Advertisment

Cyclone Dana Update: কালীপুজোর আগেই কাঁপানো ঝড়-বৃষ্টি বাংলায়? ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আশঙ্কা বেড়েই চলেছে

Cyclone Dana-West Bengal Weather Update: অক্টোবর মাসের শেষে ফের একবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। কালীপুজোর আগেই প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা?

author-image
IE Bangla Web Desk
New Update
cyclone dana,weather update,weather forecast,ঘূর্মিঝড় ডানা, আবহাওয়ার পূর্বাভাস

প্রতীকী ছবি।

Cyclone Dana-WB Weather: কালীপুজোর আগেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে তোলপাড় হতে পারে গোটা বাংলা। তুমুল বৃষ্টির সতর্কতা জারি হতে পারে জেলায়-জেলায়। বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদিও এখনও পর্যন্ত এই ব্যাপারে স্পষ্ট তথ্য মেলেনি।  তবে আশঙ্কা এড়ানো যাচ্ছে না। কবে থেকে আবহাওয়ায় মারকাটারি বদল চোখে পড়তে পারে? এসব নিয়ে রইল আজকের গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

বঙ্গোপসাগরে অক্টোবরের শেষে ফের একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা প্রবলভাবে দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড় (Cyclone) হলে তার নাম হবে ডানা (Dana)। এই ডানা নামটি দিয়েছে কাতার। এখনও পর্যন্ত আবহাওয়ার বিভিন্ন মডেল বিশ্লেষণে দেখা গিয়েছে, যদি ঘূর্ণিঝড়টি তৈরির পর তা ওড়িশা কিংবা অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানে তবে তার গতিবেগ সর্বোচ্চ হবে। তবে বাংলাদেশের উপকূলে চলে গেলে প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে প্রবল শক্তিশালী সেই ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদরা মনে করছেন, দেশেই হোক কিংবা বাংলাদেশ, শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়লে তার প্রভাব থেকে মুক্ত থাকবে না বাংলা। পশ্চিমবঙ্গের জেলায়-জেলায় দুর্যোগের প্রবল প্রতাপ দেখা যাবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার বিকেল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কাল অর্থাৎ রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে পারে। আগামিকালই আন্দামান সাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত। আগামী সপ্তাহের দু-একদিনের মধ্যেই সেই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়াবিদরা মনে করছেন সেটা হলে আগামী বৃহস্পতিবারের মধ্যে সেই নিম্নচাপই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

আরও পড়ুন-Suvendu Adhikari: 'BJP ক্ষমতায় এলে হাতে-পায়ে ধরে TATA-কে ফেরাব', সিঙ্গুরে বললেন শুভেন্দু

আরও পড়ুন- Anubrata-Kajal: 'দাদা' ফিরতেই সিঁদুরে মেঘ দেখছেন ভাই? শনিতেই বিজয়া সম্মিলনী কাজলের!

ইতিমধ্যেই আবহাওয়ার গতিবিধির ওপর কড়া নজরদারি রাখা শুরু হয়েছে। সেই সঙ্গে উপকূলের জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার বিকেল থেকে আবহাওয়ায় বড়সড় বদল চোখে পড়তে পারে। আগামী বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে। মৎস্যজীবীদের আগামী মঙ্গল ও বুধবার বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন- Liquor Sale: পুজোর ৪ দিনে রেকর্ড টাকার মদ বিক্রি! সাড়া ফেলে দিয়েছে বাংলার এই জেলা!

কলকাতার আবহাওয়ার খবর 

শনিবার সকাল থেকে তিলোত্তমা মহানগরীর দিকে-দিকে কোথাও মেঘলা কোথাও আংশিক মেঘলা আকাশ। মহানগরীর বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Child Birth: সম্ভবত এই প্রথম! বাংলার হাসপাতালে বিরল ঘটনা, জন্ম ৯ জোড়া যমজ শিশুর

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কোনও কোনও জায়গায় আজ হালকা বৃষ্টি চলবে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather
Advertisment