Latest West Bengal News Highlights: মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের জড়িতদের খোঁজে এবার ভিন রাজ্যে হানা তদন্তকারীদের। বিহার ও ঝাড়খন্ডে গিয়েছেন এ রাজ্যের তদন্তকারী অফিসাররা। এদিকে তৃণমূল নেতা খুনে মূল অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহন ও তার পরিচিত বাবলু যাদবকে ধরতে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে মালদা জেলা পুলিশ।
এদিকে, বাংলাদেশের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে এদেশে অনুপ্রবেশের ঘটনা বেড়েই চলেছে। এবার নদিয়ায় গ্রেপ্তার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ শনিবার রাতে অনুকূল মোড়ে একটি বাড়িতে হানা দেয়। গ্রেপ্তার করা হয় দুই বাংলাদেশীকে। বৈধ কোনও কাগজপত্র তাদের কাছে ছিল না। কাদের সঙ্গে যোগাযোগ করে কোন পথ দিয়ে তারা ওপার বাংলা থেকে এবার বাংলায় এসেছেন সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এবারের গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) নিয়ে চূড়ান্ত সতর্ক রাজ্য সরকার। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলায় পুন্যার্থীদের ভিড়ের সুযোগে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারকে সতর্ক করে আগেই বার্তা পাঠিয়েছে কেন্দ্র। পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও এবার মেলার নিরাপত্তার জন্য থাকবে। গঙ্গাসাগরের মেলা চত্বরের সুরক্ষায় উপকূল রক্ষী বাহিনী ও নৌ বাহিনীর সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে পুলিশ প্রশাসন।
-
Jan 06, 2025 16:33 IST
West Bengal News Live: চিনের ভাইরাস কলকাতায়
HMPV-এর কালো ছায়া এবার কলকাতায়। HMPV ভাইরাস ঢুকে পড়ল কলকাতায়। আক্রান্ত সাড়ে পাঁচ মাসের একটি শিশু। ইএম বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি শিশুটি।
এর আগে দেশে আরও ২-৩টি শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। -
Jan 06, 2025 15:46 IST
West bengal News Live: শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। শেখ হাসিনা সহ মোট ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে গ্রেপ্তার করে আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ প্রশাসনকে। আগেই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় হাসিনার বিরুদ্ধে। এবার গুম খুনের মামলায় ওই পরোয়ানা জারি হয়েছে।
-
Jan 06, 2025 14:42 IST
West bengal News Live: এবার নিমেষেই গঙ্গাসাগর!
গঙ্গাসাগর যাওয়া এবার আরও সহজ হতে চলেছে আগামী ২-৩ বছরের মধ্যেই। নতুন সেতু তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। "মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতু তৈরি করা প্রয়োজন আছে। দেড় হাজার কোটি টাকার মতো খরচ হবে। টেন্ডার হয়ে গেছে। আগামী ২-৩ বছর লাগবে এটা তৈরি হতে। ৪ থেকে ৫ কিলোমিটার দীর্ঘ হবে সেতু। সেতুর পাশে রাস্তা হবে। এত বড় সাগরের উপর এত বড় সেতু হবে। এটা হয়ে গেলে গঙ্গাসাগরের মানুষ যেমন উপকৃত হবেন, সুন্দরবনের মানুষ যেমন উপকৃত হবেন, তেমন সবাই দলে দলে আসবেন কপিলমুনির আশ্রম পরিদর্শন করতে এবং গঙ্গাসাগর দেখতে।" সোমবার গঙ্গাসাগরে বলেছেন মুখ্যমন্ত্রী।
-
Jan 06, 2025 13:11 IST
West Bengal News Live:বাঙালি পর্যটকের মৃত্যু
আবারও পাহাড়ে বেড়াতে গিয়ে মৃত্যু হল এক বাঙালি পর্যটকের। দার্জিলিংয়ে (Darjeeling) ঘুরে বেড়ানোর সময় আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা বছর আটান্নের দীপাঞ্জন সাহা নামে ওই পর্যটককে।
বিস্তারিত পড়ুন- Tourist Death in Darjeeling: দার্জিলিংয়ে মর্মান্তিক কাণ্ড! বাঙালি পর্যটকের মৃত্যু নিয়ে তুঙ্গে ধন্দ!
-
Jan 06, 2025 13:02 IST
West Bengal News Live:দূষণ গ্রাসে গঙ্গাসাগর
গঙ্গাসাগর মেলা শুরু আগামী ১০ জানুয়ারি। তার আগে সাগরদ্বীপে ভয়ঙ্কর দূষণ। দূষণের মাত্রা ২৩৮-এ পৌঁছেছে। দূষণে কলকাতাকেও টেক্কা দিয়েছে গঙ্গাসাগর। দূষণের মাত্রা ২৫০-এর ওপরে পৌঁছলে পরিস্থিতি বিপজ্জনক বলে মনে করেন পরিবেশবিদরা। মেলা শুরুর আগেই গঙ্গাসাগরের দূষণের মাত্রা উদ্বেগ বাড়াচ্ছে বলে আশঙ্কা করছেন তাঁরা।
-
Jan 06, 2025 12:31 IST
West Bengal News Live:ফের মেট্রোয় মারণঝাঁপ
কাজের দিনে ফের মেট্রোয় বিভ্রাট। চাঁদনি চকে মেট্রোয় মারণঝাঁপ মাঝবয়সী এক ব্যক্তির। সোমবার বেলা ১২.১০ নাগাদ চাঁদনি চক মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দেন মাঝবয়সী ওই ব্যক্তি। দ্রুত ট্রেন থামিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা শুরু হয়। এই ঘটনার জেরে মেট্রো চলাচল ব্যহত হয়েছে।
বিস্তারিত পড়ুন- Kolkata Metro: ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, পরিষেবা ব্যাহত, কাজের দিনে তীব্র ভোগান্তি
-
Jan 06, 2025 11:49 IST
West Bengal News Live:চিন্ময়কৃষ্ণের সাক্ষাতে 'না'
বাংলাদেশের (Bangladesh) চট্টগ্রামের জেলে একটানা বন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস (Chinmoykrishna Das)। অভিযোগ বাংলাদেশে জেলে বন্দি ইসকনের (ISKCON) সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না তাঁর ঘনিষ্ঠ কিংবা পরিচিতদের। রবিবার চট্টগ্রামের জেলে চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সাতজন সন্ন্যাসী। তাঁদের দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয় জেলে। এরপরেও তাঁদের সঙ্গে চিন্ময়কৃষ্ণ দাসকে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছে 'ভয়েস অফ বাংলাদেশী হিন্দু' নামে একটি সংগঠন। এক্স হ্যান্ডলে এ ব্যাপারে জেল সুপারের বিরুদ্ধে রীতিমতো তোপ দেগেছে সংগঠনটি।
বিস্তারিত পড়ুন- Chinmoykrishna Das:জেলে চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে সাক্ষাতে না, 'খারাপ কিছু ঘটছে', আশঙ্কা হিন্দু সংগঠনের -
Jan 06, 2025 10:55 IST
West Bengal News Live: লোকালয়ে বাঘের পায়ের ছাপ
সাতসকালে বাঘের পায়ের ছাপ দেখা গেল লোকালয়ে। সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে কুলতলি ব্লকের অন্তর্গত মৈপীঠ-বৈকন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরী মোহনপুর গ্রামের শ্রীকান্ত পল্লী এলাকায়। এদিন মৎস্যজীবীরা যখন মাছ ধরতে যাচ্ছিলেন তখন তাদের নজরে আসে বিষয়টি। লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের মানুষ। বাঘটির অবস্থান জানতে তৎপর বনকর্মীরা।
-
Jan 06, 2025 10:40 IST
West bengal News Live: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট খবর!
একেবারে শেষ মুহূর্তে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার্থীদের নাম নথিভুক্ত করার জন্য অভূতপূর্ব তৎপরতা মধ্যশিক্ষা পর্ষদের। আজ সোমবার ৬ জানুয়ারি সকাল ১১ টা থেকে আগামিকাল মঙ্গলবার ৭ জনুয়ারি সকাল ১১টা পর্যন্ত অনলাইনে স্পেশাল উইন্ডো চালু থাকছে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে।
বিস্তারিত পড়ুন- Madhyamik 2025: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট খবর! নাম নথিভুক্তকরণের জন্য বিরাট সুযোগ
-
Jan 06, 2025 10:15 IST
West Bengal News Live: ভারতে ঢুকেই পড়ল ভয়ঙ্কর HMPV ভাইরাস !
অবশেষে ভারতে ঢুকেই পড়ল ভয়ঙ্কর HMPV ভাইরাস ! চিনে দাপিয়ে বেড়িয়ে অবশেষে ভারতেও দাপট দেখাতে শুরু করল এই ভাইরাস। জানা গিয়েছে HMPV ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮ মাসের এক শিশুকন্যা। মিডিয়া রিপোর্ট অনুসারে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন আট মাসের শিশুকন্যা HMPV ভাইরাসে আক্রান্ত হয়েছে। যদিও এবিষয়ে এখনো সরকারি বিবৃতি মেলেনি। খবর প্রকাশ করা পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেনি বেঙ্গালুরুর স্বাস্থ্য বিভাগ। আশ্চর্যের বিষয়, শিশুটির কোনো ভ্রমণ সংক্রান্ত ইতিহাস নেই বলেই জানা গিয়েছে।
-
Jan 06, 2025 09:53 IST
West Bengal News Live: গ্রেপ্তার প্রশান্ত কিশোর
এবার বিহার পুলিশ আটক করল জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরকে। বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা বাতিলের দাবিতে আমরন অনশনে বসেছিলেন প্রশান্ত কিশোর। পাটনার গান্ধী ময়দানে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন পিকে। সোমবার ভোরে অনশন মঞ্চ থেকেই পিকে-কে কে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয় বলে সূত্রের খবর।
-
Jan 06, 2025 09:30 IST
West Bengal News Live: কুয়াশায় বন্ধ ভেসেল পরিষেবা
সোমবার সকালে থেকে ঘন কুয়াশার জেরে ব্যাহত ভেসেল পরিষেবা। সকাল থেকে ঘন কুয়াশার জেরে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ফেরি চলাচলও ব্যাহত হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সাগরপথে কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে। আজ সকাল থেকে ঘন কুয়াশার জেরে সাগরের কচুবেড়িয়ার থেকে লট নম্বর আট ভেসেল পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিতে হয়। বেলা বাড়লেও কুয়াশা কমার কোনও লক্ষণ নেই। কাকদ্বীপ ও সাগরের নানা প্রান্তে অসংখ্য সাধারণ যাত্রী ও পুণ্যার্থীও আটকে পড়েছেন।
-
Jan 06, 2025 09:27 IST
West Bengal News Live: বাসের সংখ্যা বাড়ানোর চেষ্টা
শহর কলকাতা থেকে শুরু করে নিউ টাউন, সল্টলেকের মতো জায়গায় দিন দিন বাস পাওয়া নিয়ে দুর্ভোগ বেড়েই চলেছে। ইএম বাইপাস সহ বিভিন্ন জায়গায় কিছুদিন ধরেই বাসের সংখ্যা কম থাকা নিয়ে দুর্ভোগ বাড়ছে। বিষয়টি নিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই নড়েচড়ে বসেছে রাজ্য পরিবহণ দপ্তর। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আজ সোমবার থেকেই সরেজমিনে খতিয়ে দেখবেন কলকাতায় বাস চলাচলের পরিস্থিতি। কোন বাস কোন রুটে কত সময় পরপর যাচ্ছে-আসছে সেব্যাপারটি এবার নিজে খতিয়ে দেখবেন পরিবহণমন্ত্রী।
-
Jan 06, 2025 09:21 IST
West Bengal News Live: আজ গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী
আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। সোমবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু'দিনের সফরে গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মেলার প্রস্তুতি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কপিলমুনির আশ্রমেও যাবেন মুখ্যমন্ত্রী।
-
Jan 06, 2025 09:18 IST
West Bengal News Live: আরও তীব্র হবে শীত
ঠান্ডার ভালো মতো মেজাজ রয়েছে রাজ্যজুড়েই। তবে আজ থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। যদিও সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা কমার ইঙ্গিত স্পষ্ট রাজ্যজুড়ে। আগামী বুধবার থেকেই তাপমাত্রা নামতে পারে। শীতের জোরালো দাপট অনুভূত হতে পারে সপ্তাহের শেষের দিকে।
বিস্তারিত পড়ুন- West Bengal Weather: আজ থেকেই বৃষ্টি কোন কোন জেলায়? আরও তীব্র হবে শীত, জেনে নিন দিনক্ষণ