West Bengal Weather Update:আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বর্ষার ভয়াল রূপ দেখবে কোন কোন জেলা?

West Bengal Weather 5 July 2025:তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কিছু জেলায়। শুক্রবার সকাল থেকেই রাজ্যের অধিকাংশ জেলাতেই মেঘলা আকাশ। আজ ব্যাপক বষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলায়।

West Bengal Weather 5 July 2025:তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কিছু জেলায়। শুক্রবার সকাল থেকেই রাজ্যের অধিকাংশ জেলাতেই মেঘলা আকাশ। আজ ব্যাপক বষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
weather forecast west bengal,west bengal weather, west bengal weather today, west bengal weather now, ajker weather west bengal, west bengal weather temprature, west bengal weather in april, kolkata weather, Kolkata weather update, Kolkata weather 20 june, Kolkata temperature, current weather, Kolkata climate, weather forecast, bengal weather,bengal weather news, bengal weather forecast, bengal weather news today, kolkata weather today, kolkata weather now, Ajker Kolkata weather,monsoon,আবহাওয়ার পূর্বাভাস পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের আবহাওয়া, আজকের আবহাওয়া পশ্চিমবঙ্গ,পশ্চিমবঙ্গের তাপমাত্রা,কলকাতার আবহাওয়া,কলকাতার ওয়েদার আপডেট,কলকাতার তাপমাত্রা,আবহাওয়ার পূর্বাভাস,বাংলার আবহাওয়া,বাংলার আবহাওয়ার খবর,বাংলার আবহাওয়ার পূর্বাভাস,আজ বাংলার আবহাওয়ার খবর,আজকের কলকাতার আবহাওয়া

Rainfall Forecast: আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়।

very heavy rainfall alert:আজ উল্টো রথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বেশ কিছু জেলায়। জোড়া অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিনই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির দাপট থাকবে শহর কলকাতাতেও। আগামী কয়েকদিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এসব নিয়ে রইল আজকের ওয়েদার আপডেট।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ থেকে শুরু করে টানা কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট দেখা যাবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। আজ এবং আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার মতো জেলাগুলিতে।

আগামী কয়েক দিনই এই জেলাগুলিতে থাকবে জোরালো বৃষ্টির দাপট। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে পরিস্থিতির খানিকটা উন্নতি চোখে পড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Advertisment

আরও পড়ুন- Bomb explosion :ভয়াবহ বিস্ফোরণে ভেঙে পড়ল বাড়ি, চ্ছিন্নভিন্ন হয়ে বীভৎস মৃত্যু, জখম বেশ কয়েকজন

কলকাতার ওয়েদার আপডেট 

শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ থেকে শুরু করে আগামী বেশ কয়েকদিন তিলোত্তমা মহানগরীতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।

আরও পড়ুন- Adhir Chowdhury: 'BJP এখন বুঝছে মুসলমান ভোটের কদর আছে', শমীক-উবাচে 'পুরনো স্টাইল' দেখছেন অধীর

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

দক্ষিণবঙ্গের পাশাপাশি তুমুল বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী দিন কয়েক উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহের শুরুর দিক থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস।

weather weather update Rainfall in Bengal Heavy Rainfall