Advertisment

Cyclone Remal Update: ধেয়ে আসছে 'রেমাল'! অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার! প্রবল দুর্যোগ কোন কোন জেলায়?

Bengal Weather Update: সিস্টেমটির উপর প্রতিনিয়ত গভীরভাবে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন আবহাওয়াবিদরা। সময়ে সময়ে দেওয়া হচ্ছে আপডেট। বিশেষভাবে সতর্ক করা হচ্ছে উপকূলের জেলাগুলিকে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় চূড়ান্ত সতর্কতামূলক পদক্ষেপ করেছে প্রশাসন। নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সমুদ্র তীরবর্তী এলাকার বহু বাসিন্দাকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Cyclone Remal Update chances of rainfall in several district shortly

Cyclone Remal Update: প্রবল শক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল।

WB Weather Update: প্রবল শক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। এখনও পর্যন্ত আবহাওয়া দফতর সূত্রে যা জানা গিয়েছে তাতে আগামিকাল রবিবার রাতের দিকে সুন্দরবন ও বাংলাদেশের খেপুপাড়া উপকূলের মধ্যবর্তী কোনও জায়গায় অসীম শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তবে ঝড় আসার আগে তার এফেক্ট শুরু পুরোদমে। ইতিমধ্যেউ কয়েকটি জোয় বৃষ্টির দাপট চোখে পড়ছে।

Advertisment

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ বিকেল সাড়ে ৩টে নাগাদ সাগরদ্বীপ থেকে এই ঝড় ৪৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে। সময় যত এগোবে বাংলার উপকূলের আরও কাছে এসে যাব এই ঘূর্ণিঝড়। আছড়ে পড়ার সময় প্রবল শক্তিশালী এই ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত।

আরও পড়ুন- Cyclone Remal Update: ‘রেমাল’ আতঙ্কে বুক কাঁপছে! ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেট ‘ভয়াবহ’? ফাঁকা করা হল সমুদ্র সৈকত

তবে ঘূর্ণিঝড় ধেয়ে আসার আগেই তার এফেক্ট শুরু জেলায়-জেলায়। উপকূলের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভার। কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আর ২-৩ ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলায় তুমুল বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়া হাওয়া।

আরও পড়ুন- Cyclone Remal-Eastern Railway: ধেয়ে আসছে ‘রেমাল’, যাত্রী-স্বার্থে দুরন্ত বন্দোবস্ত রেলের! এখবর আগে পড়ুন

এদিকে, ইতিমধ্যেই দিঘার সমুদ্র সৈকতে রেমালের এফেক্ট শুরু হয়ে গিয়েছে। সমুদ্রে বাড়ছে জলোচ্ছ্বাস। সকাল থেকেই বড় বড় ঢেউ আছড়ে পড়ছে দিঘা উপকূলে। গাড়োয়াল টপকে রীতিমতো ঢেউ উঠছে।ভোটের কারণে দিঘা প্রায় পর্যটক শূন্য থাকলেও কিছু পর্যটক ভিড় জমিয়েছেন দিঘার সাগর পাড়ে। তাঁদেরও সরে যেতে সতর্ক করছে প্রশাসন। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার বকখালিতেও সমুদ্র সৈকত মাইকিং করে ফাঁকা করে দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন- Cyclone Remal Update: কাঁপানো শক্তিতে ধেয়ে আসছে ‘রেমাল’, ঘূর্ণিঝড়-শঙ্কায় তটস্থ বাংলা! তছনছ হবে কলকাতা?

cyclone weather update Cyclone Remal
Advertisment