকে হত্যা করা হয়েছে। গাজা উপত্যকার রাফাহ এলাকায় নিয়মিত অভিযানে প্রশিক্ষণার্থী সৈন্যদের সঙ্গে এক ঘন্টাব্যাপী সংঘর্ষের সময় মাথায় গুলি লেগে ইয়াহিয়া নিহত হয়েছে। ৭ অক্টোবরের হামলার স্থপতি হিসেবে পরিচিত ইয়াহিয়া, তার মৃত্যুর আগে এক বছরেরও বেশি সময় ধরে এই ব্যক্তি গোয়েন্দা সংস্থা এবং ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর লক্ষ্যবস্তুতে ছিলেন। গত বছর তার ভাইয়ের মৃত্যুর পর মহম্মদ সিনওয়ার প্যালেস্তাইনি এই জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতৃত্বে উঠে আসেন।
রাজারহাট মোবারকপুরের খুনের ঘটনায় এখনও পর্যন্ত রাজারহাট থানার পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। বুধবার অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে রাজারহাট থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। রাজারহাট থানার পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। এদিকে, এই বিক্ষোভের খবর পেয়ে এদিন ঘটনাস্থলে গিয়েছিলেন রাজারহাট নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। বিধায়ক সেখানে যেতেই যেন আগুনে ঘৃতাহুতি পড়ে। তাঁকে ঘিরেও এরপর শুরু হয় প্রবল বিক্ষোভ।
বাংলাদেশের ২০২৪ সালের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় অধ্যায়ের সূচনা হয় ৫ আগস্টের সেনা-অভ্যুত্থানের মধ্যে দিয়ে। এবার সেই ঘটনার নেপথ্যের তথ্য প্রকাশ্যে আনল বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী মহম্মদ তাজুল ইসলাম সম্প্রতি আদালতে এক বিস্ফোরক বিবৃতি দিয়ে জানান, অভ্যুত্থানের দিন সেনা কর্মকর্তারা যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ দেন, তখন তিনি বলেন—“আমাকে গুলি করে বঙ্গভবনে কবর দাও, কিন্তু আমি পদত্যাগ করব না।”
আরও পড়ুন- Cyber crime : সূত্রের খবরে দুরন্ত অভিযান, মুর্শিদাবাদ থেকেই বিরাট গ্রেফতারি, কী বাজেয়াপ্ত হল জানেন?
তাজুল ইসলামের বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনার এটাই ছিল শেষ মন্তব্য প্রধানমন্ত্রী হিসেবে। পরে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। অভ্যুত্থানের পর দেশের শাসনভার গ্রহণ করে সেনাবাহিনী। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পান নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস।
আরও পড়ুন- Modi: কাল উত্তরবঙ্গে মোদী, ছোটবেলার প্রিয় খাবারই থাকছে দুপুরের মেনুতে, সঙ্গে আর কী কী?
-
May 28, 2025 21:37 IST
Kolkata News Live Updates:বড়সড় গ্রেফতারি
ফের আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতারি। মুর্শিদাবাদ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়েছিল মুর্শিদাবাদের রেজিনগর থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে রেজিনগর থানা এলাকার বাদশাহী সড়ক থেকে দু'জনকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার করা হয়।
-
May 28, 2025 21:37 IST
Kolkata News Live Updates:ফুঁসছেন চাকরিহারারা
গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আবারও নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। তবে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তাঁরা পরীক্ষা দিতে রাজি নন। বুধবার ফের একবার নিজেদের পুরনো দাবিতেই অনড় রইলেন তাঁরা। সেই সঙ্গে আবারও রাজ্য সরকারের হাতেই নিয়োগ পরীক্ষার দায়িত্ব ছাড়া নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তেরও সমালোচনা শোনা যায় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের মুখে।
-
May 28, 2025 21:36 IST
Kolkata News Live Updates:বিনা লড়াইয়েই 'বিরাট জয়' তৃণমূলের
মালদার ইংরেজবাজারের যদুপুর কৃষি সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দিতে পারল না বিরোধীরা। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যত জয়লাভ করলো তৃণমূল। বুধবার এই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে সকাল থেকেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে যদুপুর এলাকায়। বিরোধী দল কংগ্রেসের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে না পেরে সংশ্লিষ্ট এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে বসে পড়েন এবং অবরোধ করে।
বিস্তারিত পড়ুন- Malda News: ফের বিনা লড়াইয়েই 'বিরাট জয়' তৃণমূলের, সাংঘাতিক অভিযোগ বিরোধীদের!
-
May 28, 2025 20:29 IST
Kolkata News Live Updates:অস্বস্তি বাড়ল চাকরিহারা 'অযোগ্য' শিক্ষকদের
আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ চাকরিহারা 'অযোগ্য' শিক্ষকরা। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, SSC-এর হাজার চাকরি বাতিল মামলায় নতুন করে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি জারি হবে আগামী ৩০ মে। 'অযোগ্য' শিক্ষকদের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের বেতন বন্ধ রয়েছে। রাজ্য নতুন যে নিয়োগ পরীক্ষা নেবে সেখানেও তারা অংশ নিতে পারবেন না। এই পরিস্থিতিতে আদালত বিষয়টিতে হস্তক্ষেপ করুক। যদিও হাইকোর্টের বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়, এই মামলাটি গ্রহণই করেননি। তাঁর স্পষ্ট পর্যবেক্ষণ, "সুপ্রিম কোর্টের এই বিষয়ে স্পষ্ট নির্দেশ রয়েছে। মামলার বিষয়টি এখন শীর্ষ আদালতে বিচারাধীন। হাইকোর্ট এক্ষেত্রে হস্তক্ষেপ করবে না।"
-
May 28, 2025 18:27 IST
Kolkata News Live Updates:মমতাকে বিঁধলেন অধীর
কাশ্মীরের পরিস্থিতি সহ ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের দাবি তুলেছিল কংগ্রেস। অধীর চৌধুরীর দাবি, প্রথমটায় কংগ্রেস এই ব্যাপারে তৃণমূলকে পাশে চেয়েও পায়নি। পরে লোক দেখানো কায়দায় তৃণমূল সেই একই দাবি করেছে বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা।অধীর এপ্রসঙ্গে বলেছেন, "পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে বিশেষ অধিবেশন ডাকার কথা প্রথমে কংগ্রেসই বলেছিল। সেই সময় কংগ্রেসের আহ্বানে সাড়া দেয়নি তৃণমূল। তাদের মনে হয়েছিল এখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমালোচনা করা ঠিক নয়। অনেকদিন পর তাদের মনে হয়েছে, তারা যে BJP-কে রক্ষা করতে চাইছে সেটা প্রমাণ হয়ে যাবে, তাই আবার লোক দেখানো বিশেষ অধিবেশন ডাকার নাটক করছে।"
বিস্তারিত পড়ুন- Adhir Chowdhury: 'খোকাবাবুকে পাঠালেন, দলে আর তো কেউ যোগ্য ছিলেন না...', মমতাকে বিঁধলেন অধীর
-
May 28, 2025 17:20 IST
Kolkata News Live Updates:থানা ঘেরাও
রাজারহাট মোবারকপুরের খুনের ঘটনায় এখনও পর্যন্ত রাজারহাট থানার পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে রাজারহাট থানা ঘেরাও স্থানীয় বাসিন্দাদের। পুলিশের ভূমিকা নিয়ে সোচ্চার বিক্ষোভকারীরা।
রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ঘটনাস্থলে গেলে বিক্ষোভ চরমে ওঠে। বিধায়ককে ঘিরেও চলে বিক্ষোভ। -
May 28, 2025 16:32 IST
Kolkata News Live Updates:বাল্যবিবাহ রুখতে সচেতনতায় জোর
পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ আরও কমানোর লক্ষ্যে রাজ্য সরকার মেয়েদের পাশাপাশি ছেলেদেরও এই সামাজিক কুপ্রথার ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতনতা তৈরির উপর জোর দেবে। নারী ও শিশুবিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী ডাঃ শশী পাঁজা বলেন, "এখন শুধু মেয়েদের নয়, ছেলেদেরও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করতে হবে। ছেলেরা যাতে তাদের বিবাহের বৈধ বয়সের আগে বিয়ে না করে সেজন্য তাদের উৎসাহিত করতে হবে।"
বিস্তারিত পড়ুন- Child marriage: মেয়েদের পাশাপাশি বাংলায় অল্প বয়সে বিয়ে বহু ছেলেরও, সচেনতায় দুরন্ত উদ্যোগ রাজ্যের
-
May 28, 2025 15:49 IST
Kolkata News Live Updates:দম্পতির গলাকাটা দেহ উদ্ধার
বাড়ির অদূরে গলা কাটা অবস্থায় উদ্ধার দম্পতির মৃতদেহ। পূর্ব বর্ধমানের মেমারির কাশিয়ারা কাজিপাড়ায় এই ঘটনার পর ছড়িয়ে পড়েছে চূড়ান্ত চাঞ্চল্য। প্রাথমিকভাবে অনুমান, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয়েছে দু’জনকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশাল বাহিনী। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। হত্যার পেছনে পারিবারিক বিবাদ, আর্থিক লেনদেন না কি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনার পর থেকে খোঁজ মিলছে তা ছেলের। ঘটনার তদন্তে নামানো হয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদেরও।
-
May 28, 2025 15:49 IST
Kolkata News Live Updates:মোদীর সঙ্গে দেখা করবেন চাকরিহারা শিক্ষকরা?
আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুদুয়ারে প্রকাশ্য জনসভা করবেন প্রধানমন্ত্রী। এবার চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা তাঁদের যন্ত্রণার কথা জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন। বিষয়টি নিয়ে উত্তরবঙ্গে বিজেপিতে যারা নেতৃত্বে রয়েছেন তাঁদের সঙ্গে কথা বলার চিন্তা-ভাবনা চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের।
-
May 28, 2025 15:30 IST
Kolkata News Live Updates:পরীক্ষামূলক আপেল চাষে অভূতপূর্ব সাফল্য
উত্তরবঙ্গেই মিলবে কাশ্মীরি স্বাদের আপেল। বাক্যটি পড়ে অনেকে হয়তো অবাক হয়ে বলবেন, ধুর...তা আবার হয় নাকি! কিন্তু এটাই সত্যি হতে চলেছে। উত্তরবঙ্গবাসীকে আর কাশ্মীরের আপেলের জন্য হাপিত্যেশ করে বসে থাকতে হবে না। মংপুর আপেলেই মিলবে কাশ্মীরি আপেলের স্বাদ।
বিস্তারিত পড়ুন- apple farming: মংপুর আপেলে কাশ্মীরের স্বাদ! পরীক্ষামূলক চাষে অভূতপূর্ব সাফল্য
-
May 28, 2025 15:29 IST
Kolkata News Live Updates:কাল উত্তরবঙ্গে মোদী, দুপুরের মেনুতে কী কী থাকছে?
অক্ষয়কুমারের সঙ্গে মোদীর সেই সাক্ষাৎকারের কথা মনে আছে? প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, শৈশব থেকেই আমের প্রতি দুর্বলতা রয়েছে তাঁর। গাছ থেকে পাকা আম পেড়ে তা হাতে নিয়ে খাওয়ার আনন্দটাই আলাদা। সেই আনন্দে ছোটবেলায় মেতে উঠতেন মোদিও। আবার পানীয় হিসেবে চা-ও রয়েছে তাঁর পছন্দের তালিকায়। আগামী ২৯ মে যখন তিনি আলিপুরদুয়ারে আসবেন, তাঁকে স্বাগত জানাতে তাই হিমসাগর আম ও দার্জিলিং চায়ের আয়োজন করতে চাইছে জেলা BJP নেতৃত্ব।
বিস্তারিত পড়ুন- Modi: কাল উত্তরবঙ্গে মোদী, ছোটবেলার প্রিয় খাবারই থাকছে দুপুরের মেনুতে, সঙ্গে আর কী কী?
-
May 28, 2025 15:28 IST
Kolkata News Live Updates:বেআইনি সিমকার্ড-ফোন বিক্রির অভিযোগে ধৃত ২
বেআইনি সিম কার্ড বিক্রি চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। মুর্শিদাবাদের বেলডাঙার মহামপুর গ্রাম থেকে দু'জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মোমিন মল্লিক ও হোসেন মল্লিক। তারা সম্পর্কে দুই ভাই। তাদের কাছ থেকে ১১৮৩ টি সিম কার্ড এবং ১১টি কি প্যাড মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বাজেয়াপ্ত সিমকার্ডগুলি অপরাধমূলক কাজে ব্যবহার হচ্ছিল। ধৃতদের বহরমপুরে মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই চক্রটি কতদিন ধরে সক্রিয় ছিল, কারা এর সঙ্গে যুক্ত, কত দামে সিম বিক্রি করা হচ্ছিল খতিয়ে দেখা হচ্ছে। দুই ভাইকে ৫ দিনের হেফাজতে নেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুন- Cyber crime : সূত্রের খবরে দুরন্ত অভিযান, মুর্শিদাবাদ থেকেই বিরাট গ্রেফতারি, কী বাজেয়াপ্ত হল জানেন?
-
May 28, 2025 12:53 IST
Kolkata News Live Updates: ফের কলকাতায় করোনার আক্রান্ত ২
ফের কলকাতায় করোনার আক্রান্ত ২! বন্দর হাসপাতাল থেকে দুজন সন্দেহ ভাজনের নমূনা পরীক্ষার পর জানা যায় তারা দুজনই কোভিড ১৯ পজিটিভ। রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৪। দেশে মোট অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা ১০৪৭ -
May 28, 2025 12:50 IST
Kolkata News Live Updates: পদ্ম পুরষ্কার প্রদান
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার বিজয়ীদের পুরস্কার প্রদান করলেন।প্রথম পর্যায়ে ৭১ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়। শারদা সিনহা (মরণোত্তর) এবং কুমুদিনী রজনীকান্ত লাখিয়া (মরণোত্তর) পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন এবং আরও ৬৮ জনকে পদ্ম পুরষ্কারে ভূষিত করা হয়েছে।
রাষ্ট্রপতি ভবনে আয়োজিত সর্বোচ্চ নাগরিক পুরষ্কার অনুষ্ঠান-২-এ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২০২৫ সালের পদ্ম পুরষ্কার প্রদান করেছেন। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্ম পুরষ্কার তিনটি বিভাগে দেওয়া হয় - পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ। শিল্পকলা, সমাজকর্ম, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসা ও শিল্প, চিকিৎসা ও সাহিত্য ইত্যাদি বিভিন্ন শাখায় এই পুরষ্কার দেওয়া হয়।
আপনাদের জানিয়ে রাখি যে, এ বছর পদ্ম পুরষ্কারের জন্য ১৩৯ জনকে নির্বাচিত করা হয়েছে। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং অনেক বিশেষ অতিথিও উপস্থিত ছিলেন। তালিকায় ৭টি পদ্মবিভূষণ, ১৯টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী পুরস্কার রয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ২৩ জন মহিলা এবং তালিকায় বিদেশী/প্রবাসী ভারতীয়/পিআইও/ওসিআই বিভাগের ১০ জন এবং মরণোত্তর ১৩ জন পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিও রয়েছেন।
-
May 28, 2025 12:45 IST
Kolkata News Live Updates: প্রবল কম্পনে দুলে উঠল মণিপুর
প্রবল কম্পনে দুলে উঠল মণিপুর। বুধবার ভোররাতে মণিপুরের চুরাচাঁদপুর জেলায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.২। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, ভারতীয় সময় রাত ১:৫৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। বেশিরভাগ মানুষই গভীর রাতে ঘুমে আচ্ছন্ন ছিলেন। কিন্তু হঠাৎ কম্পনে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষজন বাড়ি ঘর ছেড়ে বেরিয়ে এসে খোলা আকাশের নিচে আশ্রয় নেন।
মণিপুরের পাশাপাশি মেঘালয় সহ উত্তর-পূর্বের অনেক অংশে বিশেষ করে শিলং এবং এর আশেপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। -
May 28, 2025 12:45 IST
Kolkata News Live Updates: 'ভারতের দিকে যারা চোখ তুলে তাকাবে তাদের রেহাই নয়', মোদী
'ভারতের দিকে যারা চোখ তুলে তাকাবে তাদের রেহাই দেওয়া হবে না' ফের একবার পাকিস্তানকে বেনজির হুঁশিয়ারি প্রধানমন্ত্রী মোদীর। ভূজ সফরে এক ভাষণে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে তুলোধোনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অপারেশন সিন্দুর সেই নীতিকে আরও স্পষ্ট করেছে। ভারতীয়দের উপর আঘাত হানার চেষ্টা করা হলে তাদেরও সেই ভাষাতেই জবাব দেওয়া হবে"।
-
May 28, 2025 11:11 IST
Kolkata News Live Updates: মোদীর বঙ্গ সফর
আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাখির চোখ ২০২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগে মোদীর বাংলা সফর বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ। একদিকে যেমন আগামী বছরের শুরুতেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তেমনি সম্প্রতি অপারেশন সিন্দুর এবং ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে মোদীর এই সফর নতুন বার্তা বহন করবে বলেই রাজনৈতিক মহলের মত। বিজেপির শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, “২৯শে মে সিকিম সফর সেরে আলিপুরদুয়ারে আসবেন প্রধানমন্ত্রী। সেদিন তিনি একটি জনসভা করবেন। এই সফরে মোদী রাজ্য এবং অন্যান্য রাজ্যের জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধনও করবেন”। মোদীর সফরের পরপরই সপ্তাহের শেষে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিজেপি সূত্রে খবর, ৩১ মে সন্ধ্যায় কলকাতায় আসবেন অমিত শাহ। সেদিন রাতেই তিনি রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে সল্টলেকে একটি বৈঠক করবেন।পরদিন ১ জুন, তিনি রাজ্য ও জেলা স্তরের নেতাদের সঙ্গে একাধিক সাংগঠনিক বৈঠক করবেন।
-
May 28, 2025 11:11 IST
Kolkata News Live Updates: বাড়ির অদূরে গলা কাটা অবস্থায় উদ্ধার দম্পতির মৃতদেহ
বাড়ির অদূরে গলা কাটা অবস্থায় উদ্ধার দম্পতির মৃতদেহ। পূর্ব বর্ধমানের মেমারির কাশিয়ারা কাজিপাড়ায় এই ঘটনার পর ছড়িয়ে পড়েছে চূড়ান্ত চাঞ্চল্য। প্রাথমিকভাবে অনুমান, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয়েছে দু’জনকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশাল বাহিনী। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। হত্যার পেছনে পারিবারিক বিবাদ, আর্থিক লেনদেন না কি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনার পর থেকে খোঁজ মিলছে তা ছেলের। ঘটনার তদন্তে নামানো হয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদেরও।
-
May 28, 2025 11:10 IST
Kolkata News Live Updates: ইউনূসের বিরুদ্ধে দেশকে বিক্রি করে দেওয়ার ভয়ঙ্কর অভিযোগ
ইউনূসের বিরুদ্ধে দেশকে বিক্রি করে দেওয়ার ভয়ঙ্কর অভিযোগ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ইউনূস সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে হাসিনা অভিযোগ করেছেন, "সন্ত্রাসবাদীদের সাহায্যে বর্তমান সরকার তার ক্ষমতা দখল করে রয়েছেন"। হাসিনার এই বিস্ফোরক অভিযোগের পরই দেশ জুড়ে কার্যত ঝড় উঠেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস-এর বিরুদ্ধে ‘বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দেওয়া’ এবং সন্ত্রাসবাদীদের মদতে ক্ষমতা দখলের মত গুরুতর অভিযোগ তুলেছেন। একটি অডিও বার্তায় হাসিনা বলেন, “ইউনূস সন্ত্রাসবাদীদের সাহায্য নিয়ে বাংলাদেশ দখল করেছেন। দেশের সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়ে আমেরিকার স্বার্থ রক্ষা করছেন"। শেখ হাসিনা বলেন,“আমি কখনো দেশ বিক্রি করে ক্ষমতায় থাকার কথা ভাবিনি। আমার পিতা সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আমেরিকার দাবির বিরোধিতা করেছিলেন এবং তার জন্য জীবন দিয়েছিলেন। আমিও সেই পথই অনুসরণ করে চলেছি।” তিনি আরও বলেন, শেখ হাসিনা আরও বলেন, "আওয়ামী লীগের ওপর সাম্প্রতিক নিষেধাজ্ঞা সম্পূর্ণ অসাংবিধানিক এবং উদ্দেশ্যপ্রণোদিত"।
-
May 28, 2025 09:57 IST
Kolkata News Live Updates: সুর বদল ইউনূসের
সুর বদল ইউনূসের। বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় আশ্বাস দিলেন ইউনূস, তবে প্রশ্ন থেকে যাচ্ছে রাজনৈতিক সদিচ্ছা নিয়ে। বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও হিংসা আবহে সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় ইউনূস সরকারকে। এরপরই কিছুটা সুর নরম ইউনূসের। সম্প্রতি তিনি বলেন, “দেশের যেকোনো সাংবিধানিক সংশোধনী ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার অক্ষুণ্ণ রাখবে। সংখ্যালঘুদের অধিকার, সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের মতোই সমানভাবে রক্ষা করা হবে।” USCIRF চেয়ারম্যান স্টিফেন স্ক্নেক-এর সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। ইউনূস তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন,“আমরা দেশে ধর্মীয় সম্প্রীতির জন্য কঠোর পরিশ্রম করছি।”
-
May 28, 2025 09:28 IST
Kolkata News Live Updates: কুয়েতে হাসপাতালে ভর্তি গোলাম নবী আজাদ
গুরুতর অসুস্থ প্রবীণ রাজনীতিবিদ এবং রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা গোলাম নবী আজাদ। পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকা সফরে সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্য ছিলেন তিনি। সূত্রের খবর,পেটে ব্যথা সহ একাধিক শারীরিক অসুস্থতা নিয়ে গুলাম নবী আজাদকে মঙ্গলবার কুয়েতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অসুস্থতার জেরে সফর কাটছাঁট করে ভারতে ফিরে আসতে পারেন তিনি।
-
May 28, 2025 09:23 IST
Kolkata News Live Updates: সপ্তাহের শেষে রাজ্যে শাহ
মোদীর সফরের পরপরই সপ্তাহের শেষে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিজেপি সূত্রে খবর, ৩১ মে সন্ধ্যায় কলকাতায় আসবেন অমিত শাহ। সেদিন রাতেই তিনি রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে সল্টলেকে একটি বৈঠক করবেন।পরদিন ১ জুন, তিনি রাজ্য ও জেলা স্তরের নেতাদের সঙ্গে একাধিক সাংগঠনিক বৈঠক করবেন। বিজেপি সূত্রে খবর, বিজেপি নেতা জানিয়েছেন, “আগামী বিধানসভা ভোটে দলের রণকৌশল, প্রচার পরিকল্পনা এবং সাংগঠনিক শক্তিকে কীভাবে কাজে লাগানো হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন অমিত শাহ। এই সফরের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি কার্যত শুরু করে দিচ্ছে বঙ্গ বিজেপি।”
-
May 28, 2025 09:23 IST
Kolkata News Live Updates: অপারেশন সিন্দুরের পর প্রথম রাজ্যে মোদী
আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাখির চোখ ২০২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগে মোদীর বাংলা সফর বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ।