Cyclone Dana News Today Updates-Sundarban: এর আগেও সুন্দরবন (Sundarbans) এলাকায় যত ঝড় এসেছে তার আগে আগে এলাকায় পৌঁছে গিয়েছেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় (Kanti Ganguly)। ফের একবার ঘূর্ণিঝড় আতঙ্ক জেঁকে বসেছে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায়। এবার ওড়িশার ভিতরকণিকা থেকে ধামরার মাঝে কোনও একটা জায়গায় আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana)। তবে সেই ঝড়ের প্রভাব পড়তে পারে রাজ্যের উপকূলবর্তী এলাকায়। ঝড় আসার আগেই সে তল্লাটে পৌঁছে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়।
'ঝড়ের আগে কান্তি আসে' সোশ্যাল মিডিয়ায় এই বাক্যবন্ধের সঙ্গে পরিচয় নেই এমন নেটিজেনের হদিশ পাওয়া দুষ্কর। সুন্দরবন এলাকায় এর আগেও আয়লা, আমফান, ইয়াস, রেমালের মতো একাধিক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের মারাত্মক প্রভাব পড়েছে। দক্ষিণ ২৪ পরগনার এই বিস্তীর্ণ উপকূলীয় প্রান্ত তছনছ হয়েছে ঝড়ের দাপটে। সেই সময়েও বারবার এলাকা ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। সুন্দরবনের সঙ্গে যেন তারঁ নাড়ির টান। ভোটে জিতুন বা হারুন! সুন্দরবনে ঝড়ের আশঙ্কা বাড়লেই নিজের উদ্যোগেই সেখানে পৌঁছে যান কান্তি গঙ্গোপাধ্যায়।
এবারও যেমনটা গেলেন রায়দিঘিতে। রায়দিঘির কুমোর পাড়ায় বৃহস্পতিবার পৌঁছে গিয়েছেন প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। ঝড় মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি কেমন পর্যায়ে রয়েছে তাও সরেজমিনে খতিয়ে দেখছেন তিনি। বিস্তীর্ণ এলাকার মানুষদের সঙ্গে কথা বলে তাঁদেরও বারবার সতর্ক করছেন বর্ষীয়ান এই সিপিএম নেতা।
আরও পড়ুন- Cyclone Dana Live: অসীম শক্তিতে এগোচ্ছে দানা, শেষ মুহূর্তে ল্যান্ডফলের জায়গা বদল? জানুন টাটকা আপডেট
উল্লেখ্য, প্রবল শক্তিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামরার মাঝের কোনও একটি এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিবেগ থাকতে পারে শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের। আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত।