DA of central government employees may be increased before Holi: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর! হোলির আগেই মোটা টাকা মাইনে বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত অর্থাৎ পেনশনভোগীরাও বর্ধিত হারে মহার্ঘ্যভাতা পেতে পারেন।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বছরে দু'বার মহার্ঘ্যভাতা বাড়ানো হয়। জানুয়ারি এবং জুলাই মাসে দু'বার মহার্ঘ্যভাতা বাড়ায় কেন্দ্র। সেই হিসেবে অনুযায়ী এবার সবকিছু ঠিকঠাক থাকলে হোলির (Holi) আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর শোনানো হতে পারে। ফের একবার বাড়ানো হতে পারে মহার্ঘ্যভাতা (DA)। হোলির আগেই এই মহার্ঘ্যভাতা বাড়ানোর ঘোষণা করা হলে তা কার্যকর হবে গত জানুয়ারি মাস থেকে।
সুতরাং সবকিছু ঠিকঠাক থাকলেই মোটা টাকা মাইনে বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। কর্মরত কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীরাও বর্ধিত হারে মহার্ঘ্যভাতা পেতে পারেন।
আরও পড়ুন- West Bengal News Live: 'চাকরির পরীক্ষায় সাদা খাতা জমা দিতে বলেছিল কাকুর এজেন্টরা', চঞ্চল্যকর তথ্য CBI চার্জশিটে
এর আগেও গত বছর অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতা বেড়েছিল। তিন শতাংশ মহার্ঘ্যভাতা বেড়েছিল সেবার। এবার ফের একবার DA বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। ২০২৫ সালের জানুয়ারি মাসের অষ্টম বেতন কমিশন চালু করেছিল কেন্দ্রীয় সরকার। আগামী বছরের মধ্যেই অষ্টম বেতন কমিশন বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা আর্থিক দিক থেকে উপকৃত হতে পারেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- TMC: আধার কার্ডের মতোই ভোটার ID কার্ডেও ইউনিক নম্বর সংযোজনের দাবি, স্মারকলিপি জমা তৃণমূলের