/indian-express-bangla/media/media_files/2025/04/14/ZkxOY1cqRLJyXHwdwaZW.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Live Updates:পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের পরিবারের দাবি দু'জনকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। পুলিশ এব্যাপারে স্পষ্ট করে এখনও কিছু না জানালেও এই জোড়া মৃত্যু ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুই যুবককে খুনের অভিযোগে সোচ্চার হয়েছেন। আগামী সোমবার খেজুরিতে বনধের ডাক দিয়েছে বিজেপি। মহরম উপলক্ষে একটি অনুষ্ঠান হয়েছিল ভাঙানমারিতে। এই অনুষ্ঠানস্থলের কিছু দূর থেকেই ওই দুই যুবকের দেহ উদ্ধার হয়। যদিও অনুষ্ঠানের আয়োজকদের দাবি, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই দুই যুবকের। পুলিশ ঘটনার তদন্ত করছে।
শনিবার সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি চারজন। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর-বালেশ্বর জাতীয় সড়কে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। একটি স্করপিও গাড়ি ও একটি লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে চারজনের। লরির ধাক্কায় স্করপিও গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। মৃতরা প্রত্যেকেই স্করপিও গাড়িতে সওয়ার ছিলেন বলে জানা গিয়েছে। আসানসোল থেকে খড়গপুর হয়ে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছিল স্করপিও গাড়িটি। শনিবার সকাল ৬টা নাগাদ বেলদায় রানি সরাইয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে সজোরে ধাক্কা লাগে গাড়িটির। ভয়ানক এই সংঘর্ষে দুমড়ে মুচরে যায় স্করপিওর সামনের অংশটি। গাড়ির ভেতরে থাকা প্রত্যেকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন- Kolkata weather Update: বর্ষার রুদ্র রূপ দেখবে গোটা বাংলা! ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়
অন্যদিকে, ইংল্যান্ডের মাটিতে গত টেস্টে জিতে ইতিমধ্যেই সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্ট ম্যাচের সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা আজ। দুপুর সাড়ে তিনটে থেকে মাঠে নামছে শুভমন গিলের টিম ইন্ডিয়া।
আরও পড়ুন- Krishnanagar Municipality: 'চেয়ারম্যানকে সরান', তৃণমূলের পুরসভায় কাউন্সিলরদের আর্জিতে শোরগোল
-
Jul 12, 2025 14:23 IST
Kolkata News Live Updates:দিলীপের নিশানায় তৃণমূল
'মুসলমানদের দাবার বোরের মত ব্যবহার করা হচ্ছে, এর জন্য তো আর BJP দায়ী নয়', সম্প্রতি রাজ্যের বেশ কিছু জেলায় খুন, মারামারি, বোমাবাজি নিয়ে শাসকদল তৃণমূলকে নিশানা করেই সোচ্চার হয়েছেন দিলীপ ঘোষ। দিল্লি থেকে সস্ত্রীক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুলেছেন তাঁর রাজধানী সফর নিয়েও।
বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: 'মারছেও মুসলমান, মরছেও মুসলমান, দাবার বোড়ের মতো ব্যবহার করা হচ্ছে', দিলীপের নিশানায় তৃণমূল
-
Jul 12, 2025 13:45 IST
Kolkata News Live Updates:ব্যাহত মেট্রো পরিষেবা
আবারও কলকাতা মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। শনিবার বেলার দিকে সেন্ট্রাল মেট্রো স্টেশনে এক ব্যক্তি লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে খবর মেলে। ঘটনার পরে আপ এবং ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিভিন্ন স্টেশনে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ার ঘোষণা করা হয়। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং অন্যদিকে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত বিচ্ছিন্নভাবে মেট্রো পরিষেবা চালু ছিল। তবে আজ বেলা ১২.৫০ মিনিট থেকেই সব রুটে মেট্রো চলাচল স্বাভাবিক হয়ে যায় বলে জানা গিয়েছে।
-
Jul 12, 2025 12:53 IST
Kolkata News Live Updates:নামজাদা ল' কলেজে 'থ্রেট কালচার', র্যাগিংয়ের মতো মারাত্মক অভিযোগ!
ফের কলেজে থ্রেট কালাচারের অভিযোগ ঘিরে তোলপাড়। মুর্শিদাবাদ জেলার কান্দি রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজ অফ 'ল'তে থ্রেট কালচার চলছে বলে অভিযোগ উঠেছে। কলেজের 'দখলদারি' নিয়ে রীতিমতো মারামারি পর্যন্ত ঘটে যায়। বেধড়ক মারধরে জখম হয়েছেন কলেজেরই দুই ছাত্রী।
বিস্তারিত পড়ুন- ragging complaint: নামজাদা ল' কলেজে 'থ্রেট কালচার', র্যাগিংয়ের মতো মারাত্মক অভিযোগ! বেধড়ক মারে হাসপাতালে ছাত্রী
-
Jul 12, 2025 10:19 IST
Kolkata News Live Updates:'ঝাঁকলাই' দেবীজ্ঞানে পুজো সাপকে
কারও কাছে তিনি পরিচিত 'ঝাঁকলাই' নামে। আবার কেউ তাঁকে বলেন 'ঝঙ্কেশ্বরী'। এমনই নানা নামে যিনি পরিচিতি তিনি আসলে হলেন বিষধর কেউটে সাপ। বংশ পরম্পরায় প্রতি বছর আষাড়ের শুক্লা প্রতিপদ তিথিতে তাঁকেই দেবীজ্ঞানে পুজো করে আসছেন পূর্ব বর্ধমানের ভাতার ও মঙ্গলকোটের সাতটি গ্রামের বাসিন্দারা।
বিস্তারিত পড়ুন- snake worship:এতল্লাটের বাড়ি-বাড়ি বিষধর কেউটের বিচরণ, অপার ভক্তিতে তাঁকেই 'ঝাঁকলাই' দেবীজ্ঞানে পুজো
-
Jul 12, 2025 10:17 IST
Kolkata News Live Updates:কলকাতার অভিজাত কলেজের হোস্টেলে তরুণীকে ধর্ষণ
কসবার ল' কলেজে গণধর্ষণের ঘটনার রেশ এখনও রয়েছে। এরই মধ্যে ফের কলকাতা শহরের নামজাদা একটি ম্যানেজমেন্ট কলেজের হোস্টেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তোলপাড় পড়ে গিয়েছে। ওই তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে কলেজেরই এক ম্যানেজমেন্ট ছাত্র। গত রাতে বিষয়টি প্রকাশ্যে আসতেই তদন্তে নেমে পড়ে পুলিশ। জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা ক্যাম্পাসে গিয়ে অভিযুক্ত ম্যানেজমেন্ট ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
বিস্তারিত পড়ুন- Kolkata college rape:কলকাতার অভিজাত কলেজের হোস্টেলে তরুণীকে বেহুঁশ করে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত
-
Jul 12, 2025 10:09 IST
Kolkata News Live Updates:ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়
নিম্নচাপ ঝাড়খণ্ডে পাড়ি জামাতেই দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা বেশ খানিকটা কমেছে। আজ ও কাল ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী সপ্তাহের প্রথম থেকেই দক্ষিণবঙ্গে আবারও বর্ষার ভয়াল রূপ দেখা যাবে। সোমবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গেও টানা কয়েক দিন ধরে লাগাতার ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
বিস্তারিত পড়ুন- Kolkata weather Update: বর্ষার রুদ্র রূপ দেখবে গোটা বাংলা! ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়