ED raid:সাতসকালে ফের আ্যাকশন মোডে ED! আধাসেনা সঙ্গে নিয়ে কলকাতায় দুরন্ত অভিযান

ED raid Kolkata: সাতসকালে কলকাতার বেলেঘাটা এলাকায় অভিযানে ইডি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে অভিযান চালায় কেন্দ্রীয় আর্থিক তদন্ত সংস্থা। তবে ঠিক কোন মামলায় তল্লাশি তা এখনও স্পষ্ট নয়, তবে আর্থিক লেনদেন ও অর্থ পাচারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

ED raid Kolkata: সাতসকালে কলকাতার বেলেঘাটা এলাকায় অভিযানে ইডি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে অভিযান চালায় কেন্দ্রীয় আর্থিক তদন্ত সংস্থা। তবে ঠিক কোন মামলায় তল্লাশি তা এখনও স্পষ্ট নয়, তবে আর্থিক লেনদেন ও অর্থ পাচারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
ED raid Kolkata  ,Enforcement Directorate action,  Beliaghata raid,  Kolkata businessmen raid,  Hemchandra Naskar Road ED raid,  ED investigation West Bengal,  financial irregularities Kolkata,  business brothers under ED scanner,  Worldjit Chowdhury, Ranjit Chowdhury  ,28 October 2025 Kolkata news,  West Bengal live updates,কলকাতায় ইডি অভিযান  ,বেলেঘাটা অভিযান  ,হেমচন্দ্র নস্কর রোড  ,কেন্দ্রীয় আর্থিক তদন্ত সংস্থা  ,পশ্চিমবঙ্গ ইডি হানা,  ব্যবসায়ী ভাইদের বাড়িতে তল্লাশি,  বিশ্বজিৎ চৌধুরী,  রণজিৎ চৌধুরী  ,আর্থিক লেনদেন তদন্ত,  অর্থ পাচার অভিযোগ  ,ইডির সকালবেলার অভিযান,  কলকাতা খবর আপডেট,  ২৮ অক্টোবর ২০২৫ সংবাদ

ED raid Kolkata: শহর কলকাতায় ইডির অভিযান। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

financial irregularities: মঙ্গলবার সকালেই ফের অ্যাকশন মোডে কেন্দ্রীয় আর্থিক তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সাতসকালে কলকাতার বেলেঘাটা এলাকার ৭৫ নম্বর হেমচন্দ্র নস্কর রোডে এক ব্যবসায়ী পরিবারের বাড়িতে হানা দেয় ইডি-র আধিকারিকরা।

Advertisment

সূত্রের খবর, ওই বাড়িটি দুই নামী ব্যবসায়ী ভাই— বিশ্বজিৎ চৌধুরী ও রণজিৎ চৌধুরীর। তাঁরা পেশায় কাপড়ের ব্যবসায়ী বলে জানা গিয়েছে। তবে তাঁদের অন্য কোনো ব্যবসায়িক সংযোগ বা আর্থিক কার্যকলাপ সম্পর্কেও খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা।

আরও পড়ুন- Cyclone Mantha:অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘মন্থা’, রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি

Advertisment

সকালে প্রায় সাতটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছন ইডির আধিকারিকরা। বাড়িতে প্রবেশের ক্ষেত্রে প্রথমে অল্প বাধার মুখে পড়েন তদন্তকারীরা। লোহার গেট বহুক্ষণ ধাক্কা দেওয়া হলেও তা খোলা হয়নি বলে সূত্রের দাবি। পরে নিরাপত্তারক্ষী এসে গেট খুলে দিলে ইডির আধিকারিকরা বাড়িতে ঢোকেন।

আরও পড়ুন-West Bengal news Live Updates:আজ থেকেই বাংলায় শুরু SIR, দফায় দফায় আলোচনা নির্বাচন কমিশনে, সর্বদল বৈঠকের সম্ভাবনা

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই অভিযানের সঙ্গে একটি আর্থিক লেনদেন বা কর ফাঁকি সংক্রান্ত মামলার যোগ থাকতে পারে। যদিও ঠিক কোন মামলার সূত্রে এই তল্লাশি চলছে, তা এখনও পর্যন্ত কেন্দ্রীয় সংস্থা আনুষ্ঠানিকভাবে জানায়নি।

এদিন ইডির আধিকারিকরা বাড়ির একাধিক ঘরে তল্লাশি চালান। গুরুত্বপূর্ণ নথিপত্র ও লেনদেন সম্পর্কিত ডকুমেন্ট খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। সংস্থার তরফে সন্দেহ করা হচ্ছে, এই পরিবারের আর্থিক লেনদেনে অনিয়ম বা অর্থ পাচারের সম্ভাবনা থাকতে পারে।

আরও পড়ুন-SIR:এসআইআর চালু: ‘ভয় নেই’, বলছে তৃণমূল, ‘ভুয়ো ভোটার বাদ পড়বে’ প্রত্যয়ী শুভেন্দু

 এদিকে, এলাকাজুড়ে সকাল থেকেই কৌতূহলী মানুষের ভিড়। সাধারণ নাগরিকরা আশেপাশে জড়ো হলেও, নিরাপত্তার স্বার্থে ইডি আধিকারিকরা কাউকে বাড়ির কাছে যেতে দেননি। তদন্তে ঠিক কী বেরোয়, তা এখন নজর রাজ্যের প্রশাসনিক মহলে। 

Breaking news ED Raid West Bengal News kolkata news