dead body of a young man was recovered from Harishchandrapur in Malda: বিয়ের ১০ দিনের মাথায় রহস্যজনকভাবে আমবাগান থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার বরুই গ্রাম পঞ্চায়েতের কোনার এলাকায়। স্থানীয়রাই প্রথমে মৃতদেহটি দেখতে পান। তাঁরাই খবর দেন থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পরে সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অজয় মণ্ডল (২২)। তিনি পেশায় দিনমজুর ছিলেন। মাসখানেক আগেই পাশের এক গ্রামের তরুণী মাধুরী দাসের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক তৈরি হয় অজয়ের। এরপর গত ১০ দিন আগে তাঁদের বিয়ে হয়েছিল। বিয়ের তিনদিন পর বিহারের কিষানগঞ্জে কাজ করতে যান অজয়। তিন দিন কাজ করার পর আবার বাড়ি ফিরে আসেন তিনি। রবিবার বাড়িতে আসার পর সোমবার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান অজয়। একদিন নিখোঁজ থাকার পর গ্রামেরই একটি আমবাগান থেকে অজয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
মৃতের স্ত্রী মাধুরী দাস বলেন, "স্বামী বাইরে ছিল। কয়েকদিন আগে বাড়ি চলে এসেছিল। তারপর সোমবার থেকে তার সঙ্গে যোগাযোগ ও কথা হয়নি। গ্রামবাসীদের মুখ থেকে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধারের কথা জানতে পারি। কী কারণে এমন ঘটনা ঘটল কিছুই বুঝতে পারছি না।" এদিকে
কোনার গ্রামের বাসিন্দা দেবাশিস মণ্ডল বলেন, "আমাদের গ্রামে একটা বড় পুকুর আছে। সেখানে এদিন কয়েকজন মাছ ধরছিলেন। তাঁরাই প্রথমে আমবাগানের মধ্যে ওই যুবকের ঝুলন্ত দেহটি দেখতে পান।"
আরও পড়ুন- West Bengal News Live: চিকিৎসকের বাড়িতেই কোটি টাকার মাদক, STF-এর অতর্কিতে হানা, গ্রেফতার ২
অন্যদিকে, পুলিশ জানিয়েছে, কী কারণে ওই যুবকের মৃত্যু হল তা এখনও পরিষ্কার করে জানা যায়নি। ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে বলে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।
আরও পড়ুন- Chinmoykrishna Das: ফের চিন্ময়কৃষ্ণ দাসের জামিন আর্জি খারিজ, বাংলাদেশ সরকারকে হলফনামা জমার নির্দেশ