Bangladesh High Court rejects Chinmaykrishna Das's bail plea : এবারও জামিন হল না সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoykrishna Das)। তবে মঙ্গলবার ইসকনের (ISKCON) এই সন্ন্যাসীকে কেন জামিন দেওয়া যাবে না সেই প্রশ্ন তুলেছে বাংলাদেশ হাইকোর্ট। এই মর্মে অবিলম্বে বাংলাদেশের মহম্মদ ইউনুস নেতৃত্বাধীন সরকারকে নিজেদের হলফনামা জমা দিতে বলা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ সরকারকে আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে কেন চিন্ময়কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার ওই মামলায় জামিন দেওয়া যাবে না।
বাংলাদেশের সনাতনী সমাজের 'মুখ' হয়ে উঠেছিলেন ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাঁকে গ্রেফতার করেছিল বাংলাদেশ পুলিশ। তারপর থেকে একটানা জেল বন্দি রয়েছেন সন্ন্যাসী। বারবার বাংলাদেশের আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে। এমনকী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে আদালতে মামলা লড়তে চাওয়া আইনজীবীদের রীতিমতো হুমকি,মারধর, নিগ্রহের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ।
এর আগে গত ২ জানুয়ারি চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি ছিল চট্টগ্রামের আদালতে। সেদিনও তাঁর আবেদন খারিজ হয়ে যায়। জামিন চেয়ে এরপর বাংলাদেশ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চিন্ময়কৃষ্ণ দাস। মঙ্গলবার বাংলাদেশ হাইকোর্টও তাঁর জামিনের আবেদন নাকচ করে দিয়েছে। তবে চিন্ময়কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া যাবে না সেই প্রশ্ন তুলেছে বাংলাদেশ হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ সরকারকে হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- South 24 Parganas News: ৬৫ বছরের বৃদ্ধাকে মদ খাইয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ, হাড়হিম কাণ্ডে তোলপাড়
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সেখানকার সংখ্যালঘুদের ওপর অবর্ণনীয় অত্যাচার নেমে এসেছে। দিকে দিকে হিন্দু মহল্লায় ঢুকে অত্যাচার চালিয়েছে কট্টরপন্থীরা। বাংলাদেশে সংখ্যালঘুদের হয়ে 'আওয়াজ' তুলেছিলেন ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। ওপার বাংলার সনাতনী সমাজকে এককাট্টা হওয়ার বার্তা দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন- Kolkata Airport: দক্ষিণ-পূর্ব এশিয়ার কানেক্টিং হাব হবে কলকাতা বিমানবন্দর, দুরন্ত পরিকল্পনা কেন্দ্রের
বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য বেশ কিছু ধর্মীয় সংগঠন 'সনাতনী জাগরণ মঞ্চ' তৈরি করেছিল। সেই 'সনাতনী জাগরণ মঞ্চ'-এর অন্যতম মুখপাত্র ছিলেন চিন্ময়কৃষ্ণ দাস। তাঁকেই রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করেছে মহম্মদ ইউনুস নেতৃত্বাধীন বাংলাদেশ পুলিশ।
আরও পড়ুন- West Bengal News Live: আরজি কর দুর্নীতি মামলায় আগামীকালই চার্জ গঠন, সিবিআইকে বিরাট নির্দেশ আদালতের