/indian-express-bangla/media/media_files/2025/10/23/dakhineswar-2025-10-23-15-07-44.jpg)
Dakshineswar Metro Station: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন।
দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন এলাকা থেকে বাড়ি ফেরার পথে এক মহিলাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই মহিলা আলমবাজারের দিকে হাঁটছিলেন। ব্যস্ত দক্ষিণেশ্বর স্কাইওয়াক এলাকায় অভিযুক্ত ব্যক্তি ওই মহিলাকে ধাক্কা মারে এবং তার গায়ে হাত দেয় বলে অভিযোগ। অভিযোগ প্রতিবাদ করলে মহিলাকে অভিযুক্ত থাপ্পড় মারে এবং তাঁর পোশাক টানার চেষ্টা করে বলেও অভিযোগ।
অভিযোগে মহিলাটি জানিয়েছেন, চিৎকার সত্ত্বেও আশেপাশের কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। পরে কয়েকজন স্থানীয় বাসিন্দা তাঁকে অভিযোগ দায়ের করতে নিষেধ করেন বলেও নির্যাতিতার দাবি। তারা তাকে জানান, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী এবং নিয়মিত অটো ও রিকশা চালকদের কাছ থেকে তোলা আদায় করে থাকেন।
আরও পড়ুন- West Bengal news Live Updates: ভাইফোঁটার সকালে দুলে উঠল পৃথিবী, প্রবল কম্পনে তুমুল আতঙ্ক ভারতে
পুলিশ অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে। “আমরা অভিযোগ পাওয়ার পর এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। অভিযুক্ত শনাক্ত হওয়ার পর বুধবার রাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে,” বলেন একজন সিনিয়র পুলিশ অফিসার।
আরও পড়ুন- Bhai Phonta 2025:হাসপাতালে ভাইফোঁটা! আহত সাংসদ খগেন মুর্মুর কপালে ফোঁটা দিলেন বিধায়ক শ্রীরূপা
ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর শর্মা বলেন, “অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।”
আরও পড়ুন-Bhai Phonta 2025:পুজো-পার্বণে সৃজনশীল মুখ্যমন্ত্রী, এবার ভাইফোঁটায় নতুন গানের উপহার
এদিকে এই ঘটনার পর কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি উলুবেড়িয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের এক জুনিয়র মহিলা চিকিৎসকও হুমকি ও আক্রমণের মুখোমুখি হন। সেই ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us