Advertisment

Tourist Death in Darjeeling: দার্জিলিংয়ে মর্মান্তিক কাণ্ড! বাঙালি পর্যটকের মৃত্যু নিয়ে তুঙ্গে ধন্দ!

Tourist Death in Darjeeling: পর্যটনের ভরা মরশুম চলছে। পাহাড়নগরী দার্জিলিঙে পর্যটকদের উপচে পড়া ভিড়। এরই মাঝে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু।

author-image
IE Bangla Web Desk
New Update
Garfa Woman Death, গড়ফায় তরুণীর রহস্যমৃত্যু

প্রতীকী ছবি।

Tourist Death in Darjeeling: আবারও পাহাড়ে বেড়াতে গিয়ে মৃত্যু হল এক বাঙালি পর্যটকের। দার্জিলিংয়ে (Darjeeling) ঘুরে বেড়ানোর সময় আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী  হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা বছর আটান্নের দীপাঞ্জন সাহা নামে ওই পর্যটককে।

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবার নিয়ে দার্জিলিঙে বেড়াতে গিয়েছিলেন হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা দীপাঞ্জন সাহা। গত রবিবার তাঁরা লামাহাটা (Lamahata) থেকে দার্জিলিঙে গিয়েছিলেন। সারাদিন ঘুরে বেড়ানোর পর লামাহাটায় ফেরার পথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দীপাঞ্জন সাহা।

আকস্মিক অসুস্থতায় তাঁকে নিকটবর্তী দার্জিলিং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ওই পর্যটককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন- West Bengal News Live: মেলা শুরুর আগেই দূষণ গ্রাসে গঙ্গাসাগর! পরিস্থিতি ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে

Advertisment

তবে ঠিক কী কারণে ওই পর্যটকের মৃত্যু হল তা এখনও স্পষ্ট হয়নি। এমনকী চিকিৎসকরাও ওই পর্যটকের মৃত্যুর সঠিক কারণ জানতে পারেননি। আজ সোমবার তাঁর দেহের ময়নাতদন্তের হওয়ার কথা। ময়নাতদন্তের পরেই ওই পর্যটকের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে এভাবে এক পর্যটকের আকস্মিক মৃত্যুতে পাহাড় নগরীতে পর্যটক মহলে উদ্বেগের ছায়া।

আরও পড়ুন- Chinmoykrishna Das:জেলে চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে সাক্ষাতে না, 'খারাপ কিছু ঘটছে', আশঙ্কা হিন্দু সংগঠনের

darjeeling Bangla News Tourist Death news of west bengal news in west bengal Bengali News Today
Advertisment