Kolkata college rape:কলকাতার অভিজাত কলেজের হোস্টেলে তরুণীকে বেহুঁশ করে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

management student rape case Kolkata: কসবার ল' কলেজের গণধর্ষণের রেশ কাটতে না কাটতেই ফের কলকাতা শহরের অভিজাত এক কলেজের হোস্টেলে নক্কারজনক কাণ্ড। ফের উঠল ধর্ষণের অভিযোগ।

management student rape case Kolkata: কসবার ল' কলেজের গণধর্ষণের রেশ কাটতে না কাটতেই ফের কলকাতা শহরের অভিজাত এক কলেজের হোস্টেলে নক্কারজনক কাণ্ড। ফের উঠল ধর্ষণের অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

প্রতীকী ছবি।

IIM Calcutta management college rape: কসবার ল' কলেজে গণধর্ষণের ঘটনার রেশ এখনও রয়েছে। এরই মধ্যে ফের কলকাতা শহরের নামজাদা একটি ম্যানেজমেন্ট কলেজের হোস্টেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তোলপাড় পড়ে গিয়েছে। ওই তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে কলেজেরই এক ম্যানেজমেন্ট ছাত্র। গত রাতে বিষয়টি প্রকাশ্যে আসতেই তদন্তে নেমে পড়ে পুলিশ। জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা ক্যাম্পাসে গিয়ে অভিযুক্ত ম্যানেজমেন্ট ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisment

আবারও কলকাতা শহরের নামী শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ সামনে এসেছে। এবার জোকার IIM ক্যালকাটা ম্যানেজমেন্ট কলেজের হোস্টেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। পুলিশকে লেখা অভিযোগপত্রে ওই তরুণী জানিয়েছেন, ক্যাম্পাসিংয়ের কথা বলে কলেজেরই দ্বিতীয় বর্ষের এক ছাত্র তাঁকে হোস্টেলে নিয়ে গিয়েছিলেন।

হোস্টেলে নিয়ে গিয়ে তাঁকে ওই ছাত্রটি পিৎজা খেতে দিয়েছিল বলে দাবি করেছেন তরুণী। সেই খাবার খাওয়ার পরেই তিনি আচ্ছন্ন হয়ে পড়েন এবং সেই সুযোগে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে অভিযুক্ত ছাত্রটি। তিনি বাধা দেওয়ার তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং শেষমেষ তাকে ধর্ষণ করে ওই ছাত্র।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates:'অন্যায়কারীদের পাশে দাঁড়ানো অত্যন্ত দুঃখজনক', হাইকোর্টের চরম ভর্ৎসনা রাজ্য-এসএসসিকে

এই ঘটনার পর হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই তরুণী। মারাত্মক এই অভিযোগ পেয়ে আর সময় নষ্ট করেনি পুলিশও। গতরাতেই জোকার ওই কলেজের হোস্টেলে ঢুকে অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই ওই কলেজের নিরাপত্তারকর্মী ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ কথা বলেছে। কীভাবে নিরাপত্তারক্ষীদের ওই তরুণী কলেজের হোস্টেলে ঢুকলেন সেই প্রশ্নেরও সদুত্তর চাইছে পুলিশ। কলেজের হোস্টেল এবং ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন- snake worship:এতল্লাটের বাড়ি-বাড়ি বিষধর কেউটের বিচরণ, অপার ভক্তিতে তাঁকেই 'ঝাঁকলাই' দেবীজ্ঞানে পুজো

kolkata rape college