Advertisment

Cyclone alert in Sundarbans: 'দানা'র আতঙ্কে কাঁপুনি সুন্দরবনবাসীর, উপকূলে মোতায়েন NDRF, চূড়ান্ত তৎপর প্রশাসন

Cyclone Dana alert in Sundarbans: ঘূর্ণিঝড় দানার আতঙ্কে সুন্দরবনবাসী আতঙ্কিত। ইতিমধ্যেই উপকূল তীরবর্তী এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

author-image
Mina Mondal
New Update
Cyclone Dana: ঘূর্ণিঝড় দানার জেরে আতঙ্কিত সুন্দরবনবাসী

Cyclone Dana: ঘূর্ণিঝড় দানার জেরে আতঙ্কিত সুন্দরবনবাসী

Cyclone Dana alert in Sundarbans: ঘূর্ণিঝড় দানা আতঙ্কে ইতিমধ্যে আতঙ্কিত সুন্দরবনবাসী। গতকাল সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর তরফ থেকে কাকদ্বীপের এসডিও অফিসে দফায় দফায় উচ্চপর্যায়ের বৈঠক হয়। উপকূল তীরবর্তী এলাকার মানুষজনদের নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়ার ইতিমধ্যে ব্যবস্থা শুরু করে দিয়েছে দিয়েছে ব্লক প্রশাসন। 

Advertisment

গঙ্গাসাগরের ঘূর্ণিঝড়ের আতঙ্কে বন্ধ রাখার নির্দেশ সমস্ত স্কুল। বুধবার সকাল থেকে এলাকা পরিদর্শন করছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও সাগরের বিডিও। ইতিমধ্যেই গঙ্গাসাগর-সহ দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় বিভিন্ন ভাঙন কবলিত এলাকায় মোতায়ন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। 

দক্ষিণ ২৪ পরগনার মোট ৭৬টি ভাঙন কবলিত এলাকা প্রশাসনের পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে। সুন্দরবনের গঙ্গাসাগর থেকে গোসাবা পর্যন্ত মাটির নদী বাঁধগুলি যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করার কাজ শুরু করে দিয়েছে রাজ্যের সেচ দফতর। 

আরও পড়ুন দুর্যোগের আশঙ্কায় বেলা বাড়তেই দিঘায় চূড়ান্ত তৎপরতা, বিষন্ন মনে বাড়ির পথে পর্যটকরা

রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতা প্রস্তুতি সেরা নেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সমস্ত রকম সরকারি আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। ইতিমধ্যে ত্রাণ শিবিরগুলি খুলে রাখা হয়েছে। 

আরও পড়ুন ধেয়ে আসছে 'দানা', আতঙ্কে সুন্দরবনবাসী, গঙ্গাসাগরে বন্ধ ফেরি সার্ভিস

এদিকে, ঘোড়ামারা-সহ নামখানার বেশ কিছু নিচু এলাকা থেকে মানুষজনদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া কাজ শুরু করা হয়েছে। গঙ্গাসাগর থেকে ঘূর্ণিঝড় দানা বর্তমান অবস্থান করছে ৬২০ কিলোমিটার দূরে।

আরও পড়ুন আরও এগোচ্ছে 'দানা', বৃহস্পতিবার ভোরেই শক্তিশালী হবে ঘূর্ণিঝড়, এখন অবস্থায় কোথায়?

Sundarban West Bengal IMD Severe Cyclone Super Cyclone IMD Kolkata Cyclone Dana Updates Cyclone Dana
Advertisment