Malda Liquor Sale: পুজোর চার দিন দেশি-বিদেশি মদ (Liquor) বিক্রিতে উত্তরবঙ্গের মধ্যে পাহাড়কে ছাপিয়ে গেল মালদা। যেহেতু এবারে অষ্টমী ও নবমী একদিনেই পড়েছিল, সেই তথ্য অনুযায়ী মালদা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই চার দিনে ৪ কোটি ১২ লক্ষ ১১ হাজার ৪১৪ টাকার দেশি এবং বিদেশি মদ বিক্রি হয়েছে মালদা জেলায়। যা উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বেশি বলেই আবগারি দফতরের অনুমান।
এরই পাশাপাশি গত বছর পুজোর চারদিন মালদা জেলায় যে পরিমাণ দেশি এবং বিদেশি মদ সরকারি লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলি থেকে বিক্রি হয়েছিল, তার থেকে কয়েক গুণ বেশি এবছর বিক্রি হয়েছে। এর ফলে সরকারি রাজস্ব মালদা জেলা থেকে অনেকটাই বেশি আদায় করতে পেরেছে রাজ্য আবগারি দফতর।
উত্তরবঙ্গে পাহাড়, ডুয়ার্স, তরাই-সহ বিভিন্ন জায়গা পর্যটন ক্ষেত্র হিসাবে পরিচিত থাকলেও, মালদা জেলা এর মধ্যে অন্যতম। পুজোর মরশুমে এই জেলাতেও বাইরে থেকে বহু পর্যটকেরা আসেন। মালদার ঐতিহাসিক নিদর্শন গৌড়, আদিনা, পাণ্ডুয়া, বৌদ্ধবিহারের নিদর্শন ক্ষেত্র জগ্গজীবনপুর ঘুরতে যান পর্যটকেরা।
আরও পড়ুন- Kolkata Fire: পুজো মিটতেই বড়সড় বিপত্তি কলকাতায়, শিয়ালদহে ESI হাসপাতালে আগুন-মৃত্যু
আরও পড়ুন- West Bengal Weather Update: আবারও নিম্নচাপের আশঙ্কা, আবহাওয়ায় তুফানি বদল কবে? জানুন লেটেস্ট আপডেট
জেলা আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, মালদা জেলায় পানশালা, অফ শ মিলিয়ে প্রায় ১৫০টি দেশি এবং বিদেশি সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান রয়েছে। এবছর মহাষষ্ঠীর দিন ৯ অক্টোবর থেকে দশমী অর্থাৎ ১২ অক্টোবর পর্যন্ত মালদায় দেশি মদ বিক্রি হয়েছে ১ কোটি ৫৮ লক্ষ ৭২ হাজার ৪২৫ টাকার। অথচ গত বছর দুর্গাপুজোর সময় ছয় দিন জুড়ে দেশি মদ বিক্রি হয়েছিল ১ কোটি ৩৬ লক্ষ ৩৯ হাজার ১৮ টাকার।
আরও পড়ুন- UGC NET Result 2024: প্রকাশিত UGC NET জুনের ফল, রেজাল্ট দেখবেন কোন ওয়েবসাইটে?
এরই পাশাপাশি এই বছর দুর্গাপুজোর এই একই সময়ের মধ্যে বিভিন্ন সরকারি লাইসেন্সি দোকানগুলি থেকে বিদেশী মদ বিক্রি হয়েছে ৬৯ লক্ষ ৫৭ হাজার ১০ টাকার। গত বছর দুর্গা পুজোর সময় ছয় দিন জুড়ে বিদেশি মদ বিক্রি হয়েছিল ৪৬ লক্ষ ২২ হাজার ৫৫৯ টাকা। এছাড়াও এবছর পুজোর চারদিন সরকারি লাইসেন্স দোকানগুলি থেকে বিয়ার বিক্রি হয়েছে ১ কোটি ৫৬ লক্ষ ৪১ হাজার ৯২৮ টাকার।
গত বছর দুর্গাপুজোর সময় গত ৬ দিনের ব্যবধানে বিয়ার বিক্রি হয়েছিল ৯৬ লক্ষ ৩৭৮ টাকার। ফলে এবার মালদা জেলার বিভিন্ন সরকারি লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলি থেকে দেশি-বিদেশি মদ বিক্রির পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে।
আরও পড়ুন- Travel: জঙ্গল-ঝর্ণায় ঘেরা ক্যালেন্ডারের ছবির মতো এতল্লাট, কলকাতার কাছেই এপ্রান্ত এককথায় অসাধারণ!
পশ্চিমবঙ্গ ফরেন লিকার অ্যাসোসিয়েশনের মালদা জেলার এক সদস্য নারায়ণ প্রামাণিক বলেন, "গত কয়েক বছরের ব্যবধানে এবছর দুর্গাপুজোয় বিপুল পরিমাণ দেশি এবং বিদেশি মদের বিক্রি বেড়েছে। এক্ষেত্রে অনেকটাই রাজস্ব আদায় করতে পারবে আবগারি দফতর। তবে বিভিন্ন সরকারি লাইসেন্সপ্রাপ্ত দোকানিদের বেচাকেনার ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে হচ্ছে।"