শুক্রবার সন্ধেয় দিল্লির কারোলবাগের বিশাল মেগা মার্টে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। দমকল বিভাগের তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় ওই ব্যক্তি লিফটে আটকে পড়েছিলেন। তারই জেরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দমকলের
১৩টি ইঞ্জিনের বেশ কয়েক ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। যদিও শনিবার সকালেও ঘটনাস্থলে রয়েছে দমকলের ইঞ্জিন। এখনও বেশ কিছু জায়গা জল ছড়িয়ে ঠান্ডা করার চেষ্টায় দমকলের কর্মীরা।
জানা গিয়েছে গতকাল সন্ধেয় দিল্লির ওই শপিং মলের প্রথম তলায় শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে অভ্যন্তরীণ অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করা হলেও, আগুন দ্রুত পুরও দোকানে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন বিধ্বংসী রূপ নেয়। আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছিল।
আরও পড়ুন- West Bengal live news Updates:'শুভেন্দু যা বলেছেন আমারও ওই একই কথা', মুসলিমদের নিয়ে মন্তব্যে অবস্থান স্পষ্ট শমীকের
এদিকে, এই অগ্নিকাণ্ডের জেরে লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন নেভাতে পরপর ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ১৩টি ইঞ্জিন। দিল্লি পুলিশের কর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং অগ্নিনির্বাপণ প্রচেষ্টায় তাঁরাও দমকলকর্মীদের সঙ্গে কাঁদে কাঁধ মিলিয়ে কাজ করেছেন।
আরও পড়ুন- West Bengal Weather Update:আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বর্ষার ভয়াল রূপ দেখবে কোন কোন জেলা?
এদিকে গতকাল দিল্লির এইমস ট্রমা সেন্টারে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণের পর আগুন লেগে যায়, যার ফলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ওই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, ওই ট্রমা সেন্টারের কাছে থাকা একটি ৩৩,০০০ ভোল্টের বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লেগে যায়।