Durga Puja Carnival:রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল, যান চলাচলে নিয়ন্ত্রণ, বন্ধ থাকবে এই রাস্তাগুলি

Durga Puja Carnival 2025: কাল রেড রোডে এই বছরের দুর্গাপুজোর কার্নিভাল। শহর ও শহরতলির সেরার সেরা প্রতিমাগুলি দেখে নেওয়ার সুযোগ মিলবে।

Durga Puja Carnival 2025: কাল রেড রোডে এই বছরের দুর্গাপুজোর কার্নিভাল। শহর ও শহরতলির সেরার সেরা প্রতিমাগুলি দেখে নেওয়ার সুযোগ মিলবে।

author-image
IE Bangla Web Desk
New Update
carnival 2024

Durga Puja Carnival: ফাইল ছবি।

Durga Puja Carnival Kolkata: পুজো শেষেও পুজোর আনন্দ! আগামিকাল ৫ অক্টোবর কলকাতার রেড রোডে, এবারের দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। শহর কলকাতা ও শহরতলির সেরার সেরা পুজোগুলি এই কার্নিভালে অংশ নেবে। যাদের কলকাতা ও কলকাতার আশেপাশের সেরা প্রতিমাগুলি দেখার সৌভাগ্য হয়নি, তারা এবার রেড রোডের এই পুজো কার্নিভালে এসে সেই সব প্রতিমা একেবারে সামনে থেকে দেখার সুযোগ পাবেন।

Advertisment

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম একটি স্বপ্নের উদ্যোগ এই পুজো কার্নিভাল। ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। রেড রোডে মুখ্যমন্ত্রীর উদ্যোগেই প্রথম চালু হয়েছিল এই পুজো কার্নিভাল। তারপর থেকে বছর বছর বিশেষ এই কর্মসূচি রাজ্য সরকার নিজ দায়িত্বে পালন করে আসছে। 

আরও পড়ুন- West Bengal News Live Updates: SIR নিয়ে রাজ্যের প্রস্তুতি কোন পর্যায়ে? দেখতে আসছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

Advertisment

আগামীকাল কলকাতার রেড রোডে পুজো কার্নিভাল উপলক্ষে শহরের বেশ কিছু রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে। কোনও কোনও রাস্তায় নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। আগামীকাল দুপুর ২টোর পর থেকে শুরু হয়ে যাচ্ছে পুজো কার্নিভাল।

আরও পড়ুন- liquor sales:পুজোর চার দিনে ৩৩ কোটি টাকার মদ বিক্রি, রাজ্যে নজির গড়ল এই জেলা

রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামীকাল দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত রাস্তায় সব পণ্যবাহী গাড়ির চলাচল পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে।

আগামীকাল দুপুর ২টোয় শুরু পুজো কার্নিভাল। এই কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত হেস্টিংস ক্রসিংস থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোড ধরে যেসব গাড়ি আসবে সেগুলির চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ওই গাড়িগুলি বিদ্যাসাগর সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন- Kolkata Metro: রবিবার পুজো কার্নিভালে রাতেও চলবে মেট্রো, যাত্রীদের সুবিধার্থে বাম্পার পরিষেবা!

অন্যদিকে দুপুর ২টো থেকে কলকাতার মেয়ো রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, পলাশী গেট রোড, এসপ্ল্যানেড পর্যন্ত রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়াও রেড রোডে পুজো কার্নিভালের জন্য শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

Bengali News Today Red Road Kolkata durga puja carnival