Advertisment

Cyclone Fani in West Bengal: কাকভোরে বাংলায় আসছে ফণী, তৈরি রাজ্য প্রশাসন

Trains Cancelled, Airport Shutdown due to Cyclone Fani in WB:কাল কাকভোরে ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে বাংলায় আছড়ে পড়তে পারে ফণী। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১৫ কিমি।

author-image
IE Bangla Web Desk
New Update
cyclone fani, ফণী, ঘূর্ণিঝড় ফণী

ধেয়ে আসছে ফণী। প্রতীকী ছবি।

WB Govt Took Precautionary Steps for Cyclone Fani: কথা ছিল শুক্রবার দুপুর বা বিকেলের পর ওড়িশার বুকে আছড়ে পড়বে ভয়াল ঘূর্ণিঝড় ‘ফণী’। কিন্তু নির্ধারিত সময়ের আগেই এদিন সকালেই বাংলার পড়শি রাজ্যে হানা দিল অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ওড়িশা ছুঁয়ে এবার ফণীর পরবর্তী গন্তব্য বাংলা। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শনিবার কাকভোরে ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে বাংলায় আছড়ে পড়তে পারে ফণী। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১৫ কিমি। ইতিমধ্যেই কালো মেঘে ঢেকেছে কলকাতা-সহ বাংলার আকাশ, শুরু হয়েছে বৃষ্টিও। ফণীর আশঙ্কায় পুরোদমে সতর্ক প্রশাসন।

Advertisment

Cyclone Fani Updates: নবান্নে খোলা হল কন্ট্রোল রুম

পশ্চিমবঙ্গে ফণী পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। আগামী রবিবার পর্যন্ত ওই কন্ট্রোল রুম থেকেই পরিস্থিতির ওপর নজর রাখা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ১২ ঘন্টার দুটি শিফটে এই কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন একজন আইএএস অথবা ডব্লিউবিসিএস (এগজিকিউটিভ) পদমর্যাদার আধিকারিক। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদেরও প্রস্তুত রাখা হয়েছে। বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকার বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে। এই নম্বরগুলি হল – ০৩৩ ২২১৪-৩৫২৬, ০৩৩ ২২১৪-৫৬৬৪, ০৩৩ ২২৫৩-৫১৮৫, ১০৭০ (টোল ফ্রি)। অন্যদিকে, খড়গপুরে থেকে গোটা পরিস্থিতি নজরে রাখবেন বলে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Cyclone Fani Odisha, West Bengal Live: ওড়িশায় ঘূর্ণিঝড় ‘ফণী’র তাণ্ডব, কলকাতায় শুরু তুমুল বৃষ্টি

Cyclone Fani Updates: Kolkata Airport shuts down

বাংলায় ফণীর তাণ্ডবের আশঙ্কায় ইতিমধ্যেই শুক্রবার সকাল থেকে বন্ধ রাখা হচ্ছে কলকাতা বিমানবন্দর। আজ দুপুর ৩টে থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে কোনও বিমান ওঠা-নামা করবে না। প্রথমে এই সময়সীমা ছিল শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সন্ধে সাড়ে ৬টা। কিন্তু, দুর্যোগ এগিয়ে আসার সম্ভবনা দেখেই আগাম ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, দুর্যোগের পরিস্থিতিতে বিমান ভাড়া আকাশ ছুঁয়েছে। পাশাপাশি রেলের তরফেও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ওড়িশাগামী বহু ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। পাশাপাশি যেসব ট্রেনের গতিপথ ওড়িশার মধ্য দিয়ে গিয়েছে, সেগুলিও বাতিল হয়েছে।

Cyclone Fani in West Bengal, Fani Live Updates, ফণী, ঘূর্ণিঝড় ফণী, ফনি, ফণি যেসব ট্রেন বাতিল।

ফণী মোকাবিলায় তৎপর হয়েছে কলকাতা পুলিশও। সব ডেপুটি কমিশনার ও উচ্চপদস্থ অফিসারদের নিয়ে লালবাজারে দীর্ঘ বৈঠক করেছেন নগরপাল রাজেশ কুমার। এই বৈঠকে ঝড়ের তাণ্ডব সামলাতে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে হোর্ডিং, ফ্লেক্স খোলা হয়েছে।

আরও পড়ুন: ‘ফণী’ মোকাবিলায় নবান্নে কন্ট্রোল রুম, হেল্পলাইন রাজ্যের

Cyclone Fani Updates: All Govt schools shut down

ফণীর আশঙ্কায় আজ থেকে সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। কিছুদিন পর থেকেই গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে ছুটি এগিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলেই ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপশি, শহরের একাধিক বেসরকারি স্কুলও ছুটি ঘোষণা করেছে।

ফণীর দাপট মোকাবিলায় দিঘা, বকখালির মতো সমুদ্রসৈকত এলাকা থেকে পর্যটকদের সরানো হচ্ছে। সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। হাওড়া, মেদিনীপুরে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

rain Weather Report Cyclone Fani
Advertisment