/indian-express-bangla/media/media_files/2025/04/27/fmQx2UuergoZd2FjAlHQ.jpg)
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার Special Intensive Revision (SIR) ঘোষণাকে তিনি “Silent Invisible Rigging” বলে অভিহিত করে অভিযোগ করেন, এই প্রক্রিয়ার উদ্দেশ্য হল গণতন্ত্রকে বিকৃত করা ও প্রকৃত ভোটারদের বাদ দেওয়া।
অভিষেকের অভিযোগ, “এই প্রক্রিয়া অন্তর্ভুক্তির নয়, বর্জনের। বিজেপির নির্দেশেই এই ঘোষণা করা হয়েছে। আগে মানুষ সরকার বেছে নিত, এখন বিজেপি ঠিক করছে কে ভোট দেবে, কে দেবে না।”
তিনি প্রশ্ন তোলেন, মাত্র ১৮ মাস আগে লোকসভা নির্বাচন শেষ হয়েছে, তারপরই ভোটার তালিকায় গরমিলের অভিযোগ কেন? “যদি ভোটার তালিকায় সমস্যা থাকে, তাহলে লোকসভা ভেঙে দিয়ে ফের নির্বাচন করা হোক,” মন্তব্য করেন অভিষেক। বিজেপির দাবি যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ও রোহিঙ্গা ইস্যুর কারণে এই SIR প্রয়োজন, তা নস্যাৎ করে অভিষেক বলেন, “বাংলাদেশ ও মায়ানমারের সীমানা পাঁচটি উত্তর-পূর্ব রাজ্যের সঙ্গেও যুক্ত। তাহলে শুধু পশ্চিমবঙ্গে কেন SIR?”
আরও পড়ুন-জগদ্ধাত্রী পুজোয় বিরাট বিপত্তি চন্দননগরে! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিখ্যাত পুজো কমিটির প্যান্ডেল
তিনি আরও প্রশ্ন তোলেন, “২০০২ সালে পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া সম্পন্ন করতে দুই বছর সময় লেগেছিল। এবার এক-দু’মাসে এত বড় কাজ শেষ করা সম্ভব কীভাবে?”
অভিষেকের অভিযোগ, “নির্বাচন কমিশন আসলে রাজ্যের প্রশাসনিক নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চাইছে, যাতে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে রাজ্য সরকার কাজ করতে না পারে।”
এদিন তিনি একটি মৃত্যুর ঘটনার জন্যও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধান নির্বাচন কমিশনার জয়নেশ কুমারকে দায়ী করেন। তাঁর দাবি, উত্তর ২৪ পরগনার পানিহাটির প্রদীপ কর উদ্বেগ ও আতঙ্কে আত্মহত্যা করেছেন, কারণ তিনি NRC ও SIR নিয়ে চিন্তায় ভুগছিলেন। “ওনার মৃত্যুর জন্য অমিত শাহ ও জয়নেশ কুমার দায়ী। তাঁদের বিরুদ্ধে এফআইআর করা উচিত,” বলেন অভিষেক।
তিনি হুঁশিয়ারি দেন, “একজন প্রকৃত ভোটারের নাম যদি তালিকা থেকে বাদ যায়, তাহলে এক লক্ষ মানুষ দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে ধর্নায় বসবে।”
তবে শেষ পর্যন্ত আত্মবিশ্বাসী ভঙ্গিতে অভিষেক বলেন, “এই SIR দিয়েও বিজেপি আমাদের হারাতে পারবে না। এবারও তৃণমূল আসনে বৃদ্ধি ঘটাবে—এটাই আমার চ্যালেঞ্জ।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us
 Follow Us