Deadbody of whale found near Sagardwip: সাগরদ্বীপের সুমতিনগরের সমুদ্র সৈকতে মিলল তিমির দেহ। স্থানীয়রাই প্রথমে গতকাল ২০ ফুট লম্বা ওই তিমির দেহ দেখতে পান। বনদপ্তরে খবর দেওয়া হয়। বকর্মীরা এসে তিমির মৃতদেহটি উদ্ধার করেছেন। গত ২ জানুয়ারি কাকদ্বীপে নদীর চরে একটি তিমি দেখতে পান স্থানীয়রা। বনকর্মীরা তিমিটিকে উদ্ধারের পর পরের দিন সেটিকে ফের ছেড়ে দেন জলে। এটি সেই তিমিটিরই মৃতদেহ কিনা তা এখনও স্পষ্ট নয়।
দক্ষিণ ২৪ পরগনার ডিএফও নিশা গোস্বামী বলেন, “আমরা সাগরদ্বীপের সুমতিনগরের কাছে তিমিটির মৃতদেহ দেখতে পেয়েছি। আমরা এটি উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। দেখে মনে হচ্ছে আমরা যাকে সম্প্রতি ছেড়ে দিয়েছি এটি সেটিই। আমরা সাগরদ্বীপে কাছেই সেটিকে ছেড়েছিলাম। তবে আমরা এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই আমরা নিশ্চিত করতে পারব যে এটি ওই তিমিটি কিনা।"
তিনি আরও বলেন, “তিমিটির সঠিক প্রজাতি শনাক্ত করা যায়নি। তবে এটি প্রায় ১৫-১৮ ফুট লম্বা ছিল। তিমিটির প্রজাতি জানতে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে আমরা ছবি পাঠিয়েছি।"
আরও পড়ুন- West Bengal News Live: মেলা শুরুর আগেই দূষণ গ্রাসে গঙ্গাসাগর! পরিস্থিতি ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে
উল্লেখ্য, গত ২ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপের কাছে নদীর পাড়ে একটি সরু খাঁড়িতে একটি তিমিকে আটকে থাকতে দেখেছিলেন স্থানীয়রা। ভাঁটার কারণে তিমিটি আটকে পড়েছিল। বন বিভাগের কর্মীরা ১৫-১৮ ফুটের তিমিটিকে অনেক পরিশ্রমের পর উদ্ধার করেন। তারপরের দিন অর্থাৎ ১ জানুয়ারি সকালে সেটিকে ফের সাগরদ্বীপের কাছে ছেড়ে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন- Tourist Death in Darjeeling: দার্জিলিংয়ে মর্মান্তিক কাণ্ড! বাঙালি পর্যটকের মৃত্যু নিয়ে তুঙ্গে ধন্দ!