Cyclone Bulbul Highlights News: ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের তাণ্ডব বাংলায় প্রাণ কেড়েছে ১০ জনের। উপকূলের প্রায় ২.৭৩ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। বুলবুল ঝড়ে লন্ডভন্ড দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের বিস্তৃর্ণ অংশ। ভয়ঙ্কর ঝড়ের দাপটে কার্যত তছনছ গোটা দক্ষিণবঙ্গ। কোথাও উপরেছে বাড়ির চালা, কোথাও বা ধ্বসে গিয়েছে গোটা বাড়িটাই। একটা ঝড়ের রাতে বদলে গেছে গোটা বকখালি, কাকদ্বীপ, সাগরদ্বীপের বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি খতিয়ে দেখতে আজই বকখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পরে, কাকদ্বীপে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। দুর্গতদের সাহায্যে ত্রাণ ও পুনর্বাসনের কাজ দেখবেন মুখ্যমন্ত্রী। রবিবার টুইট করে নিজেই একথা জানিয়েছেন তিনি। চলতি মাসের ১৩ তারিখ বসিরহাটে যাবেন মমতা।
ঘূর্ণিঝড়ের ভয়াবহতা নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। জানা গিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে বাংলাকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। উপকূলে প্রবেশ করেই দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে আছড়ে পড়েছিল বুলবুল। সেখানে বেশ কয়েক ঘন্টা তাণ্ডব চালায় শক্তিশালী ঘূর্ণিঝড়। তবে রাত বাড়তেই ক্রমশ বাংলাদেশের দিকে সরতে শুরু করে 'বুলবুল'।
ঘূর্ণিঝড়ের তাণ্ডবের মোকাবিলায় আগেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় সাগরদ্বীপ, সুন্দরবনের প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষকে। এই ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ১১৫ থেকে ১২০ কিমি। তবে, ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টির শক্তি বর্তমানে অনেকটাই ক্ষয় হয়েছে। রবিবার বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করে।
Read the full story in English
Live Blog
Cyclone Bulbul Live Updates: বুলবুল তাণ্ডবে লণ্ডভণ্ড বাংলার উপকূল। এ সংক্রান্ত সব খবর জানতে চোখ রাখুন এখানে...
শনিবার রাজ্যের বুকে আছড়ে পড়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। দুর্যোগের মোকাবিলা ঠিকভাবে হচ্ছে কিনা তা নজরে রেখেছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার রাতভর কন্ট্রোলরুমে বসে তদারকি করেন সবকিছুর। এতেই শেষ নয়। উত্তরবঙ্গ সফর বাতিল করে সোমবার বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। টুইট করে নিজেই একথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবিস্তারে পড়ুন- সোমবার বুলবুল বিধ্বস্ত বকখালি পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
হিঙ্গলগঞ্জ থানার মালেকঘুমটি ঘর চাপা পড়ে মৃত্যু হয়েছে সুচিত্রা মন্ডলের। শিরীষ গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে বসিরহাটের রেবা মন্ডলের। একইভাবে সন্দেশখালির থুরাপুরে মৃত্যু হয়েছে আমিনা বেরার। বুলবুল তাণ্ডবে মারা গিয়েছেন সন্দেশখালি দাড়ির জঙ্গল এলাকায় বিদেশি সর্দার। বসিরহাটের মাটনিয়াতে বিদ্যুতের খুঁটির আঘাতে মৃত্যু হয়েছে বছর উনপঞ্চাশের মইদুল গাজীর। স্থানীয় সূত্রে এখনও পর্যন্ত খবর, বসিরহাট মহকুমাতে বুলবুলের তাণ্ডবে মৃত্যু হয়েছে ৫ জনের।
Closely monitoring the situation as cyclone Bulbul hits Eastern India. We are continuously in touch with central & state relief agencies.
Have spoken to CM @MamataOfficial and have assured all possible help.
I pray to almighty for those who are braving out this adverse weather.— Amit Shah (@AmitShah) November 10, 2019
Reviewed the situation in the wake of cyclone conditions and heavy rain in parts of Eastern India.
Spoke to WB CM @MamataOfficial regarding the situation arising due to Cyclone Bulbul. Assured all possible assistance from the Centre. I pray for everyone’s safety and well-being.
— Narendra Modi (@narendramodi) November 10, 2019
বুলবুলের দাপটে ভেঙে পড়েছে গাছ, ক্ষতিগ্রস্থ অমরাবতী গ্রামের একাধিক এলাকা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল।
সকাল থেকেই মুখ গোমড়া আকাশে মাঝে মাঝে দেখা মিলছে রোদেরও। তবে বুলবুল পরবর্তীতে শহরে ঝড়ের রেশ না থাকলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের জেরে অনেকটাই কম তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে, ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টির শক্তি বর্তমানে অনেকটাই ক্ষয় হয়েছে। তবে আজ দিনেরবেলায় মাঝারি থেকে ঝিরঝিরে বৃষ্টি ও দমকা হাওয়া চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বিকেলের পর থেকে ক্রমশ আবহাওয়ার উন্নতি হবে। বিস্তারিত পড়ুন- বাংলায় বুলবুল রেশ, বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, বুলবুল ঘূর্ণিঝড়ের জেরে বাংলায় ৭,৮১৫ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন জায়গায় ৮৭০ গাছ উপড়ে গিয়েছে। ৯৫০ ফোন টাওয়ার ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম মেদিনীপুরে একটি আইসিডিএস সেন্টার। সাইক্লোন বুলবুলের কারণে বসিরহাটে এক ব্যক্তির মৃত্যু হয়।
তবে, বর্তমানে বাংলাদেশের দিকে সরে গিয়েছে বুলবুল। হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার রাজ্যের উপকূলীয় এলাকায় ঘন্টায় প্রায় ৮০ কিমি বেগে হাওয়া বইবে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ও টেলিফোনের টাওয়ার মেরামতির কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
বুলবুল ঝড়ে লন্ডভন্ড দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের বিস্তৃর্ণ অংশ। ঘূর্ণিঝড়ের ভয়াবহতা নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যেয়ের। জানা গিয়েছে, প্রকৃতিক দুর্যোগে বাংলাকে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের দিকে প্রবেশের সময়ই শক্তি হারিয়েছে 'বুলবুল'। ফলে রাত বাড়তেই বৃষ্টি কমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আজ, রবিবার দিনেরবেলায় দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে মাঝারি থেকে ঝিরঝিরে বৃষ্টি হতে পারে। চলবে দমকা হাওয়া। বিকেলের পর থেকে ক্রমশ আবহাওয়ার উন্নতি হবে।
শনিবার সন্ধ্যা থেকে বকখালি সহ দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকায় তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় 'বুলবুল'। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘন্টায় প্রায় ১১৫ থেকে ১২০ কিলোমিটার। ঘণ্টায়। রাত বাড়তেই ধীরে ধীরে বাংলাদেশের দিকে সরতে থাকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। তখন থেকে বৃষ্টির পরিমান অনেকটাই কমে যায়।
স্থলেভাগে ঢুকে পড়েই তাণ্ডবলীলা চালাচ্ছে বুলবুল, এমনটাই জানা গিয়েছে। ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির দাপটে লন্ডভণ্ড বকখালি, সাগরদ্বীপ, কাকদ্বীপ এলাকা। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই দাপট বেড়েছে ঝড়ের। যদিও কলকাতা শহরে কিছুটা কম দাপট রয়েছে বুলবুলের। তবে আগামী এক দু ঘন্টার মধ্যে বাড়তে পারে ঝড়ের গতিবেগ। অন্যদিকে, নবান্নের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্থ এলাকা থেকে বহু মানুষকে উদ্ধার করা হয়েছে, তৈরি হয়েছে অস্থায়ী ক্যাম্প, এমনটাই খবর নবান্ন সূত্রে। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী।
যত সময় এগোচ্ছে, ততই ঘোরতর হচ্ছে পরিস্থিতি। শক্তি বৃদ্ধি করে সর্বোচ্চ প্রায় ১৫০ কিমি বেগে রাজ্যের উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। তবে সবরকম পরিস্থিতি মোকবিলা করতে তৈরি রাজ্য প্রশাসন এবং প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর, আজ পরিস্থিতি খতিয়ে দেখতে নবান্নের কন্ট্রোলরুমেই রাত জাগবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে টুইট করে সকলকে সতর্ক এবং নিরাপদ থাকার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। নবান্নের পাশাপাশি খোলা থাকছে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমও। সেখানে উপস্থিত রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। বিস্তারিত পড়ুন- আজ রাত জাগছেন মমতা, তৈরি মন্টুরামও
VSCS BULBUL at 21.2°N /88.1°E about 50 km South of Sagar Island at 1730 IST of today. To cross West Bengal - Bangladesh Coasts between Sagar Island and Khepupara across Sunderban delta bet 2000 hrs to 2300 hrs IST of 9th with wind speed of 110-120 gusting to 135 kmph.
— India Met. Dept. (@Indiametdept) November 9, 2019
বকখালি সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। ছবি: পার্থ পাল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস জানিয়েছেন, ‘‘কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে। শহরে ঘণ্টায় ৫০-৭০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া’’। জানা যাচ্ছে, বুলবুলের সবথেকে বেশি প্রভাব পড়বে দুই ২৪ পরগনায়।
বুলবুলের হাত থেকে রেহাই পেতে কলকাতা বিমানবন্দর বন্ধ করা হচ্ছে। আজ সন্ধ্যা ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকছে বিমানবন্দর। কোনও বিমান ওঠা-নামা করবে না এ সময়। একথা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জানিয়েছেন বিমানবন্দরের ডিরেক্টর কৌশিক ভট্টাচার্য। বিস্তারিত পড়ুন
টুইট করে মুখ্যমন্ত্রী বলেন, "অযথা ভয় পাবেন না। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে ১ লক্ষ ২০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। বিপর্যয় মোকাবিলা করতে প্রশাসনকে সহায়তা করুন।" '
Please do not panic. Kindly remain calm and co-operate with the administration in its rescue and relief efforts. Be alert, take care and stay safe. #WBFightsCycloneBulbul (3/3)
— Mamata Banerjee (@MamataOfficial) November 9, 2019
ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে বলেন, 'আমাদের রাজ্য প্রশাসন নড়া নজরদারি রাখছে বিষয়টির উপর। ২৪ ঘন্টা খোলা থাকছে কন্ট্রোল রুম। বিপর্যয় মোকাবিলা করতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
Cyclone Bulbul is about to pass through Bengal. Our State Administration is closely monitoring the situation 24x7. We are taking all measures to tackle any contingency. Special Control Rooms have been set up and NDRF-SDRF teams are deployed. (1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) November 9, 2019
বুলবুলের প্রভাবে ইতিমধ্যেই 'উলটপালট' চিত্র শহরে। জানা গিয়েছে, বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়ার খবরও পাওয়া গিয়েছে। ক্রমাগত বৃষ্টির ফলে জল জমেছে উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায়। এখনও পর্যন্ত খবর, সন্ধ্যে থেকে রাতের মধ্যেই রাজ্যের উপকূলে আছড়ে পড়বে বুলবুল। শহরের সুরক্ষার কথা মাথায় রেখে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে উপস্থিত হয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ২৪ ঘণ্টা চালু থাকবে কন্ট্রোল রুম। মেয়র ফিরহাদ হাকিম নিজে সেই কন্ট্রোলরুমের তদারকি করবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, আগাম সতর্কতা নিয়ে বন্ধ করে দেওয়া হল সমস্ত ফেরি চলাচল।
গতি বৃদ্ধি বুলবুলের, ঘনাচ্ছে শঙ্কার মেঘ!https://t.co/M19Mey2aMb pic.twitter.com/ZPLIDnh3MM
— IE Bangla (@ieBangla) November 9, 2019
দীঘা থেকে মাত্র ৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় বুলবুল। কোন পথে এগোবে?
সন্ধ্যের পর শক্তিশালী ঝড় বুলবুলের এ রাজ্যে প্রবেশের কথা। বিপদ এড়াতে তাই আগাম সতর্কতা নিল ইন্ডিগো বিমান সংস্থা। তাঁদের তরফে জানানো হয়, শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ৪টে অবধি বাতিল করা হল সব অন্তর্দেশীয় বিমান।
সন্ধ্যের পর থেকে মধ্যরাতের মধ্যেই রাজ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বুলবুল।
VSCS BULBUL near 20.65°N /87.85°E at 1130 IST of today. To cross West Bengal - Bangladesh Coasts between Sagar Islands (West Bengal) and Khepupara (Bangladesh), across Sunderban delta by late evening/ night (between 2000 & 2300 hours IST) of 9th November as SCS. pic.twitter.com/yJEjswetoz
— India Met. Dept. (@Indiametdept) November 9, 2019
Weather Warning and Rainfall Forecast video based on 0830 hours IST of 09.11.2019 pic.twitter.com/92jgyNAP0O
— India Met. Dept. (@Indiametdept) November 9, 2019
দীঘা থেকে ১১০ কিমি দূরে অবস্থান করছে বুলবুল।
VSCS BULBUL near 20.65°N /87.85°E about 110 km south-southwest of Digha at 1130 IST of today. To cross West Bengal - Bangladesh Coasts between Sagar Islands (West Bengal) and Khepupara (Bangladesh), across Sunderban delta by late evening/night of 9th November as SCS. pic.twitter.com/lEdUCJDQT4
— India Met. Dept. (@Indiametdept) November 9, 2019
বুলবুলের কারণে বৈদ্যুতিক সুরক্ষার জন্য কিছু এলাকায় বৈদ্যুতিক সরবরাহ বন্ধ রাখা হবে, এমনটাই জানিয়েছে কলকাতা ইলেক্ট্রিক সাপ্লাই কর্পোরেশন (সিইএসসি)। ঝড় পরবর্ত্তী বিপর্যয় মোকাবিলা করার চব্বিশ ঘন্টা কাজ করবে সিইএসসির সব দফতর। গ্রাহকদের সে কথা এসএমএস করে জানিয়ে দেওয়া হয় সিইএসসির তরফে।
রাজ্যে শক্তি বৃদ্ধি বুলবুলের। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলীতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরের উপর থাকা এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ১৩০ কিমি থেকে ১৫৫ কিমি প্রতি ঘন্টা। উপকূলে আছড়ে পড়ার পর এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ১১৫ থেকে ১৪০ কিমি প্রতি ঘন্টা। পরবর্তীতে ঝড়ের গতিবেগ কমে হবে ৫০ থেকে ৭০ কিমি প্রতি ঘন্টা। তবে আগামী ১২ ঘন্টা উত্তাল থাকবে সমুদ্র। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা দিঘা, মন্দারমনি, তালসারি, শঙ্করপুর, বকখালি এবং সাগরদ্বীপে জারি হয়েছে লাল সতর্কতা।
গত ৬ ঘন্টায় গতি বৃদ্ধি করল ঘূর্ণিঝড় বুলবুল। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সন্ধের পর কিংবা মধ্যরাতেই রাজ্যের উপকূলে আছড়ে পড়বে বুলবুল। পরবর্তীতে তার শক্তিক্ষয়ের কথাও বলা হয়েছে রিপোর্টে। আছড়ে পড়ার পর সাগরদ্বীপ, বাংলাদেশের খেপুপাড়া হয়ে উত্তর পশ্চিম দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। ক্রমশই বৃদ্ধি পাবে ঝোড়ো হাওয়ার দাপট।
আজই মাঝরাতে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। সুন্দরবন অঞ্চলের উপর মূলত আছড়ে পড়তে চলেছে বুলবুল। ইতিমধ্যেই বুলবুলের প্রভাবে কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে। কলকাতার পাশাপাশি সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বইছে ঝোড়ো হাওয়া। বুলবুল মোকাবিলায় ইতিমধ্যেই প্রশাসনের তরফে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। দেখে নিন, ঘূর্ণিঝড়ের সময় কী করবেন?
এহেন ভয়ঙ্কর ঝড়ের এমন ফুরফুরে নাম কেন? আবহাওয়াবিদরা কি ইয়ার্কি করছেন আমাদের সঙ্গে? তা ঠিক নয়, তবে এখানের ব্যঙ্গের একটা ভূমিকা রয়েছে বটে। যেমন এই ফুরফুরে নামকরণ করেছেন পাকিস্তানের আবহাওয়াবিদরা। কীভাবে হলো এই নাম রাখা? বুলবুলের পাশাপাশি গুজরাট উপকূলের দিকে ধেয়ে আসছে ‘সাইক্লোন মহা’। তার আগে ‘ফণী’, অথবা ‘বায়ু’, অথবা ‘তিতলি’, আমাদের সকলেরই ভালোরকম মনে আছে। এখন কথা হচ্ছে, এইসব নাম কে বা কারা রাখে? উত্তর হলো, বিভিন্ন দেশ। বিস্তারিত পড়ুন- কেন এমন জোরালো ঘূর্ণিঝড়ের নাম ‘বুলবুল’? কে রাখে এসব নাম?
রাজ্যে ঢোকার মুখে ক্রমশই শক্তিশালী হচ্ছে বুলবুল। ১৩ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ভয়ঙ্কর রূপ ধারণ করে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। পারাদ্বীপ থেকে ১১০ কিমি এবং সাগরদ্বীপ থেকে ১৯০ কিমি দূরত্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। ১১০ থেকে ১৩৫ কিমি প্রতি ঘন্টা গতিবেগে কলকাতা-সহ অন্যান্য জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর সঙ্গে ‘ফাইট’ করতে পুরোপুরি প্রস্তুত কলকাতা পুরসভা। শনি ও রবিবার পুরকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ২৪ ঘণ্টা চালু থাকবে কন্ট্রোল রুম। মেয়র ফিরহাদ হাকিম নিজে সেই কন্ট্রোলরুমের তদারিক করবেন বলে জানা যাচ্ছে।
ঘূর্ণিঝড় 'বুলবুল' মোকাবিলায় কী বললেন কলকাতার মেয়র?#BulBulCyclone pic.twitter.com/qLLGjRKeXv
— IE Bangla (@ieBangla) November 8, 2019
ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর জন্য আগাম সতর্কতা নিল রাজ্য সরকার। শনিবার দুই ২৪ পরগণা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার মধ্যরাতে সুন্দরবন অঞ্চলে আছড়ে পড়তে পারে ‘বুলবুল‘। প্রাথমিক শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আলিপুর আবহাওয়া দফতর থেকে ঝড়ের পূর্বাভাস পাওয়ার পর আগাম সতর্কতা বজায় রাখতে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবিস্তারে পড়ুন, ‘বুলবুল’ সতর্কতা, স্কুল বন্ধের সিদ্ধান্ত সরকারের
উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল, কলকাতায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা, চলবে ভারী বৃষ্টিও।
- Cyclone Warning for West Bengal coast-VSCS Bulbul to cross West Bengal-Bangladesh coast between Sagar Island & Khepupara by late evening/night of 9th with speed of 110-120 kmph as a severe cyclonic storm. At 0530 IST, 110 km ESE of Paradip, 190 km SSW of Sagar Islands. pic.twitter.com/HUGkWTzJxX
— India Met. Dept. (@Indiametdept) November 9, 2019
গত ৬ ঘন্টায় ১৭ কিমি প্রতি ঘন্টার গতিবেগে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে বুলবুল, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হলুদ সতর্কতার অর্থ, গুরুতর রকমের খারাপ আবহাওয়া আশা করতে পারেন। কোথাও সফর করার থাকলে, অথবা দৈনন্দিন কাজেও, ব্যাঘাত ঘটাতে পারে আবহাওয়া, অতএব নেহাত জরুরি না হলে দূরপাল্লার সফর স্থগিত রাখাই ভালো। ক্ষণে ক্ষণে পাল্টাতে থাকা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে হাওয়া অফিস, এবং জনগণের উদ্দেশে বার্তা হলো, নজর রাখুন আপনারাও, কারণ যে কোনও সময় অবস্থার অবনতি হতে পারে। আবহাওয়া বিজ্ঞানের পরিভাষায়, ‘সাইক্লোন বুলবুল’ বর্তমান পরিস্থিতির নিরিখে ‘ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ আখ্যা পেয়েছে।
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ দক্ষিণ ২৪ পরগণার পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার কাকদ্বীপে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ত্রাণ এবং পুনর্বাসনের কাজ খতিয়ে দেখে প্রশাসনিক বৈঠকও সারেন মুখ্যমন্ত্রী। ঘূর্ণিঝড় বুলবুলের ভয়াবহতার পর উত্তরবঙ্গ সফর বাতিল করে আজ বুলবুল বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন তিনি। কাকদ্বীপের প্রশাসনিক বৈঠক থেকে বুলবুলে ক্ষতিগ্রস্থ এলাকাবাসীদের আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকারের তরফে সব রকম সাহায্য করা হবে পরিস্থিতি স্বাভাবিক করতে।” বিস্তারিত পড়ুন- ‘সরকার পাশে আছে’, বুলবুল বিধ্বস্ত এলাকায় বরাভয় মমতার
এক্সপ্রেস ফোটো- পার্থ পাল
ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের তাণ্ডব বাংলায় প্রাণ কেড়েছে ১০ জনের। উপকূলের প্রায় ২.৭৩ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। বুলবুল ঝড়ে লন্ডভন্ড দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের বিস্তৃর্ণ অংশ। ভয়ঙ্কর ঝড়ের দাপটে কার্যত তছনছ গোটা দক্ষিণবঙ্গ। একটা ঝড়ের রাতে বদলে গেছে গোটা বকখালি, কাকদ্বীপ, সাগরদ্বীপের বিস্তীর্ণ এলাকা। ঘূর্ণিঝড়ের ভয়াবহতা নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। জানা গিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে বাংলাকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
এক্সপ্রেস ফোটো- পার্থ পাল
বিধ্বস্ত রাজ্যের উপকূল। কেউ হারিয়েছেন পরিবার, কেউ বা মাথার ছাদ। বুলবুল তাণ্ডব পরবর্তী জীবনে এ যেন শুধু তছনছ দৃশ্য। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল