Death of Tarapith Temple priest in road accident: মর্মান্তিক মৃত্যু তারাপীঠ মন্দিরের সেবায়েতের। পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন সোমনাথ মুখোপাধ্যায় নামে বছর চল্লিশের ওই সেবায়েত। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবেই মর্মান্তিক এই ঘটনার জেরে তারাপীঠ মন্দিরের সেবায়েতদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রামপুরহাট থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন সোমনাথ মুখোপাধ্যায় ওরফে সাহেব। তিনি তারাপীঠ মন্দিরের একজন সেবায়েত। পথে বড়শাল মোড়ে হনুমান মন্দিরের কাছে বড়সড় দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
রাস্তায় একটি বাম্পারের উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাঁর বাইক। বাইকটির গতি বেশি থাকার জেরে বাইক থেকে ছিটকে বেশ কিছুটা দূরে গিয়ে পড়েন সোমনাথ। তাঁর মাথায় গুরুতর চোট লেগেছিল। প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়ে যায় ঘটনাস্থলেই।
আরও পড়ুন- West Bengal News Live: সুপ্রিম কোর্টে নতুন আবেদন পার্থের, CBI-কে নোটিশ শীর্ষ আদালতের
স্থানীয়রাই দ্রুত তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে বাঁচানো যায়নি ওই সেবাইতকে। চিকিৎসকরা ওই সেবাইতকে মৃত বলে ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তারাপীঠে শোকের ছায়া নেমে এসেছে সেবাইত মহলে। এই দুর্ঘটনার পর অনেকেই তারাপীঠের রাস্তায় বহু বাম্পার তৈরির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন- Tangra Triple Death Case: ট্যাংরায় খুনের তত্ত্বই জোরালো, তবে মোটিভ নিয়ে ধন্দ কাটছেই না