Cyclone Mantha:শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, তবু বাংলায় দুর্যোগ কতদিন চলবে?

Bengal weather update:অন্ধ্র উপকূলে আঘাতের পর শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় মন্থা, তবে এর পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে বৃষ্টি। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে আবহাওয়ার উন্নতির ইঙ্গিত।

Bengal weather update:অন্ধ্র উপকূলে আঘাতের পর শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় মন্থা, তবে এর পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে বৃষ্টি। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে আবহাওয়ার উন্নতির ইঙ্গিত।

author-image
IE Bangla Web Desk
New Update
ঘূর্ণিঝড় মন্থা, Bengal weather update, West Bengal rain alert, অন্ধ্রপ্রদেশ ঘূর্ণিঝড়, Cyclone Mantha update, Kolkata rain, দক্ষিণবঙ্গ বৃষ্টি, আবহাওয়া দপ্তর, heavy rain warning, cyclone impact Bengal, weather forecast today, low pressure bay of bengal

Cyclone Mantha update: প্রতীকী ছবি।

অবশেষে শক্তি হারিয়ে ফেলেছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। তবে এর পরোক্ষ প্রভাবে এখনও বৃষ্টির দাপটে ভুগছে অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক জেলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, অন্ধ্র উপকূলে আঘাত হানার পর থেকে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এর প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ এখনও ভারী মেঘে ঢাকা।

Advertisment

অন্ধ্র উপকূলে ল্যান্ডফল, ঘূর্ণিঝড়ের শক্তি ক্ষয়

বুধবার ভোররাতে অন্ধ্রপ্রদেশের মাছলি পত্তনম ও কলিঙ্গপটনমের মাঝামাঝি এলাকায় ল্যান্ডফল করে ‘মন্থা’। রাতের দিকে প্রবল বেগে আছড়ে পড়ে ঝড়টি, তবে স্থলভাগে প্রবেশ করতেই দ্রুত শক্তি হারাতে শুরু করে। বর্তমানে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবুও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত রয়েছে।

আরও পড়ুন- SIR: “ভোট দেবে কে, সেটা এখন BJP ঠিক করছে?”, এসআইআর ইস্যুতে অভিষেকের চাঁচাছোলা আক্রমণ!

Advertisment

দক্ষিণবঙ্গে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি

ঘূর্ণিঝড়টি দুর্বল হলেও এর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মঙ্গলবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। বুধবার সকাল থেকে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়ার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজও (বুধবার) দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, দুই চব্বিশ পরগনা ও ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উপকূলের জেলাগুলিতে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন-জগদ্ধাত্রী পুজোয় বিরাট বিপত্তি চন্দননগরে! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিখ্যাত পুজো কমিটির প্যান্ডেল

বৃষ্টির দাপট থাকবে বৃহস্পতিবারও

আগামীকাল বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি চলবে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

শনিবার থেকে উন্নতির ইঙ্গিত

আপাতত শনিবার (১ নভেম্বর) থেকে আবহাওয়ার উন্নতি শুরু হবে বলে জানিয়েছে দপ্তর। তবে ততদিন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে।

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা

শুধু দক্ষিণ নয়, উত্তরবঙ্গের আকাশও থাকবে ভারী মেঘে ঢাকা। দিনাজপুর, মালদা ও উত্তর দিনাজপুরে আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Cyclone Mantha Bengal Weather Forecast West Bengal Weather Today