Delhi Building Collapse: ভয়ঙ্কর দুর্ঘটনা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত্যু, হাসপাতালে আর্তনাদ, বুক ফাটা কান্না

Delhi Building Collapse: শনিবার সকালে দিল্লিতে বড়সড় দুর্ঘটনা। চারতলা একটি পুরনো বাড়ি ধসে পড়ল উত্তর-পূর্ব দিল্লির সিলামপুর ঈদগাহ রোডে। ধ্বংসস্তূপের নিচে ১২ জন পর্যন্ত আটকে পড়েছেন বলে আশঙ্কা।

Delhi Building Collapse: শনিবার সকালে দিল্লিতে বড়সড় দুর্ঘটনা। চারতলা একটি পুরনো বাড়ি ধসে পড়ল উত্তর-পূর্ব দিল্লির সিলামপুর ঈদগাহ রোডে। ধ্বংসস্তূপের নিচে ১২ জন পর্যন্ত আটকে পড়েছেন বলে আশঙ্কা।

author-image
IE Bangla Web Desk
New Update
দিল্লি চারতলা ভবন ধস, ওয়েলকাম এলাকা দুর্ঘটনা, সিলামপুর ঈদগাহ রোড, ধ্বংসস্তূপে আটকে, দিল্লি দমকল বাহিনী, দিল্লি পুলিশ উদ্ধার, ভবন ধসের কারণ, Delhi Building Collapse Bengali News

ভয়ঙ্কর দুর্ঘটনা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল

Delhi Building Collapse: সাত সকালেই ভয়ঙ্কর দুর্ঘটনা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা ভবন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশের বিরাট বাহিনী। ইতিমধ্যে ধ্বংসস্তূপ সরিয়ে ৮ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দলের সদস্যদের আশঙ্কা এখনও ধ্বংসস্তূপের নীচে অনেকে চাপা পড়ে আছেন। একই সাথে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি, কিছুক্ষণ আগে ধ্বংসস্তূপ থেকে একজন মহিলা এবং একজন পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।  

Advertisment

দিঘার পথে ভয়াবহ ভয়ঙ্কর দুর্ঘটনায় পরপর মৃত্যু! রক্তে ভেসে যাচ্ছিল গাড়ি

শনিবার সকালে দিল্লিতে বড়সড় দুর্ঘটনা। চারতলা একটি পুরনো বাড়ি ধসে পড়ল উত্তর-পূর্ব দিল্লির  সিলামপুর ঈদগাহ রোডে। ধ্বংসস্তূপের নিচে ১২ জন পর্যন্ত আটকে পড়েছেন বলে আশঙ্কা। প্রাথমিকভাবে বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত ৮ জনকে উদ্ধার করা হয়েছে — ৭ জনকে জেপিসি হাসপাতালে ও একজনকে জিটিবি হাসপাতালে পাঠানো হয়েছে। দমকল বিভাগের ৭টি ইঞ্জিন, দিল্লি পুলিশ, এনডিআরএফ, সিভিল ডিফেন্স এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নিযুক্ত রয়েছেন।

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভবনটি খুবই পুরনো ও জরাজীর্ণ ছিল। দুর্ঘটনার ফলে পাশের একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, “সকাল ৭টা নাগাদ হঠাৎই একটা বিকট আওয়াজে ঘুম ভেঙে যায়। দেখি পাশের বাড়ি ধসে পড়ে আমাদের বাড়ির উপর এসে পড়েছে। সেই ধ্বংসস্তূপে এখনও ৪-৫ জন আটকে আছেন।”

কলকাতার অভিজাত কলেজের হোস্টেলে তরুণীকে বেহুঁশ করে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি এমন একটি সরু গলিতে হয়েছে যেখানে ঘন জনবসতি রয়েছে। যার ফলে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। উত্তর-পূর্ব জেলার অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বা জানান, “একটি চারতলা পুরনো ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে। ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের সাতজনকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এখনও ৩-৪ জন আটকে থাকতে পারেন।”এদিকে, শুক্রবার আজাদ মার্কেট এলাকাতেও একটি জরাজীর্ণ ভবন ধসে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম মনোজ শর্মা (৪৫)। 

delhi Delhi Building Collapse