/indian-express-bangla/media/media_files/2025/10/04/durga-2025-10-04-12-44-37.jpg)
Durga idol immersion: টয় ট্রেনে চাপিয়ে প্রতিমা নিরঞ্জন।
Toy Train Visarjan: দুর্গাপুজো মিটতেই বিসর্জনের পালা শুরু। চারদিন বাপের বাড়িতে কাটিয়ে ফের কৈলাসে ফিরেছেন উমা। উমার ঘরে ফেরার পালার শুরুটা হয়েছিল দশমী থেকেই। ছেলে-মেয়ে এবং বাহনদের নিয়ে ঘরে ফিরেছেন দেবী। শহর থেকে জেলা দুর্গাপ্রতিমার বিসর্জন ঘিরে ধুম পড়ে গিয়েছে। পাহাড়নগরী দার্জিলিংয়ে এবার এক অভূতপূর্ব দুর্গা নিরঞ্জনের সাক্ষী থাকল।
একেবারে অনন্য এক ছবি! লরি, ট্রাক বা অন্যান্য গাড়ি নয়, একেবারে ঐতিহ্যবাহী টয় ট্রেনে চেপে হল দেবীর বিসর্জন। অভূতপূর্ব এই নিরঞ্জন পর্বের সাক্ষী থাকল দার্জিলিং শহর। স্থানীয় বাসিন্দারা তো বটেই বেড়াতে যাওয়া বহু পর্যটক সাক্ষী থাকলেন ঐতিহাসিক এই মুহূর্তের।
আরও পড়ুন- West Bengal News Live Updates: DVC-র জল ছাড়ার পরিমাণ নিয়ে মমতার দাবি নস্যাৎ মোদীর মন্ত্রীর
দার্জিলিঙের এনএনবিএইচ হল শ্রী মন্দিরের ঐতিহ্যশালী দুর্গাপুজো এবারেও জাঁকজমকপূর্ণভাবেই শেষ হয়েছে। পাহাড়নগরী দার্জিলিঙের বহু মানুষ এই দুর্গাপুজোয় সামিল হয়েছিলেন। এবার পুজো উদ্যোক্তারা দেবীর নিরঞ্জনের জন্য অভিনব এক ভাবনা আগেভাগে ভেবে রেখেছিলেন।
যেমন ভাবনা ঠিক তেমন কাজ! গত বৃহস্পতিবার দশমীর দিন দেবী প্রতিমাকে দার্জিলিং শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে রংপুর এলাকায় বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল টয় ট্রেনে চাপিয়ে। বর্ণাঢ্য এই শোভাযাত্রার জন্য আগেভাগে গোটা টয় ট্রেন রিজার্ভ করে নেওয়া হয়েছিল।