ফেলে দেওয়া ফুচকা পাতায় ফুটে উঠল অসাধারণ শিল্পকর্ম, মন্ডপ সজ্জা থেকে প্রতিমা চমকের বাহারে মন জুড়াবে

আজ পঞ্চমী। প্রাণের পুজো দুর্গাপুজোর খুশিতে গা ভাসিয়েছেন লাখো লাখো মানুষ। বিগত কয়েক বছর ধরেই কলকাতা থেকে জেলা থিমের পুজোর রমরমা। থিমের চমকে একে অপরকে টেক্কা দিতে চলছে মরিয়া লড়াই।

আজ পঞ্চমী। প্রাণের পুজো দুর্গাপুজোর খুশিতে গা ভাসিয়েছেন লাখো লাখো মানুষ। বিগত কয়েক বছর ধরেই কলকাতা থেকে জেলা থিমের পুজোর রমরমা। থিমের চমকে একে অপরকে টেক্কা দিতে চলছে মরিয়া লড়াই।

author-image
Mobarak Koraisi
New Update
cats

মন্ডপ সজ্জা থেকে প্রতিমা চমকের বাহারে মন জুড়াবে

আজ পঞ্চমী। প্রাণের পুজো দুর্গাপুজোর খুশিতে গা ভাসিয়েছেন লাখো লাখো মানুষ। বিগত কয়েক বছর ধরেই কলকাতা থেকে জেলা থিমের পুজোর রমরমা। থিমের চমকে একে অপরকে টেক্কা দিতে চলছে মরিয়া লড়াই। 

Advertisment

দুর্গার পায়ের নিচে ইউনুস, হাতে কাটা শাহবাজের প্রতিচ্ছবি

বাঙালির প্রাণের পুজো দুর্গাপুজো মানেই খাওয়া দাওয়া। তার মধ্যে অন্যতম ফুচকা। এক কথায় ফুচকা ছাড়া প্যান্ডেল হপিং যেন অসম্পূর্ণ। আর সেই ফুচকার ফেলে দেয়া পাতাই যখন শিল্পের রূপ নেয় তখন সৃষ্টি হয় এক অপূর্ব কারুকার্যের। 

এমনই একটি ভাস্কর্য ফুটে উঠেছে উত্তর ২৪পরগনার দত্তপুকুর চন্দ্রপুর মিতালী সংঘের ৫৯তম দুর্গোৎসবের মাধ্যমে।গত বছরেও দত্বপুকুর এক নম্বর ব্লকের মধ্যে সবকটি পুজোকে হারিয়ে প্রথম স্থান অধিকারী ছিল এই মিতালী সংঘ।

Advertisment

চতুর্থীতেই রেকর্ড লক্ষ্মীলাভ, একদিনেই মেট্রোতে সওয়ার সাড়ে ৯ লক্ষের বেশি যাত্রী

এবছর তাদের থিম 'হংস পাখায় মা', তবে এই হংস সজ্জ্যায় ফুটে উঠেছে ফেলে দেওয়া ফুচকার পাতার কাজ। দত্ত পুকুর পঞ্চায়েত অন্তর্বর্তী এলাকায় এমন অপূর্ব পুজো ভাবনা নজর কেড়েছে দর্শনার্থীদের। ইতি মধ্যেই ভিড় জমেছে মণ্ডপে।

Durgapuja