/indian-express-bangla/media/media_files/2025/07/12/patna-accident-2025-07-12-18-39-45.jpg)
ভয়ঙ্কর দুর্ঘটনা.
Kolkata News Updates: ছত্তিশগড় থেকে গ্রামের বাড়ি বৈশালী ফিরছিল একই পরিবারের ৫জন। এর পাথে পথেই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। শনিবার ভোরে বিহারের পাটনায় রানীতালাব থানা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের তিন সদস্যের। আহত হয়েছেন আরও দুজন।
মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। একটি ভারী স্টিলবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে থাকা দুটি গাড়ির উপর উঠে যায়। দুর্ঘটনার জেরে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও সম্ভাবনা রয়েছে।
পুলিশ সূত্রে খবর, ভোর প্রায় ৫টা নাগাদ গাড়ির চালক হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দলের সদস্যরা। দ্রুত সকলকে উদ্ধার করে গাড়িতে থাকা পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সেখানে নীতু সিং (৩৬), তার ছেলে অষ্টি সিং (১০) এবং শাশুড়ি নির্মলা দেবীকে (৫২) মৃত ঘোষণা করেন। বাকি দুজন,বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
রানীতালাব থানার ইনচার্জ প্রমোদ কুমার বলেন, “গাড়ি চালকের অসাবধানতার জেরেই এই দুর্ঘটনা ঘটে। পাঁচ সদস্যের পরিবারটি ছত্তিশগড়ের শ্রীরামপুর থেকে বিহারের বৈশালীর গ্রামে ফিরছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়েই খালে পড়ে যান।”পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় শোকের ছায়া।
শনিবার সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি চারজন। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর-বালেশ্বর জাতীয় সড়কে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। একটি স্করপিও গাড়ি ও একটি লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে চারজনের। লরির ধাক্কায় স্করপিও গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। মৃতরা প্রত্যেকেই স্করপিও গাড়িতে সওয়ার ছিলেন বলে জানা গিয়েছে। আসানসোল থেকে খড়গপুর হয়ে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছিল স্করপিও গাড়িটি। শনিবার সকাল ৬টা নাগাদ বেলদায় রানি সরাইয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে সজোরে ধাক্কা লাগে গাড়িটির। ভয়ানক এই সংঘর্ষে দুমড়ে মুচরে যায় স্করপিওর সামনের অংশটি। গাড়ির ভেতরে থাকা প্রত্যেকের মৃত্যু হয়েছে।
ইউক্রেনের আকাশে ফের রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। শুক্রবার গভীর রাতে ইউক্রেনজুড়ে ৫৯৭টি ড্রোন এবং ২৬টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া। এই ঘটনাকে সাম্প্রতিক কালের ‘সবচেয়ে বড় আক্রমণ’ বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, হামলার জন্য ব্যবহৃত ড্রোনগুলির অধিকাংশই ছিল ইরানে তৈরি ‘শাহেদ ড্রোন’। এই পরিস্থিতিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন, যাতে এমন আক্রমণ ভবিষ্যতে বন্ধ করা যায়। ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, তারা এই আক্রমণে ৩১৯টি ড্রোন এবং ২৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে প্রায় ২০টি ড্রোন এবং একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের পাঁচটি স্থানে আছড়ে পড়ে, যার ফলে ক্ষয়ক্ষতি হয়েছে। বিমানবাহিনী অবশ্য এখনও পর্যন্ত ওই পাঁচটি জায়গার নাম প্রকাশ করেনি।
ছবি বিকৃতির ভয়ঙ্কর অভিযোগ। অবশেষে থানায় অভিযোগ জানালেন সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার। সোনারপুর থানা, লালবাজার সাইবার ক্রাইমে ই-মেলের মাধ্যমে অভিযোগ দায়ের করা হয়েছে। বেশ কয়েকজনকে সন্দেহের তালিকায় রাখা রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই সেই নামগুলি প্রকাশ্যে আনা হয়নি।
IIM জোকা ধর্ষণ কাণ্ডে নয়া মোড়। মেয়ের উপর নির্যাতন হয়নি দাবি নির্যাতিতার বাবার। 'মেয়ের সঙ্গে কেউ খারাপ ব্যবহারই করেনি', এমনই দাবি নির্যাতিতা তরুণীর বাবার। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, ধৃতের সঙ্গে মেয়ের কোন সম্পর্ক নেই। মেয়ে একেবারেই মানসিক ভাবে বিপর্যস্ত নয়। মেয়েকে দিয়ে জোর করে অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে। এমনকী হরিদেবপুর থানা কোথা থেকে তার মেয়েকে উদ্ধার করেছে তাও জানানো হয়নি বলে জানান ওই তরুণীর বাবার। নির্যাতিতার বাবার এই বক্তব্য সামনে আসতেই গোটা ঘটনায় ধোঁয়াশা তৈরি হয়েছে, এমনই মনে করছেন বিশেষজ্ঞমহল।
কসবার ল' কলেজে গণধর্ষণের ঘটনার রেশ এখনও রয়েছে। এরই মধ্যে ফের কলকাতা শহরের নামজাদা একটি ম্যানেজমেন্ট কলেজের হোস্টেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তোলপাড় পড়ে গিয়েছে। ওই তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে কলেজেরই এক ম্যানেজমেন্ট ছাত্র। গত রাতে বিষয়টি প্রকাশ্যে আসতেই তদন্তে নেমে পড়ে পুলিশ। জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা ক্যাম্পাসে গিয়ে অভিযুক্ত ম্যানেজমেন্ট ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। আজই অভিযুক্তকে আলিপুর আদালতে হাজির করা হয়। আদালত আগামী ১৯ জুলাই পর্যন্ত ধৃতকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পাশাপাশি ধৃতের মোবাইলে ঘটনার কোন ভিডিও রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের পরিবারের দাবি দু'জনকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। পুলিশ এব্যাপারে স্পষ্ট করে এখনও কিছু না জানালেও এই জোড়া মৃত্যু ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুই যুবককে খুনের অভিযোগে সোচ্চার হয়েছেন। আগামী সোমবার খেজুরিতে বনধের ডাক দিয়েছে বিজেপি। মহরম উপলক্ষে একটি অনুষ্ঠান হয়েছিল ভাঙানমারিতে। এই অনুষ্ঠানস্থলের কিছু দূর থেকেই ওই দুই যুবকের দেহ উদ্ধার হয়। যদিও অনুষ্ঠানের আয়োজকদের দাবি, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই দুই যুবকের। পুলিশ ঘটনার তদন্ত করছে।
আরও পড়ুন- Kolkata weather Update: বর্ষার রুদ্র রূপ দেখবে গোটা বাংলা! ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়
অন্যদিকে, ইংল্যান্ডের মাটিতে গত টেস্টে জিতে ইতিমধ্যেই সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্ট ম্যাচের সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা আজ। দুপুর সাড়ে তিনটে থেকে মাঠে নামছে শুভমন গিলের টিম ইন্ডিয়া।
আরও পড়ুন- Krishnanagar Municipality: 'চেয়ারম্যানকে সরান', তৃণমূলের পুরসভায় কাউন্সিলরদের আর্জিতে শোরগোল
-
Jul 12, 2025 17:59 IST
Kolkata News Live Updates: মেরুদণ্ডের অস্ত্রোপচার থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে শনিবার ভুবনেশ্বর ফিরলেন নবীন পট্টনায়েক
বিজেডি সভাপতি নবীন পট্টনায়েক মুম্বইয়ের মেরুদণ্ডের অস্ত্রোপচার থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে শনিবার ভুবনেশ্বরে ফিরেছেন। বিজেডির সিনিয়র সহ-সভাপতি দেবী প্রসাদ মিশ্র জানিয়েছেন, পট্টনায়েকের বিশেষ বিমানটি দুপুর ২টো নাগাদ বিমানবন্দরে অবতরণ করেছে। মিশ্র জানিয়েছেন, পট্টনায়েক ২১ দিন পর ওড়িশায় ফিরেছেন। ওড়িশার পাঁচবারের মুখ্যমন্ত্রী পট্টনায়েককে সকাল থেকেই বিমানবন্দরে অপেক্ষারত দলীয় কর্মীরা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। পট্টনায়েক বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সাথে সাথেই 'জয় জগন্নাথ' স্লোগানে ভেসে ওঠে। বিমানবন্দর থেকে নবীন নিবাসের দিকে যাওয়ার রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ প্ল্যাকার্ড এবং বিজেডি পতাকা নিয়ে দাঁড়িয়ে ছিলেন তাদের নেতাকে স্বাগত জানাতে। পট্টনায়েক বিমানবন্দরে উপস্থিত জনতাকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান. ওড়িশা বিধানসভার বিরোধীদলীয় নেতা পট্টনায়েক ২০ জুন মুম্বই যান এবং ২২ জুন মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে 'সার্ভিকাল আর্থ্রাইটিস'-এর জন্য মেরুদণ্ডের অস্ত্রোপচার করান। দুই দিন পর্যবেক্ষণে থাকার পর, আইসিইউ থেকে একটি কেবিনে স্থানান্তরিত করা হয় এবং ৭ জুলাই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
-
Jul 12, 2025 17:29 IST
Kolkata News Live Updates: জিরো টলারেন্স, আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান-IIM জোকা
ধর্ষণের মত গুরুতর অভিযোগ আইআইএম কলকাতার ছাত্রের বিরুদ্ধে। পুলিশি তদন্তে সহযোগিতার আশ্বাস শিক্ষা প্রতিষ্ঠানের। শনিবার ইনস্টিটিউটের তরফে একটি সরকারি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, অভিযোগকারিণী আইআইএম-এর পড়ুয়া নন। ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্তে সবরকম ভাবে প্রশাসনকে সাহায্য করা হচ্ছে।বিবৃতিতে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
-
Jul 12, 2025 14:23 IST
Kolkata News Live Updates:দিলীপের নিশানায় তৃণমূল
'মুসলমানদের দাবার বোরের মত ব্যবহার করা হচ্ছে, এর জন্য তো আর BJP দায়ী নয়', সম্প্রতি রাজ্যের বেশ কিছু জেলায় খুন, মারামারি, বোমাবাজি নিয়ে শাসকদল তৃণমূলকে নিশানা করেই সোচ্চার হয়েছেন দিলীপ ঘোষ। দিল্লি থেকে সস্ত্রীক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুলেছেন তাঁর রাজধানী সফর নিয়েও।
বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: 'মারছেও মুসলমান, মরছেও মুসলমান, দাবার বোড়ের মতো ব্যবহার করা হচ্ছে', দিলীপের নিশানায় তৃণমূল
-
Jul 12, 2025 13:45 IST
Kolkata News Live Updates:ব্যাহত মেট্রো পরিষেবা
আবারও কলকাতা মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। শনিবার বেলার দিকে সেন্ট্রাল মেট্রো স্টেশনে এক ব্যক্তি লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে খবর মেলে। ঘটনার পরে আপ এবং ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিভিন্ন স্টেশনে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ার ঘোষণা করা হয়। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং অন্যদিকে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত বিচ্ছিন্নভাবে মেট্রো পরিষেবা চালু ছিল। তবে আজ বেলা ১২.৫০ মিনিট থেকেই সব রুটে মেট্রো চলাচল স্বাভাবিক হয়ে যায় বলে জানা গিয়েছে।
-
Jul 12, 2025 12:53 IST
Kolkata News Live Updates:নামজাদা ল' কলেজে 'থ্রেট কালচার', র্যাগিংয়ের মতো মারাত্মক অভিযোগ!
ফের কলেজে থ্রেট কালাচারের অভিযোগ ঘিরে তোলপাড়। মুর্শিদাবাদ জেলার কান্দি রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজ অফ 'ল'তে থ্রেট কালচার চলছে বলে অভিযোগ উঠেছে। কলেজের 'দখলদারি' নিয়ে রীতিমতো মারামারি পর্যন্ত ঘটে যায়। বেধড়ক মারধরে জখম হয়েছেন কলেজেরই দুই ছাত্রী।
বিস্তারিত পড়ুন- ragging complaint: নামজাদা ল' কলেজে 'থ্রেট কালচার', র্যাগিংয়ের মতো মারাত্মক অভিযোগ! বেধড়ক মারে হাসপাতালে ছাত্রী
-
Jul 12, 2025 10:19 IST
Kolkata News Live Updates:'ঝাঁকলাই' দেবীজ্ঞানে পুজো সাপকে
কারও কাছে তিনি পরিচিত 'ঝাঁকলাই' নামে। আবার কেউ তাঁকে বলেন 'ঝঙ্কেশ্বরী'। এমনই নানা নামে যিনি পরিচিতি তিনি আসলে হলেন বিষধর কেউটে সাপ। বংশ পরম্পরায় প্রতি বছর আষাড়ের শুক্লা প্রতিপদ তিথিতে তাঁকেই দেবীজ্ঞানে পুজো করে আসছেন পূর্ব বর্ধমানের ভাতার ও মঙ্গলকোটের সাতটি গ্রামের বাসিন্দারা।
বিস্তারিত পড়ুন- snake worship:এতল্লাটের বাড়ি-বাড়ি বিষধর কেউটের বিচরণ, অপার ভক্তিতে তাঁকেই 'ঝাঁকলাই' দেবীজ্ঞানে পুজো
-
Jul 12, 2025 10:17 IST
Kolkata News Live Updates:কলকাতার অভিজাত কলেজের হোস্টেলে তরুণীকে ধর্ষণ
কসবার ল' কলেজে গণধর্ষণের ঘটনার রেশ এখনও রয়েছে। এরই মধ্যে ফের কলকাতা শহরের নামজাদা একটি ম্যানেজমেন্ট কলেজের হোস্টেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তোলপাড় পড়ে গিয়েছে। ওই তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে কলেজেরই এক ম্যানেজমেন্ট ছাত্র। গত রাতে বিষয়টি প্রকাশ্যে আসতেই তদন্তে নেমে পড়ে পুলিশ। জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা ক্যাম্পাসে গিয়ে অভিযুক্ত ম্যানেজমেন্ট ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
বিস্তারিত পড়ুন- Kolkata college rape:কলকাতার অভিজাত কলেজের হোস্টেলে তরুণীকে বেহুঁশ করে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত
-
Jul 12, 2025 10:09 IST
Kolkata News Live Updates:ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়
নিম্নচাপ ঝাড়খণ্ডে পাড়ি জামাতেই দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা বেশ খানিকটা কমেছে। আজ ও কাল ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী সপ্তাহের প্রথম থেকেই দক্ষিণবঙ্গে আবারও বর্ষার ভয়াল রূপ দেখা যাবে। সোমবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গেও টানা কয়েক দিন ধরে লাগাতার ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
বিস্তারিত পড়ুন- Kolkata weather Update: বর্ষার রুদ্র রূপ দেখবে গোটা বাংলা! ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়